কলকাতা, 1 মার্চ : কলকাতার এসেসকেএম হাসপাতাল থেকে হাওড়ার আমতায় বাড়ি ফিরল আনিশের মৃতদেহ । গতকাল সকালে বাড়ির পাশে কবর থেকে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় যুবনেতার মৃতদেহ । উপস্থিত ছিল সিট-এর সদস্যরা ৷ গোটা ঘটনার ভিডিয়োগ্রাফি করা হয় । একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হয় গোটা প্রক্রিয়াটি (Anish Khan body returns home after second post mortem) ।
সোমবার রাতেই আনিশের মৃতদেহ এনে ফের কবর দেওয়ার ব্যবস্থা করা হয় । এসএসকেএম থেকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় তাঁর শবদেহ । প্রথমবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হলেও আনিশের পরিবার বারংবার ওই ময়নাতদন্তের বিরুদ্ধে অভিযোগ তোলে । আনিশের বাবা সালেম খানের অভিযোগ, তাঁদের না জানিয়েই প্রথমবার ময়নাতদন্ত হয়েছে ৷ এমনকি ময়নাতদন্তের সময় পরিবারের কেউ হাসপাতালে ছিলেন না । ঠিকমতো ওই প্রক্রিয়া হয়নি ।
আরও পড়ুন : Anish Khan Death case : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিশের দেহ
আনিশ হত্যাকাণ্ডের তদন্তভারে মুখ্যমন্ত্রী বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেন । সেই সদস্যরা সালেম খানের সঙ্গে কথা বলেন । পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্বিতীয়বারের ময়নাতদন্তে জোর দেয় তদন্তকারী আধিকারিকেরা । এর সঙ্গে রাজ্য ফরেন্সিক দলের সদস্যরা আনিশের বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেন ৷
সিট সূত্রে জানা গিয়েছে, তাঁদের সংগৃহীত নমুনার সঙ্গে ময়নাতদন্তের প্রক্রিয়া মিলিয়ে দেখা হবে । এতে যে সত্য উঠে আসবে, তা জানতে উদগ্রীব আনিশের পরিবার এবং রাজ্যবাসী । যদিও দ্বিতীয়বার ময়নাতদন্ত থেকে নতুন কোনও তথ্য আদৌ জানা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা । আনিশের দেহে আঘাত মৃত্যুর আগে নাকি পরে, তা জানা যেতে পারে । হাড়ের আঘাত, খুলি, স্পাইনাল কর্ডে কী ধরনের আঘাত লেগেছে তা আরও পরিষ্কার হতে পারে, আঘাতের ধরনও ।
দ্বিতীয়বার ময়নাতদন্তের ফলাফল ফরেন্সিক বিশেষজ্ঞদের মতামত, মৃতদেহ কবরস্থ হওয়ার 3-4 দিনের মধ্যে দেহে পচন ধরতে শুরু করে । সেখানে 10 দিন অনেক বেশি সময় । শরীরের সফট টিস্যু কিছুই পাওয়া যাবে না । অঙ্গপ্রত্যঙ্গগুলিরও লিক্যুইডিফাই হয়ে যায় । শরীরের বাইরের আঘাতগুলো কিছু বোঝা সম্ভব নয় । ফলে নতুন তথ্য পাওয়া মুশকিল । তাহলে, দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও কি নতুন করে ধোঁয়াশা তৈরি হবে ?
আরও পড়ুন : Howrah Amta Student Death : পুলিশ পরিচয়ে ছাদ থেকে ফেলে আইএসএফ-এর ছাত্রনেতা খুন ! ঘনাচ্ছে রহস্য