ETV Bharat / state

Piyali Basak Conquers Mount Everest : অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট চূড়ায় বঙ্গকন্যা পিয়ালী - বিনা অক্সিজেন সিলিন্ডারের সাহায্যেই মাউন্ট এভারেস্টের চূড়ায় বঙ্গকন্যা পিয়ালী

এভারেস্ট জয় করলেন হুগলির চন্দননগরের পিয়ালী বসাক (Piyali Basak Conquers Mount Everest Without Oxygen Cylinder) ৷ অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট জয়ের এই কৃতিত্ব প্রথম ভারতীয় হিসাবে তাঁরই ৷ আজ সকাল সাড়ে 8টা নাগাদ তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছন ৷

Piyali Basak Conquers Mount Everest Without Oxygen Cylinder
এভারেস্ট চূড়ায় পিয়ালী
author img

By

Published : May 22, 2022, 1:13 PM IST

Updated : May 22, 2022, 4:56 PM IST

হুগলি, 22 মে : প্রথম ভারতীয় হিসাবে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এভারেস্ট জয় করলেন চন্দননগরের বাসিন্দা পর্বতারোহী পিয়ালী বসাক (Piyali Basak Conquers Mount Everest Without Oxygen Cylinder) ৷ আজ সকাল সাড়ে 8টা নাগাদ পিয়ালী তাঁর সামিট শেষ করেন ৷ বহুদিন ধরেই তিনি এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ প্রস্তুতি হিসাবে বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি পর্বত জয় করেছিলেন অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ৷ এ বার এভারেস্ট জয়ের কৃতিত্বও অর্জন করলেন 31 বছরের স্কুল শিক্ষিকার পিয়ালী বসাক ৷

তবে, পিয়ালীর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের পথ আক্ষরিক অর্থে সুগম ছিল না ৷ কয়েকদিন আগে বেস ক্যাম্প থেকে তিনি একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন ৷ সেখানে জানিয়েছিলেন, 12 লক্ষ টাকা জমা করতে না পারায় তাঁর এভারেস্ট জয়ের স্বপ্ন থমকে রয়েছে ৷ পিয়ালী বসাক জানান, এভারেস্ট ও লোৎসে এই দুই শৃঙ্গ বিনা অক্সিজেন সিলিন্ডারে জয়ের লক্ষ্য তাঁর ৷ কিন্তু, এই দুই শৃঙ্গ জয়ের জন্য মোট খরচ 35 লক্ষ টাকা । যার মধ্যে 12 লক্ষ টাকা এজেন্সিকে জমা দেওয়া বাকি রয়েছে তাঁর ৷ যার মধ্যে 4 লক্ষ টাকা সিকিউরিটি মানি ৷ পিয়ালী এবং তাঁর শেরপার এই টাকা জমা না হলে পর্বতারোহনের ছাড়পত্র পাচ্ছিলেন না ৷

এই পরিস্থিতিতে বেস ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন পিয়ালী বসাক ৷ প্রচন্ড ঠান্ডায় বেশ কয়েকদিন বেস ক্যাম্পেই পড়ে থাকতে হয়েছে তাঁকে ৷ কী হবে ? কোথা থেকে পাবেন তিনি এই বিশাল অংকের অর্থ ? এভারেস্টের উচ্চতার থেকেও বড় হয়ে গিয়েছিল তাঁর এই চিন্তা ৷ পর্বতারোহণ যেন সেই চিন্তার কাছে নস্যি ৷ এই পরিস্থিতিতে পিয়ালীকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় চন্দননগর রোটারি ক্লাবের সদস্যরা ৷ অল ইন্ডিয়া রোটারি ক্লাবের সভাপতি শেখর মেহতার সঙ্গে যোগাযোগ করেন চন্দননগর রোটারি ক্লাবের সদস্য কাজল সরকার ৷ তাঁরা আলোচনার মাধ্যমে ঠিক করেন, পিয়ালীকে আর্থিকভাবে সাহায্য করা হবে ৷

আরও পড়ুন : Mount Everest Climbing : বঙ্গ শিক্ষিকার এভারেস্ট আরোহণের বিশ্বরেকর্ডের লক্ষ্যে প্রতিবন্ধকতা অর্থ, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি

কাজল সরকার জানিয়েছেন, চন্দননগর রোটারির সদস্য এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত ডিজিএম তাপস সাহা সেই দায়িত্ব তুলে নেন ৷ আগেও তাপসবাবু পিয়ালীর এই পর্বতশৃঙ্গ জয়ে আর্থিক সাহায্য করেছিলেন ৷ এ বার তাঁর কর্মসূত্রের পরিচিতিকে কাজে লাগিয়ে পিয়ালীর পাশে দাঁড়ান তিনি ৷ পিয়ালীর 4 লক্ষ টাকা সিকিউরিটি মানির গ্যারেন্টার হন তাপস সাহা ৷ তার পর গত 20 মে এভারেস্টে ওঠার পারমিট হাতে পান চন্দননগরের স্কুল শিক্ষিকা পিয়ালী বসাক ৷ সকলের মিলিত এই প্রয়াসকে ব্যর্থ হতে দেননি পিয়ালী ৷

এভারেস্ট জয় পিয়ালী বসাকের, গর্বিত পরিবার

কিন্তু, এখনও একটা সমস্যা রয়েছে ৷ আগামী দু’দিনের মধ্যে কাঠমান্ডুর ওই এজেন্সিকে সিকিউরিটি মানির 4 লক্ষ টাকা দিতে হবে ৷ নয়তো অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়া এভারেস্ট জয়ের এই স্বীকৃতি তাঁকে দেওয়া হবে না ৷ তাই রোটারি ক্লাবের সদস্যরা সেই টাকা জোগাড় করছেন ৷

অন্যদিকে, মেয়ের সাফল্যে খুশি মা স্বপ্না বসাক ৷ পরিবার সামলে কীভাবে, নিজেকে এর জন্য প্রস্তুত করেছেন পিয়ালী, তা নিজের চোখে দেখেছেন স্বপ্নাদেবী ৷ তাই মেয়ের কষ্টার্জিত এই সাফল্যে তিনি গর্বিত ৷ তবে, পিয়ালীর এই অসামান্য সাফল্যে সামিল হতে পারছেন না, তাঁর বাবা ৷ অ্যালঝাইমার অর্থাৎ, স্মৃতিভ্রমে আক্রান্ত তিনি ৷ কাউকে চিনতে পারেন না এই জটিল রোগের কারণে ৷ তবে, পিয়ালীর মা ও বোন দু’জনেই উচ্ছ্বসিত তাঁর এভারেস্ট জয়ের স্বপ্নপূরণ হওয়ায় ৷

হুগলি, 22 মে : প্রথম ভারতীয় হিসাবে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এভারেস্ট জয় করলেন চন্দননগরের বাসিন্দা পর্বতারোহী পিয়ালী বসাক (Piyali Basak Conquers Mount Everest Without Oxygen Cylinder) ৷ আজ সকাল সাড়ে 8টা নাগাদ পিয়ালী তাঁর সামিট শেষ করেন ৷ বহুদিন ধরেই তিনি এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ প্রস্তুতি হিসাবে বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি পর্বত জয় করেছিলেন অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ৷ এ বার এভারেস্ট জয়ের কৃতিত্বও অর্জন করলেন 31 বছরের স্কুল শিক্ষিকার পিয়ালী বসাক ৷

তবে, পিয়ালীর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের পথ আক্ষরিক অর্থে সুগম ছিল না ৷ কয়েকদিন আগে বেস ক্যাম্প থেকে তিনি একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন ৷ সেখানে জানিয়েছিলেন, 12 লক্ষ টাকা জমা করতে না পারায় তাঁর এভারেস্ট জয়ের স্বপ্ন থমকে রয়েছে ৷ পিয়ালী বসাক জানান, এভারেস্ট ও লোৎসে এই দুই শৃঙ্গ বিনা অক্সিজেন সিলিন্ডারে জয়ের লক্ষ্য তাঁর ৷ কিন্তু, এই দুই শৃঙ্গ জয়ের জন্য মোট খরচ 35 লক্ষ টাকা । যার মধ্যে 12 লক্ষ টাকা এজেন্সিকে জমা দেওয়া বাকি রয়েছে তাঁর ৷ যার মধ্যে 4 লক্ষ টাকা সিকিউরিটি মানি ৷ পিয়ালী এবং তাঁর শেরপার এই টাকা জমা না হলে পর্বতারোহনের ছাড়পত্র পাচ্ছিলেন না ৷

এই পরিস্থিতিতে বেস ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন পিয়ালী বসাক ৷ প্রচন্ড ঠান্ডায় বেশ কয়েকদিন বেস ক্যাম্পেই পড়ে থাকতে হয়েছে তাঁকে ৷ কী হবে ? কোথা থেকে পাবেন তিনি এই বিশাল অংকের অর্থ ? এভারেস্টের উচ্চতার থেকেও বড় হয়ে গিয়েছিল তাঁর এই চিন্তা ৷ পর্বতারোহণ যেন সেই চিন্তার কাছে নস্যি ৷ এই পরিস্থিতিতে পিয়ালীকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় চন্দননগর রোটারি ক্লাবের সদস্যরা ৷ অল ইন্ডিয়া রোটারি ক্লাবের সভাপতি শেখর মেহতার সঙ্গে যোগাযোগ করেন চন্দননগর রোটারি ক্লাবের সদস্য কাজল সরকার ৷ তাঁরা আলোচনার মাধ্যমে ঠিক করেন, পিয়ালীকে আর্থিকভাবে সাহায্য করা হবে ৷

আরও পড়ুন : Mount Everest Climbing : বঙ্গ শিক্ষিকার এভারেস্ট আরোহণের বিশ্বরেকর্ডের লক্ষ্যে প্রতিবন্ধকতা অর্থ, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি

কাজল সরকার জানিয়েছেন, চন্দননগর রোটারির সদস্য এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত ডিজিএম তাপস সাহা সেই দায়িত্ব তুলে নেন ৷ আগেও তাপসবাবু পিয়ালীর এই পর্বতশৃঙ্গ জয়ে আর্থিক সাহায্য করেছিলেন ৷ এ বার তাঁর কর্মসূত্রের পরিচিতিকে কাজে লাগিয়ে পিয়ালীর পাশে দাঁড়ান তিনি ৷ পিয়ালীর 4 লক্ষ টাকা সিকিউরিটি মানির গ্যারেন্টার হন তাপস সাহা ৷ তার পর গত 20 মে এভারেস্টে ওঠার পারমিট হাতে পান চন্দননগরের স্কুল শিক্ষিকা পিয়ালী বসাক ৷ সকলের মিলিত এই প্রয়াসকে ব্যর্থ হতে দেননি পিয়ালী ৷

এভারেস্ট জয় পিয়ালী বসাকের, গর্বিত পরিবার

কিন্তু, এখনও একটা সমস্যা রয়েছে ৷ আগামী দু’দিনের মধ্যে কাঠমান্ডুর ওই এজেন্সিকে সিকিউরিটি মানির 4 লক্ষ টাকা দিতে হবে ৷ নয়তো অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়া এভারেস্ট জয়ের এই স্বীকৃতি তাঁকে দেওয়া হবে না ৷ তাই রোটারি ক্লাবের সদস্যরা সেই টাকা জোগাড় করছেন ৷

অন্যদিকে, মেয়ের সাফল্যে খুশি মা স্বপ্না বসাক ৷ পরিবার সামলে কীভাবে, নিজেকে এর জন্য প্রস্তুত করেছেন পিয়ালী, তা নিজের চোখে দেখেছেন স্বপ্নাদেবী ৷ তাই মেয়ের কষ্টার্জিত এই সাফল্যে তিনি গর্বিত ৷ তবে, পিয়ালীর এই অসামান্য সাফল্যে সামিল হতে পারছেন না, তাঁর বাবা ৷ অ্যালঝাইমার অর্থাৎ, স্মৃতিভ্রমে আক্রান্ত তিনি ৷ কাউকে চিনতে পারেন না এই জটিল রোগের কারণে ৷ তবে, পিয়ালীর মা ও বোন দু’জনেই উচ্ছ্বসিত তাঁর এভারেস্ট জয়ের স্বপ্নপূরণ হওয়ায় ৷

Last Updated : May 22, 2022, 4:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.