ETV Bharat / state

গড়িয়া শ্মশানে মৃতদেহ ইশুতে রাজ্যপালকে খোঁচা কল্যাণের, পালটা আক্রমণ লকেটের - রাজ্যপালকে খোঁচা কল্যাণের

গড়িয়া শ্মশানে মৃতদেহ টেনে বের করার ভিডিয়ো সামনে আসার পরই তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল । এবার এই ইশুতে রাজ্যপালের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

Kalyan Banerjee criticise Governor
ফাইল ফোটো
author img

By

Published : Jun 13, 2020, 10:39 PM IST

হুগলি, 13 জুন : গড়িয়া শ্মশানে মৃতদেহ ইশু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে রাজ্যপালের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল BJP-র দালাল । নির্বাচন সামনে আসছে । তাই এই ঘটনাটা নিয়ে রাজনীতি করছেন ।" আর এর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রামণ করেছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল যা করছেন ঠিক করছেন ।"

লোহার আঁকশি দিয়ে মর্গ থেকে হিড়হিড় করে টেনে বের করা হচ্ছে একের পর এক পচাগলা মৃতদেহ । তারপর সেগুলি তোলা হচ্ছে কলকাতা পৌরনিগমের একটি গাড়িতে । ভাইরাল হওয়া গড়িয়া শ্মশানের এই ভিডিয়ো নিয়ে এখন তোলপাড় রাজনৈতিক মহল । বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । গতকালই ঘটনাটি নিয়ে টুইট করে রাজ্যপাল লেখেন, "মৃতদেহগুলিকে যেভাবে বের করা হচ্ছিল তা বেদনাদায়ক । ঘটনাটি নির্মম, অবর্ণনীয় ও অসংবেদনশীল ।"

আজও একাধিকবার এই ইশু নিয়ে রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে জগদীপ ধনকড়কে । এবার এই ইশু নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রত্যেকেরই হৃদয়ে লেগেছে ভিডিয়োটা । ওনারও হৃদয় আছে । সেটা ঠিক আছে । কিন্তু উনি যেহেতু BJP-র নিযুক্ত করা রাজ্যপাল । আর সামনেই নির্বাচন আসছে । তাই উনি এটাকে নির্বাচনের ইশু করতে পারেন না । উনি এটাকে নিয়ে রাজনীতি করছেন । উনি BJP-র দালাল । অমিত শাহর দালাল । ওনার গভর্নরের অফিসে বসে কাজ করা উচিত নয় । ওনার BJP-র অফিসে গিয়ে টি বয়ের কাজ করা উচিত । উনি ভারতের সংবিধানকে ভূলুণ্ঠিত করেছেন ।"

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল সংবিধান মেনে যা করছেন ঠিক করছেন । আর কল্যাণবাবুকে বলতে চাই, এসব কথা না বলে আমাদের মতো পথে নামুন ।"

হুগলি, 13 জুন : গড়িয়া শ্মশানে মৃতদেহ ইশু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে রাজ্যপালের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল BJP-র দালাল । নির্বাচন সামনে আসছে । তাই এই ঘটনাটা নিয়ে রাজনীতি করছেন ।" আর এর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রামণ করেছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল যা করছেন ঠিক করছেন ।"

লোহার আঁকশি দিয়ে মর্গ থেকে হিড়হিড় করে টেনে বের করা হচ্ছে একের পর এক পচাগলা মৃতদেহ । তারপর সেগুলি তোলা হচ্ছে কলকাতা পৌরনিগমের একটি গাড়িতে । ভাইরাল হওয়া গড়িয়া শ্মশানের এই ভিডিয়ো নিয়ে এখন তোলপাড় রাজনৈতিক মহল । বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । গতকালই ঘটনাটি নিয়ে টুইট করে রাজ্যপাল লেখেন, "মৃতদেহগুলিকে যেভাবে বের করা হচ্ছিল তা বেদনাদায়ক । ঘটনাটি নির্মম, অবর্ণনীয় ও অসংবেদনশীল ।"

আজও একাধিকবার এই ইশু নিয়ে রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে জগদীপ ধনকড়কে । এবার এই ইশু নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রত্যেকেরই হৃদয়ে লেগেছে ভিডিয়োটা । ওনারও হৃদয় আছে । সেটা ঠিক আছে । কিন্তু উনি যেহেতু BJP-র নিযুক্ত করা রাজ্যপাল । আর সামনেই নির্বাচন আসছে । তাই উনি এটাকে নির্বাচনের ইশু করতে পারেন না । উনি এটাকে নিয়ে রাজনীতি করছেন । উনি BJP-র দালাল । অমিত শাহর দালাল । ওনার গভর্নরের অফিসে বসে কাজ করা উচিত নয় । ওনার BJP-র অফিসে গিয়ে টি বয়ের কাজ করা উচিত । উনি ভারতের সংবিধানকে ভূলুণ্ঠিত করেছেন ।"

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্যপাল সংবিধান মেনে যা করছেন ঠিক করছেন । আর কল্যাণবাবুকে বলতে চাই, এসব কথা না বলে আমাদের মতো পথে নামুন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.