ETV Bharat / state

ক্লাসরুমেই কুকর্ম, সাসপেন্ড ছাত্র-ছাত্রী - মগরা স্কুলের সেক্স ভিডিয়ো

সম্প্রতি সামনে আসে ওই ভিডিয়ো । যাতে দেখা যাচ্ছে, ক্লাস টুয়েলভের দুই ছাত্র-ছাত্রী ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে । আর তা ভিডিয়ো করছে আরও কয়েকজন । ভিডিয়োটি ভাইরাল হতে সময় লাগেনি ।

চলছে কুকর্ম
author img

By

Published : Jun 23, 2019, 4:03 AM IST

মগরা, 23 জুন : ক্লাসরুমে চলছিল কুকর্ম । তা ভিডিয়ো করছিল আরও কয়েকজন ছাত্রছাত্রী । কেউ বা কারা এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় । ভিডিয়ো ভাইরাল হতেই মগরার একটা নামকরা স্কুলে শোরগোল পড়েছে ।

সম্প্রতি সামনে আসে ওই ভিডিয়ো । যাতে দেখা যাচ্ছে, ক্লাস টুয়েলভের দুই ছাত্র-ছাত্রী ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে । আর তা ভিডিয়ো করছে আরও কয়েকজন । ভিডিয়োটি ভাইরাল হতে সময় লাগেনি । তা চোখে পড়ে অভিভাবকদেরও । গতকাল সকালে অভিভাবকরা একজোট হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান । অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের সাসপেন্ড করারও দাবি তোলেন ।

স্কুলের তরফে প্রধান শিক্ষক জানান, ওই দু'জনকে সাসপেন্ড করা হয়েছে । তবে, ভবিষ্যতের কথা ভেবে শুধুমাত্র টেস্ট পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে । ক্লাস করতে দেওয়া হবে না । প্রধান শিক্ষক বলেন, "আমাদের স্কুল যথেষ্ট ঐতিহ্যমণ্ডিত । ছাত্রছাত্রীদের কাছ থেকে এধরনের আচরণ মানা যায় না । প্রত্যেক ক্লাসরুমের বাইরে CCTV আছে । এবার আমরা ক্লাসরুমের ভিতরেও CCTV লাগানোর ব্যবস্থা করব ।" সেইসঙ্গে তিনি জানান, স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে । কেউ মোবাইল নিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

স্কুলের প্রাক্তন ছাত্র ও অভিভাবকরা অবশ্য এই ধরনের ঘটনা নিয়ে চিন্তিত । তাঁদের কথায়, "আমরাও পড়াশোনা করেছি । ছেলে-মেয়েরাও পড়ছে । এই ধরনের ঘটনা সামনে আসায় চমকে যাচ্ছি । স্কুল কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে ।"

মগরা, 23 জুন : ক্লাসরুমে চলছিল কুকর্ম । তা ভিডিয়ো করছিল আরও কয়েকজন ছাত্রছাত্রী । কেউ বা কারা এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় । ভিডিয়ো ভাইরাল হতেই মগরার একটা নামকরা স্কুলে শোরগোল পড়েছে ।

সম্প্রতি সামনে আসে ওই ভিডিয়ো । যাতে দেখা যাচ্ছে, ক্লাস টুয়েলভের দুই ছাত্র-ছাত্রী ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে । আর তা ভিডিয়ো করছে আরও কয়েকজন । ভিডিয়োটি ভাইরাল হতে সময় লাগেনি । তা চোখে পড়ে অভিভাবকদেরও । গতকাল সকালে অভিভাবকরা একজোট হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান । অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের সাসপেন্ড করারও দাবি তোলেন ।

স্কুলের তরফে প্রধান শিক্ষক জানান, ওই দু'জনকে সাসপেন্ড করা হয়েছে । তবে, ভবিষ্যতের কথা ভেবে শুধুমাত্র টেস্ট পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে । ক্লাস করতে দেওয়া হবে না । প্রধান শিক্ষক বলেন, "আমাদের স্কুল যথেষ্ট ঐতিহ্যমণ্ডিত । ছাত্রছাত্রীদের কাছ থেকে এধরনের আচরণ মানা যায় না । প্রত্যেক ক্লাসরুমের বাইরে CCTV আছে । এবার আমরা ক্লাসরুমের ভিতরেও CCTV লাগানোর ব্যবস্থা করব ।" সেইসঙ্গে তিনি জানান, স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে । কেউ মোবাইল নিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

স্কুলের প্রাক্তন ছাত্র ও অভিভাবকরা অবশ্য এই ধরনের ঘটনা নিয়ে চিন্তিত । তাঁদের কথায়, "আমরাও পড়াশোনা করেছি । ছেলে-মেয়েরাও পড়ছে । এই ধরনের ঘটনা সামনে আসায় চমকে যাচ্ছি । স্কুল কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.