চুঁচুড়া, 12 ডিসেম্বর: রাজ্যে আবাস যোজনার সমীক্ষা করছেন আশা কর্মীরা (Shashi Panja Shouts for ASHA Workers) ৷ এই কাজে গিয়েই তাঁদের হেনস্তার শিকার হতে হচ্ছে ৷ তাঁদের হেনস্থা না-করার বার্তা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার । সোমবার হুগলির চুঁচুড়া জেলা তৃণমূল আয়োজিত সভা থেকে এই বার্তাই দিলেন তিনি ৷
এদিন মন্ত্রী চুঁচুড়ায় এসে বলেন, "মনে রাখতে হবে তাদের হ্যাঁ বা না এর উপর কিছু নির্ভর করবে না । বিডিও, এসডিও ও ডিএম লেভেলের সিদ্ধান্ত নেওয়া হয় । যাঁরা সমীক্ষা করছেন তাঁদের হেনস্থা করা উচিত নয় । এতে করে তাঁরা কিছুটা হলেও ভয় পাচ্ছেন । আমরা তাঁদের আশ্বস্ত করতে চাই । মানুষকেও বুঝতে হবে যে তাঁদের হ্যাঁ বা না এর উপর কিছু যায় আসবে না । তাঁরা কী দেখলেন সেটা নথিভুক্ত করবেন। যার বাড়ি প্রয়োজন তার কাছেই যাবে এই সরকার ৷ প্রাশাসন কখনওই রাজনীতি করেনি । তাহলে তো কন্যাশ্রী সব তৃণমূলের পরিবারের মেয়েরাই পেত ৷ কিন্তু সেটা হয়নি।"
আরও পড়ুন: আবাস যোজনার সমীক্ষার সময় আশা কর্মীকে হেনস্তা, অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠালো আদালত
রবিবার টেট পরীক্ষার সম্পন্ন হয়েছে ৷ শনিবার ঘড়ির মোড়ে শুভেন্দু অধিকারী টেট পরীক্ষার প্রশ্ন টাকা দিয়ে বিক্রি হবে বলে অভিযোগ করেছিলেন ।সেই কথা উল্লেখ করে শশী পাঁজা শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, "মিথ্যা কথা, ফেক ভিডিও এই সবই অ্যারেস্ট হওয়ার মত কথা । আপনি এমন কথা বলবেন যেটা গণতন্ত্রের পক্ষে নয়, আইনশৃঙ্খলা ভঙ্গের পক্ষে ৷ এসব যারা বলে, তাদের অ্যারেস্ট হওয়া উচিত । এই রাজ্যে বিরোধীরা স্বাধীনতা পেয়েছে ৷ এটা ত্রিপুরায় হয়নি। ত্রিপুরায় তৃণমূল একটা ফ্ল্যাগ লাগাতে পেরেছে ? কোনও মিটিং মিছিল করতে পেরেছে ? মারধর করছে । টেট পরীক্ষাকে অসফল করতে চেষ্টা করেছে । কিন্তু পারেনি ।"