ETV Bharat / state

Imported Cigarettes: ফের উদ্ধার 30 লক্ষ টাকার বিদেশি সিগারেট - foreign cigarettes worth rate 30 lakhs seized

দিল্লি থেকে কলকাতায় আনা হয়েছে বিদেশি সিগারেট (foreign cigarettes worth rate 30 lakhs seized) ৷ গোপন সূত্রে সেই খবর পেয়ে হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 10 নম্বর শেডের কাছে ওৎ পেতে ছিলেন আরপিএফ আধিকারিকরা ৷ সন্দেহজনক বেশ কিছু কয়েকটি পুটুলি দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই মেলে প্রচুর বিদেশি সিগারেট ৷ যার মূল্য আনুমানিক 30 লক্ষ টাকা ৷

Foreign Cigarettes Recover
ETV bharat
author img

By

Published : Dec 9, 2022, 10:43 PM IST

হাওড়া, 9 ডিসেম্বর: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে বিদেশি সিগারেট (Again Foreign cigarettes Recover in Howrah Station)। উদ্ধার হওয়া সিগারেটের খোলা বাজারে আনুমানিক মূল্য 30 লক্ষ টাকা, খবর আরপিএফ সূত্রে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 10 নম্বর শেডের কাছে তল্লাশি অভিযান চালান আপিএফ কার্মীরা ৷ সেই অভিযানেই বড় 5টি পুটুলি পান তাঁরা ৷ পুঁটুলি খুলতেই মেলে বিপুল বিদেশি সিগারেট ৷ উদ্ধার হয় 30 লক্ষ টাকার কোরিয়ার সিগারেট রাখা ছিল । ওই সিগারেটগুলি দিল্লি থেকে কলকাতায় আনা হয়েছিল বলেই জানা গিয়েছে । এতগুলো পুঁটুলি একসঙ্গে দেখে ও আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে আরপিএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তারা ওই সেগুলি খুলে তল্লাশি শুরু করেন । আরপিএফ আধিকারিকদের মতে, রেলের কার্গোর মাধ্যমে দিল্লি থেকে হাওড়ায় আনা হয়েছিল সিগারেটগুলি ৷ হাওড়ায় এলেও ওই সিগারেটের কোনও দাবিদার পাওয়া যায়নি । আজ সিগারেটের প্যাকেটগুলি কলকাতার আয়কর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Foreign Cigarettes Recovered: হাওড়া স্টেশন থেকে উদ্ধার 10 লক্ষ টাকার বিদেশি সিগারেট, ধৃত 1

প্রসঙ্গত, দু’দিন আগে 10 লক্ষ থাকার সিগারেট-সহ এক ব্যক্তি আরপিএফের হাতে ধরা পড়েছিলেন ৷ তারপর থেকেই সতর্ক হয়ে গিয়েছে পাচারকারীরা এমনটাই মনে করছে আরপিএফ কর্তৃপক্ষ ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটেতই বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ হাওড়া স্টেশনের কর্তব্যরত আরপিএফ অধিকারিকদের ।

হাওড়া, 9 ডিসেম্বর: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে বিদেশি সিগারেট (Again Foreign cigarettes Recover in Howrah Station)। উদ্ধার হওয়া সিগারেটের খোলা বাজারে আনুমানিক মূল্য 30 লক্ষ টাকা, খবর আরপিএফ সূত্রে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 10 নম্বর শেডের কাছে তল্লাশি অভিযান চালান আপিএফ কার্মীরা ৷ সেই অভিযানেই বড় 5টি পুটুলি পান তাঁরা ৷ পুঁটুলি খুলতেই মেলে বিপুল বিদেশি সিগারেট ৷ উদ্ধার হয় 30 লক্ষ টাকার কোরিয়ার সিগারেট রাখা ছিল । ওই সিগারেটগুলি দিল্লি থেকে কলকাতায় আনা হয়েছিল বলেই জানা গিয়েছে । এতগুলো পুঁটুলি একসঙ্গে দেখে ও আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে আরপিএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তারা ওই সেগুলি খুলে তল্লাশি শুরু করেন । আরপিএফ আধিকারিকদের মতে, রেলের কার্গোর মাধ্যমে দিল্লি থেকে হাওড়ায় আনা হয়েছিল সিগারেটগুলি ৷ হাওড়ায় এলেও ওই সিগারেটের কোনও দাবিদার পাওয়া যায়নি । আজ সিগারেটের প্যাকেটগুলি কলকাতার আয়কর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Foreign Cigarettes Recovered: হাওড়া স্টেশন থেকে উদ্ধার 10 লক্ষ টাকার বিদেশি সিগারেট, ধৃত 1

প্রসঙ্গত, দু’দিন আগে 10 লক্ষ থাকার সিগারেট-সহ এক ব্যক্তি আরপিএফের হাতে ধরা পড়েছিলেন ৷ তারপর থেকেই সতর্ক হয়ে গিয়েছে পাচারকারীরা এমনটাই মনে করছে আরপিএফ কর্তৃপক্ষ ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটেতই বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ হাওড়া স্টেশনের কর্তব্যরত আরপিএফ অধিকারিকদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.