ETV Bharat / state

Train Service Resumed at Bandel : সেই চেনা ছন্দে, সোম সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশনে গড়াল ট্রেনের চাকা

টানা 72 ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশনের ট্রেন পরিষেবা ৷ আজ, সোমবার সন্ধ্যা থেকে পুরনো ছন্দে ফিরল ব্যান্ডেল স্টেশন ৷ আগামিকাল থেকে পরিবর্তন হয়ে যাবে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বরও (Tarin Service Start) ৷

Tarin Service Start
স্বাভাবিক ছন্দে ফিরছে ব্য়ান্ডেল স্টেশন
author img

By

Published : May 30, 2022, 10:41 PM IST

ব্যান্ডেল, 30 মে : ফের যাত্রীদের ব্যস্ততা, হকারদের হাঁকডাক, মাইকে ঘোষণা ৷ সোমবার সন্ধ্যা থেকে স্বাভাবিক ছন্দে ফিরল ব্যান্ডেল স্টেশন । এই স্টেশনের থার্ড লাইন চালু হলেও এখনও পুরনো কেবিন ভাঙার কাজ সম্পূর্ণ হয়নি । দু’আড়াই মাসের মধ্যে কেবিন ভেঙে পুরনো 1বি-র সঙ্গে যুক্ত হয়ে যাবে । এমনটাই জানিয়েছেন হাওড়া ডিআরএম মনিশ জৈন (Tarin Service Start) ৷

সোমবার ব্যান্ডেল স্টেশন থেকে পুনরায় লোকাল ট্রেনের চলাচল শুরু হয়েছে । তার আগে ব্যান্ডেল, মগরা ও আদিসপ্তগ্রাম পর্যন্ত পর্যবেক্ষণ করেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার শুভময় মিত্র । রেল আধিকারীকদের নিয়ে ব্যান্ডেল ও মগরা থার্ড লাইনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ পরিদর্শন করেন । ম্যাপ দেখে ট্রলি করে ঘুরে দেখেন রেললাইন । সমস্ত কাজের খুঁটিনাটি খতিয়ে দেখে আজ, সোমবার দুপুর তিনটের পর আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ থেকে ব্যান্ডেল স্টেশনের উপর দিয়ে যায় । স্পেশাল ট্রেনের পরিবর্তে সাধারণ সূচী অনুযায়ী ট্রেন চলাচলও শুরু হয়েছে । এই প্রসঙ্গেই হাওড়া ডিআরএম মনিশ জৈন জানান, সেফটি সিকিউরিটি জন্য ইন্টারলকিং সিস্টেম করা হয়েছে । এতে রেলের গতি বাড়বে ৷

স্বাভাবিক ছন্দে ফিরল ব্য়ান্ডেল স্টেশন

আরও পড়ুন : Bandel Railway Station : আগামিকাল থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন ; ক্ষোভ যাত্রীদের

ইন্টারলকিং সিস্টেম চালু হওয়ায় ট্রেনের গতি বাড়বে সেইসঙ্গে দুর্ঘটনা প্রবণতা কমবে ৷ গোটা ব্যবস্থাই ইলেকট্রনিক হওয়ায় এই রুটে ট্রেন চলাচল আরও সহজ হবে । ব্যান্ডেল থেকে না হাওড়াগামী ট্রেনের চাপ কমাতে ডানকুনি স্টেশনকে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে রেল। আগামিকাল থেকে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্মের নম্বরেও পরিবর্তন দেখা যাবে । এবার থেকে 1এ, এবং 1বি প্ল্যাটফর্মের পরিবর্তে 1,2,3,4,5,6,7 নম্বরের প্ল্যাটফর্ম দেখা যাবে ৷

ব্যান্ডেল, 30 মে : ফের যাত্রীদের ব্যস্ততা, হকারদের হাঁকডাক, মাইকে ঘোষণা ৷ সোমবার সন্ধ্যা থেকে স্বাভাবিক ছন্দে ফিরল ব্যান্ডেল স্টেশন । এই স্টেশনের থার্ড লাইন চালু হলেও এখনও পুরনো কেবিন ভাঙার কাজ সম্পূর্ণ হয়নি । দু’আড়াই মাসের মধ্যে কেবিন ভেঙে পুরনো 1বি-র সঙ্গে যুক্ত হয়ে যাবে । এমনটাই জানিয়েছেন হাওড়া ডিআরএম মনিশ জৈন (Tarin Service Start) ৷

সোমবার ব্যান্ডেল স্টেশন থেকে পুনরায় লোকাল ট্রেনের চলাচল শুরু হয়েছে । তার আগে ব্যান্ডেল, মগরা ও আদিসপ্তগ্রাম পর্যন্ত পর্যবেক্ষণ করেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার শুভময় মিত্র । রেল আধিকারীকদের নিয়ে ব্যান্ডেল ও মগরা থার্ড লাইনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ পরিদর্শন করেন । ম্যাপ দেখে ট্রলি করে ঘুরে দেখেন রেললাইন । সমস্ত কাজের খুঁটিনাটি খতিয়ে দেখে আজ, সোমবার দুপুর তিনটের পর আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ থেকে ব্যান্ডেল স্টেশনের উপর দিয়ে যায় । স্পেশাল ট্রেনের পরিবর্তে সাধারণ সূচী অনুযায়ী ট্রেন চলাচলও শুরু হয়েছে । এই প্রসঙ্গেই হাওড়া ডিআরএম মনিশ জৈন জানান, সেফটি সিকিউরিটি জন্য ইন্টারলকিং সিস্টেম করা হয়েছে । এতে রেলের গতি বাড়বে ৷

স্বাভাবিক ছন্দে ফিরল ব্য়ান্ডেল স্টেশন

আরও পড়ুন : Bandel Railway Station : আগামিকাল থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন ; ক্ষোভ যাত্রীদের

ইন্টারলকিং সিস্টেম চালু হওয়ায় ট্রেনের গতি বাড়বে সেইসঙ্গে দুর্ঘটনা প্রবণতা কমবে ৷ গোটা ব্যবস্থাই ইলেকট্রনিক হওয়ায় এই রুটে ট্রেন চলাচল আরও সহজ হবে । ব্যান্ডেল থেকে না হাওড়াগামী ট্রেনের চাপ কমাতে ডানকুনি স্টেশনকে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে রেল। আগামিকাল থেকে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্মের নম্বরেও পরিবর্তন দেখা যাবে । এবার থেকে 1এ, এবং 1বি প্ল্যাটফর্মের পরিবর্তে 1,2,3,4,5,6,7 নম্বরের প্ল্যাটফর্ম দেখা যাবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.