ETV Bharat / state

সন্ধ্যায় জামাইবাবুর সঙ্গে ঝগড়া, রাতে মাকে খুন যুবকের - son killed mother

ছেলের কাটারির কোপে মৃত্যু হল মহিলার । মৃতের নাম হাজিরা বিবি । ঘটনাটি হুগলির পাণ্ডুয়ার ।

মৃত হাজিরা বিবি
author img

By

Published : Jul 16, 2019, 9:16 AM IST

Updated : Jul 16, 2019, 3:22 PM IST

পাণ্ডুয়া, 16 জুলাই : ছেলের হাতে খুন হলেন মহিলা । মৃতের নাম হাজিরা বিবি । অভিযুক্ত যুবকের নাম সুকুর মল্লিক । ঘটনাটি পাণ্ডুয়ার বোস পাড়ার ।

গতকাল সন্ধ্যায় জামাইবাবু আনোয়ার মল্লিকের সঙ্গে ঝগড়া হয় সুকুরের । এরপর রাত 10টা নাগাদ সে বাড়িতে কাটারিতে ধার দিচ্ছিল । হাজিরা বিবি তাকে কাটারিতে ধার দিতে নিষেধ করেন । তা নিয়ে দু'জনের বচসা বাধে । সেই সময় হাজিরা বিবি কাটারি কেড়ে নিতে গেলে তাঁর মুখের ডান দিকে চালিয়ে দেয় ওই যুবক । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হাজিরা বিবি । তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

murdered
ধৃত সুকুর মল্লিক

মাকে কাটারি দিয়ে আঘাত করার পর পালিয়ে যায় সুকুর । পরে পাণ্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে । সুকুর বলে, সে মায়ের কাছে 500 টাকা চেয়েছিল । কিন্তু, তার মা দেয়নি । আর এই নিয়ে তার সঙ্গে জামাইবাবুরও ঝগড়া হয় । পরে রাগের বশে মাকে কাটারি দিয়ে আঘাত করে ।

দেখুন ভিডিয়ো


পরিবারের জামাই আনোয়ার মল্লিক বলেন, " রোজ মদ খায় সুকুর । গতকাল সন্ধ্যাতেও মদ্যপান করেছিল । আমার সঙ্গেও সন্ধ্যায় ঝগড়া হয় । মনে হচ্ছে আমাকে কোপানোর জন্য কাটারিতে ধার দিচ্ছিল । আর তাতে বাধা পেয়েই মাকে কোপায় সুকুর । "

পাণ্ডুয়া, 16 জুলাই : ছেলের হাতে খুন হলেন মহিলা । মৃতের নাম হাজিরা বিবি । অভিযুক্ত যুবকের নাম সুকুর মল্লিক । ঘটনাটি পাণ্ডুয়ার বোস পাড়ার ।

গতকাল সন্ধ্যায় জামাইবাবু আনোয়ার মল্লিকের সঙ্গে ঝগড়া হয় সুকুরের । এরপর রাত 10টা নাগাদ সে বাড়িতে কাটারিতে ধার দিচ্ছিল । হাজিরা বিবি তাকে কাটারিতে ধার দিতে নিষেধ করেন । তা নিয়ে দু'জনের বচসা বাধে । সেই সময় হাজিরা বিবি কাটারি কেড়ে নিতে গেলে তাঁর মুখের ডান দিকে চালিয়ে দেয় ওই যুবক । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হাজিরা বিবি । তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

murdered
ধৃত সুকুর মল্লিক

মাকে কাটারি দিয়ে আঘাত করার পর পালিয়ে যায় সুকুর । পরে পাণ্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে । সুকুর বলে, সে মায়ের কাছে 500 টাকা চেয়েছিল । কিন্তু, তার মা দেয়নি । আর এই নিয়ে তার সঙ্গে জামাইবাবুরও ঝগড়া হয় । পরে রাগের বশে মাকে কাটারি দিয়ে আঘাত করে ।

দেখুন ভিডিয়ো


পরিবারের জামাই আনোয়ার মল্লিক বলেন, " রোজ মদ খায় সুকুর । গতকাল সন্ধ্যাতেও মদ্যপান করেছিল । আমার সঙ্গেও সন্ধ্যায় ঝগড়া হয় । মনে হচ্ছে আমাকে কোপানোর জন্য কাটারিতে ধার দিচ্ছিল । আর তাতে বাধা পেয়েই মাকে কোপায় সুকুর । "

Intro:পাণ্ডুয়ায় বিবাদের জেরে ছেলের হাতে মা খুন।মৃতার নাম হাজরি বিবি।বাড়ি বোস পাড়ায়।সোমবার রাতে 10 নাগাদ নিজের বাড়িতে মায়ের সঙ্গে বিবাদ হয় ছেলে সুকুর মল্লিকের।শুকুর তখন মদ্যপ অবস্থায় ছিল।বাড়ির সামনেই কাটারিতে ধার দিচ্ছিল।সেই সময় মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে ধারালো কাটারি দিয়ে মায়ের মুখের ডান দিকে চালিয়ে দেয়।সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে হাজারি বিবি ।পরে তার পরিবারের লোকজন তাকে পাণ্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা।কাটারি দিয়ে কোপানোর পর সেখান পালিয়ে যায় শুকুর।পরে পাণ্ডুয়া থানার পুলিশ শুকুরকে গ্রেফতার করেছে।কেনই বা মাকে নৃশংস ভাবে খুন করল সে তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ ।
পরিবারের জামাই আনোয়ার মল্লিক বলেন সন্ধ্যা থেকেই মদ্যপ অবস্থায় একটা ঝামেলা হয়েছিল।রাতে কাটারিতে ধার দেওয়ার সময় মা কাটারি কেড়ে নেয়।তারপরই কাটারির আঘাতে মৃত্যু হয় শাশুড়ির।

Body:WB_HGL_PANDUA MURDER_7203418Conclusion:
Last Updated : Jul 16, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.