ডানকুনি, 8 অক্টোবর: নবান্ন অভিযানে যাওয়ার পথে ডানকুনিতে ধুন্ধুমার । সকাল থেকেই নবান্ন অভিযানের যাওয়ার পথে বৈদ্যবাটি চৌমাথায় BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । এছাড়াও ভদ্রেশ্বর, শেওড়াফুলি ও উত্তরপাড়ার মাখলায় বিক্ষোভ-অবরোধ করেন BJP কর্মীরা । অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ আটক করে BJP সমর্থকদের ।
ডানকুনিতে যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকেই পরিবেশ উত্তপ্ত ছিল ৷ বিক্ষোভ-অবরোধ চলে দফায় দফায় ৷ BJP কর্মীদের বিরুদ্ধে বাস ভাঙচুরের অভিযোগ ওঠে । পুলিশের উপর ইট ছোড়ার ঘটনাও ঘটে ৷ অন্যদিকে পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ এই অবস্থায় জাতীয় সড়কে যানজট তৈরি হয় ।
BJP-র দাবি, দলের শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোস সহ একশো জন কর্মী আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে । এর মাঝে বেশ কয়েকজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভরতি করতে হয়েছে বলে BJP সূত্রে খবর । এদিকে শেওড়াফুলিতে GT রোডে BJP কর্মীদের গাড়ি আটকানোয় প্রায় আধ ঘণ্টা ধরে অবরোধ চলে ।