ETV Bharat / state

Anish Khan Death Case : এখন সংখ্যালঘুদের প্রয়োজন নেই মুখ্য়মন্ত্রীর, আনিশ হত্যাকাণ্ডে মমতাকে তোপ অধীরের

ভোট মিটে গিয়েছে ৷ তাই আনিশ খানের মৃত্যুতে মাথাব্যথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ আনিশ মৃত্যুরহস্যে রাজ্য সরকারকে এ ভাবেই নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury Criricise CM Over Anish Khan Death Case) ৷ পাশাপাশি, এই মামলায় মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অধীরের ৷

Adhir Chowdhury Criricise CM Over Anish Khan Death Case
Adhir Chowdhury Criricise CM Over Anish Khan Death Case
author img

By

Published : Mar 5, 2022, 5:32 PM IST

আমতা, 5 মার্চ : ভোটের বাজারে প্রয়োজন নেই, তাই মুখ্যমন্ত্রী নিষ্ক্রিয় ৷ আনিশ খান মৃত্যুরহস্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ অধীর চৌধুরীর (Adhir Chowdhury Criricise CM Over Anish Khan Death Case) ৷ আজ দুপুরে আনিশের বাড়িতে আসেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷ আনিশের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷ এর পরই সংবাদমাধ্যমের সামনে চাঁছাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি ৷ অভিযোগ করেন বিরোধী থাকাকালীন রিজওয়ানুর মামলায় তিনি সক্রিয় ছিলেন ৷ আর আনিশ খানের মামলায় তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন ৷

অধীর মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘দিদির রাজনৈতিক কর্মকাণ্ড ভোটের বাজার দেখেই চলে ৷ ভোট এলেই মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ত্রাতা সাজেন ৷ আর নির্বাচন শেষ হয়ে গেলেই তাঁদের উপরে অত্যাচার নামিয়ে আনেন ৷’’ এদিন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে অধীর জানান, প্রয়োজনে তিনি রাষ্ট্রপতি পর্যন্ত বিষয়টিকে নিয়ে যাবেন ৷ কিন্তু, আনিশের মৃত্যুর প্রতিবাদ করা ছাড়বেন না ৷ আনিশের মৃত্যুকে পরিকল্পতি হত্যা বলে দাবি করেছেন অধীর ৷ তাই মানবাধিকার কমিশন এবং সংখ্যালঘু সেলের কাছেও বিষয়টি নিয়ে যাওয়ার কথা বলেন অধীর ৷

আরও পড়ুন : Anish Khan Death case : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিশের দেহ

আনিশ খানের মৃত্যুর ঘটনায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের পরিবারের (বিধায়ক লাভলি মৈত্র) শাসকদলের সঙ্গে জড়িত থাকার প্রসঙ্গও টেনে আনেন অধীর ৷ তিনি অভিযোগ করেন, সেই কারণেই হাওড়া গ্রামীণের পুলিশ সুপার আমতা থানার ওসি’কে গায়েব করে দিয়েছেন ৷ এ দিন আনিশের বাবার সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী ৷ প্রদেশ কংগ্রেস সভাপতির কাছেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আনিশের বাবা সালেম খান ৷

আমতা, 5 মার্চ : ভোটের বাজারে প্রয়োজন নেই, তাই মুখ্যমন্ত্রী নিষ্ক্রিয় ৷ আনিশ খান মৃত্যুরহস্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ অধীর চৌধুরীর (Adhir Chowdhury Criricise CM Over Anish Khan Death Case) ৷ আজ দুপুরে আনিশের বাড়িতে আসেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷ আনিশের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷ এর পরই সংবাদমাধ্যমের সামনে চাঁছাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি ৷ অভিযোগ করেন বিরোধী থাকাকালীন রিজওয়ানুর মামলায় তিনি সক্রিয় ছিলেন ৷ আর আনিশ খানের মামলায় তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন ৷

অধীর মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘দিদির রাজনৈতিক কর্মকাণ্ড ভোটের বাজার দেখেই চলে ৷ ভোট এলেই মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ত্রাতা সাজেন ৷ আর নির্বাচন শেষ হয়ে গেলেই তাঁদের উপরে অত্যাচার নামিয়ে আনেন ৷’’ এদিন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে অধীর জানান, প্রয়োজনে তিনি রাষ্ট্রপতি পর্যন্ত বিষয়টিকে নিয়ে যাবেন ৷ কিন্তু, আনিশের মৃত্যুর প্রতিবাদ করা ছাড়বেন না ৷ আনিশের মৃত্যুকে পরিকল্পতি হত্যা বলে দাবি করেছেন অধীর ৷ তাই মানবাধিকার কমিশন এবং সংখ্যালঘু সেলের কাছেও বিষয়টি নিয়ে যাওয়ার কথা বলেন অধীর ৷

আরও পড়ুন : Anish Khan Death case : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিশের দেহ

আনিশ খানের মৃত্যুর ঘটনায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের পরিবারের (বিধায়ক লাভলি মৈত্র) শাসকদলের সঙ্গে জড়িত থাকার প্রসঙ্গও টেনে আনেন অধীর ৷ তিনি অভিযোগ করেন, সেই কারণেই হাওড়া গ্রামীণের পুলিশ সুপার আমতা থানার ওসি’কে গায়েব করে দিয়েছেন ৷ এ দিন আনিশের বাবার সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী ৷ প্রদেশ কংগ্রেস সভাপতির কাছেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আনিশের বাবা সালেম খান ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.