ETV Bharat / state

মেয়াদ শেষে রাজ্যপালকে জেলে পাঠাতে এখন থেকে অভিযোগ দায়ের করুন : কল্যাণ - আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

করোনা পরিস্থতির মধ্যে শ্রীরামপুরে সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী বিলি করতে এসে এই মন্তব্য করেন কল্যাণ ৷ তাঁর আরও অভিযোগ, নারদ কাণ্ডে রাজ্যপাল ইচ্ছা করে চারজনকে গ্রেফতার করিয়েছেন ।

কল্যাণ
কল্যাণ
author img

By

Published : May 23, 2021, 3:54 PM IST

কলকাতা, 23 মে : ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ৷ রাজ্যপালের মেয়াদ শেষ হলে জেলে পাঠানোর জন্য রাজ্যপালের বিরুদ্ধে এখন থেকে সবাইকে থানায় অভিযোগ দায়ের করার কথা বলেন তিনি ৷

আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘ আমি জানি সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা শুরু করা যায় না ৷ কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব যেখানে যেখানে রাজ্যপাল হিংসামূলক উস্কানি দেবেন, অপরাধকে উস্কানি দেবেন, ধর্মের মধ্যে বিভেদ তৈরি করবেন তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করুন ৷ যেদিন রাজ্যপালের মেয়াদ শেষ হবে, সেদিনই ওনার বিরুদ্ধে মামলাগুলি শুরু হবে ৷ এবং ওনাকে এই প্রেসিডেন্সি জেলে ঢোকানো যাবে, যেখানে তিনি এই চারজনকে পাঠিয়েছেন ৷ চিন্তা করবেন না 2024-এর পর সারাদেশে অনেক বিজেপি নেতা জেলের মধ্যে যাবেন ৷’’

করোনা পরিস্থতির মধ্যে শ্রীরামপুরে সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী বিলি করতে এসে এই মন্তব্য করেন কল্যাণ ৷ তাঁর আরও অভিযোগ, নারদ কাণ্ডে রাজ্যপাল ইচ্ছা করে চারজনকে গ্রেফতার করিয়েছেন । বলেন, ‘‘ সিবিআই অনুমোদন চেয়ে রাজ্যপালকে চিঠি দিল জানুয়ারি মাসে । রাজ্যপাল সেটা চেপে রেখে দিলেন । মে মাসের 7 তারিখে সিবিআইকে অনুমোদন দিয়ে দিলেন । এটা এভাবে হয় না ৷ রাজ্য সরকার হয়ে যেতে হয় । রাজ্যপাল তৃণমূলের পিছনে লেগে রয়েছেন । রাজ্যপালের টেলিফোন, মোবাইল যদি সঠিকভাবে তদন্ত করে দেখা হয়, তাহলে জানা যাবে কী করে রাজ্যপাল এই জিনিসটাকে অর্গানাইজড করেছেন । আর এখন চাইছে আরও প্ররোচনা দিতে ।’’

আরও পড়ুন : যশ মোকাবিলায় রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল আপতকালীন নম্বর

শ্রীরামপুরের সাংসদ আরও বলেন, ‘‘কোভিড মোকাবিলায় ব্যর্থ প্রধানমন্ত্রী । এখন কান্নাকাটি করছেন ৷ কান্নাকাটি করে তো কোনও লাভ হবে না ৷ মানুষের জন্য কাজ করতে হবে ।"

কলকাতা, 23 মে : ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ৷ রাজ্যপালের মেয়াদ শেষ হলে জেলে পাঠানোর জন্য রাজ্যপালের বিরুদ্ধে এখন থেকে সবাইকে থানায় অভিযোগ দায়ের করার কথা বলেন তিনি ৷

আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘ আমি জানি সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা শুরু করা যায় না ৷ কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব যেখানে যেখানে রাজ্যপাল হিংসামূলক উস্কানি দেবেন, অপরাধকে উস্কানি দেবেন, ধর্মের মধ্যে বিভেদ তৈরি করবেন তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করুন ৷ যেদিন রাজ্যপালের মেয়াদ শেষ হবে, সেদিনই ওনার বিরুদ্ধে মামলাগুলি শুরু হবে ৷ এবং ওনাকে এই প্রেসিডেন্সি জেলে ঢোকানো যাবে, যেখানে তিনি এই চারজনকে পাঠিয়েছেন ৷ চিন্তা করবেন না 2024-এর পর সারাদেশে অনেক বিজেপি নেতা জেলের মধ্যে যাবেন ৷’’

করোনা পরিস্থতির মধ্যে শ্রীরামপুরে সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী বিলি করতে এসে এই মন্তব্য করেন কল্যাণ ৷ তাঁর আরও অভিযোগ, নারদ কাণ্ডে রাজ্যপাল ইচ্ছা করে চারজনকে গ্রেফতার করিয়েছেন । বলেন, ‘‘ সিবিআই অনুমোদন চেয়ে রাজ্যপালকে চিঠি দিল জানুয়ারি মাসে । রাজ্যপাল সেটা চেপে রেখে দিলেন । মে মাসের 7 তারিখে সিবিআইকে অনুমোদন দিয়ে দিলেন । এটা এভাবে হয় না ৷ রাজ্য সরকার হয়ে যেতে হয় । রাজ্যপাল তৃণমূলের পিছনে লেগে রয়েছেন । রাজ্যপালের টেলিফোন, মোবাইল যদি সঠিকভাবে তদন্ত করে দেখা হয়, তাহলে জানা যাবে কী করে রাজ্যপাল এই জিনিসটাকে অর্গানাইজড করেছেন । আর এখন চাইছে আরও প্ররোচনা দিতে ।’’

আরও পড়ুন : যশ মোকাবিলায় রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল আপতকালীন নম্বর

শ্রীরামপুরের সাংসদ আরও বলেন, ‘‘কোভিড মোকাবিলায় ব্যর্থ প্রধানমন্ত্রী । এখন কান্নাকাটি করছেন ৷ কান্নাকাটি করে তো কোনও লাভ হবে না ৷ মানুষের জন্য কাজ করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.