ETV Bharat / state

Student Leader Anish Khan Death : পুলিশে ভরসা নেই, ছেলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি আনিসের বাবার - আনিশ খানের মৃত্যুতে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ আনলেন বাবা

আমতার বাসিন্দা তথা ছাত্রনেতা আনিশ খানের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে (Howrah Amta Student Death) ৷ তাঁর পরিবারের অভিযোগ, ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও পুলিশ আদৌ কিছুই করছে না । স্থানীয় নেতারা যুক্ত থাকার জন্যই পুলিশ চুপ করে বসে আছে ।

Anish Khan Death
আনিশ খানের মৃত্যুতে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ আনলেন বাবা
author img

By

Published : Feb 20, 2022, 3:24 PM IST

আমতা, 20 ফেব্রুয়ারি : আমতাকাণ্ডে 24 ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা । মৃত ছেলের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে তাঁর পরিবারের সদস্যরা । ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে সরাসরি আঙুল তুলেছে মৃতের পরিবার । তাঁদের অভিযোগ, ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও পুলিশ আদৌ কিছুই করছে না । ঠুঁটো জগন্নাথের মতোই বসে রয়েছে (Student Leader Anish Khan Death) ।

গতকাল তাঁদের বাড়িতে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করেনি আমতা থানার পুলিশ । এখনও কোনওরকম তদন্ত বা জিজ্ঞাসাবাদ করার জন্য এলাকাতেও আসেনি তদন্তকারীরা । স্বভাবতই পুলিশের এহেন আচরণে যথেষ্ট ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও । তারপরই আনিশের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি জানিয়েছেন আনিশের বাবা । তিনি বলেন, "পুলিশ-প্রশাসন কিছুই করছে না । আমার ছেলেকে বাড়িতে ঢুকে মারা হল । যারা মারল, তাদের গায়েও পুলিশের পোশাকই ছিল । তাই আমরা পুলিশের উপর ভরসা করতে পারছি না । যারা তাঁর ছেলেকে মেরেছে তারা আর কী তদন্ত করবে ? অবিলম্বে ছেলের মৃত্যুর তদন্ত করুক সিবিআই ।"

পাশাপাশি পরিবারের তরফ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপরও বিস্ফোরক অভিযোগ আনে আনিশের পরিবার । তাঁদের অভিযোগ, আনিশকে স্থানীয় তৃণমূলের নেতারা মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয় । পাশাপাশি তাঁদের অভিযোগ, স্থানীয় নেতাদের মদতেই এই ঘটনা ঘটেছে । নেতারা যুক্ত থাকার জন্যই পুলিশ চুপ করে বসে আছে । কোনও তদন্ত করছে না । গভীর রাতে খুনের ঘটনার কথা জানানো হলেও সকাল সাড়ে আটটার পরে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ । অথচ তাঁদের বাড়ি থেকে আমতা থানার দূরত্ব মাত্র 8 কিলোমিটার ।

আরও পড়ুন : Student Leader Anish Khan Death : বামদল থেকে আইএসএফে কেন ছাত্রনেতা আনিশ ? দল বদলই কাল ?

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, থানাতে ওই সময় পর্যাপ্ত কর্মী না থাকার জন্যই দেরি হয়েছে । যদিও ঘটনাস্থল এখনও তদন্তের জন্য ঘেরা হয়নি । সেক্ষেত্রে পরিবারের লোকদের আশঙ্কা অনেক তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে । আমতা থানা সূত্রে খবর, ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে । তাঁরা এসে ঘটনাস্থল থেকে স্যাম্পেল সংগ্রহ করবে । ঘটনাস্থল ঘেরার জন্য ইতিমধ্যেই থানা থেকে আধিকারিকদের পাঠানো হয়েছে । আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ।

আমতা, 20 ফেব্রুয়ারি : আমতাকাণ্ডে 24 ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা । মৃত ছেলের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে তাঁর পরিবারের সদস্যরা । ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে সরাসরি আঙুল তুলেছে মৃতের পরিবার । তাঁদের অভিযোগ, ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও পুলিশ আদৌ কিছুই করছে না । ঠুঁটো জগন্নাথের মতোই বসে রয়েছে (Student Leader Anish Khan Death) ।

গতকাল তাঁদের বাড়িতে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করেনি আমতা থানার পুলিশ । এখনও কোনওরকম তদন্ত বা জিজ্ঞাসাবাদ করার জন্য এলাকাতেও আসেনি তদন্তকারীরা । স্বভাবতই পুলিশের এহেন আচরণে যথেষ্ট ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও । তারপরই আনিশের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি জানিয়েছেন আনিশের বাবা । তিনি বলেন, "পুলিশ-প্রশাসন কিছুই করছে না । আমার ছেলেকে বাড়িতে ঢুকে মারা হল । যারা মারল, তাদের গায়েও পুলিশের পোশাকই ছিল । তাই আমরা পুলিশের উপর ভরসা করতে পারছি না । যারা তাঁর ছেলেকে মেরেছে তারা আর কী তদন্ত করবে ? অবিলম্বে ছেলের মৃত্যুর তদন্ত করুক সিবিআই ।"

পাশাপাশি পরিবারের তরফ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপরও বিস্ফোরক অভিযোগ আনে আনিশের পরিবার । তাঁদের অভিযোগ, আনিশকে স্থানীয় তৃণমূলের নেতারা মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয় । পাশাপাশি তাঁদের অভিযোগ, স্থানীয় নেতাদের মদতেই এই ঘটনা ঘটেছে । নেতারা যুক্ত থাকার জন্যই পুলিশ চুপ করে বসে আছে । কোনও তদন্ত করছে না । গভীর রাতে খুনের ঘটনার কথা জানানো হলেও সকাল সাড়ে আটটার পরে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ । অথচ তাঁদের বাড়ি থেকে আমতা থানার দূরত্ব মাত্র 8 কিলোমিটার ।

আরও পড়ুন : Student Leader Anish Khan Death : বামদল থেকে আইএসএফে কেন ছাত্রনেতা আনিশ ? দল বদলই কাল ?

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, থানাতে ওই সময় পর্যাপ্ত কর্মী না থাকার জন্যই দেরি হয়েছে । যদিও ঘটনাস্থল এখনও তদন্তের জন্য ঘেরা হয়নি । সেক্ষেত্রে পরিবারের লোকদের আশঙ্কা অনেক তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে । আমতা থানা সূত্রে খবর, ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে । তাঁরা এসে ঘটনাস্থল থেকে স্যাম্পেল সংগ্রহ করবে । ঘটনাস্থল ঘেরার জন্য ইতিমধ্যেই থানা থেকে আধিকারিকদের পাঠানো হয়েছে । আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.