হাওড়া, 23 ফেব্রুয়ারি: আবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা । এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল এক যাত্রীকে (1 Arrests with Lakhs of Cash)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বুধবার । হাওড়া স্টেশনে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নগদ প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার করেছে স্টেশনে কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা ।
এদিন হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের 8 নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই নগদ টাকা । উদ্ধার হওয়া টাকার ব্যাপারে কোনও সদুত্তর ও প্রমাণ দিতে না পারার কারণে আটক করা হয় ওই যাত্রীকে । হাওড়া স্টেশনের আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আটক যাত্রীর নাম নীরজ কুমার । বয়স 42 বছর ৷ তিনি খাজেমকালা চক পাটনা, বিহারের বাসিন্দা ।
আরপিএফ সূত্রে খবর, নীরজের কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকার কোনও বৈধ কাগজপত্র মেলেনি । এতো বিপুল পরিমাণ টাকা তিনি কী উদ্দেশ্যে, কোথায়, কার জন্য নিয়ে যাচ্ছিলেন তার সদুত্তর না মেলায় তাঁকে আটক করা হয় । নগদ অর্থ বাজেয়াপ্ত করে আয়কর দফতরের হাতে তুলে দেয় আরপিএফ । এরপর আয়কর বিভাগের আধিকারিকরা ওই ব্যক্তিকে গ্রেফতার করে । তাঁর বিরুদ্ধে আইনত মামলাও রুজু করা হয় । ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে । তদন্তকারী অধিকারিকদের অনুমান উদ্ধার হওয়া নগদ অর্থ হাওলার হতে পারে । যদিও এদিনের টাকা উদ্ধারের ঘটনায় এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানাতে চাননি আয়কর আধিকারিকরা ৷ তবে এদিন বিপুল নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে হাওড়া স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷
প্রসঙ্গত, এর আগেও বহুবার হাওড়া স্টেশনে যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা ঘটে ৷ এর মধ্যে 18 নভেম্বর হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে নগদ 32 লক্ষ 20 হাজার টাকা উদ্ধার হয় ৷ দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ধার হওয়া মোটা অঙ্কের টাকা কোথা থেকে কী কাজে নিয়ে যাওয়া হচ্ছে এই সংক্রান্ত প্রশ্নের সদুত্তর দিতে না-পারার জন্যই অভিযুক্তদের গ্রেফতার করে আরপিএফ ৷
আরও পড়ুন : হাওড়া স্টেশনে লক্ষাধিক নগদ টাকা-সহ গ্রেফতার 1