চুঁচুড়া, 7 অগাস্ট : খেলার সময় গলায় ফাঁস লেগে মৃত্যু এক নাবালিকার ৷ গুরুতর আহত আরও এক । হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগরের ঘটনা । মৃত নাবালিকার নাম রশ্মি কুমারী (৮) । আহত রোশন কুমারকে কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপরবেলায় রশ্মির মা অনিতা দেবী ঘরের সামনে বসে কয়লা ভাঙছিলেন । বাবা নিরোজ কুমার পেশায় দিনমজুর । বিহারের বাসিন্দা ওই পরিবার ৷ এখন রবীন্দ্রনগরে ভাড়া বাড়িতে থাকে । কোরোনার জন্য সেভাবে কাজ নেই । ঘরের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে খেলা করছিল । দাদা ও বোন ওড়না দিয়ে দোলনা দিচ্ছিল । সেইসময় হঠাৎই মেয়েটি ও ছেলেটির গলায় ফাঁস লাগে । এরপর দুইজনকে অচৈতন্য অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয় । সেখানে চিকিৎসক রশ্মিকে মৃত বলে ঘোষণা করেন । এরপর রোশনকে কলকাতায় স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয় ।
রশ্মির মা অনিতা দেবী বলেন, " দুপুরে আমি কাজ করছিলাম । সেই সময় তিনজনে খেলা করার সময় গলায় ফাঁস লেগে এই ঘটনা ঘটে । " এক আত্মীয় মালা দেবী বলেন, " আমি এখানে এসে শুনলাম ওড়না জড়িয়ে মেয়েটা মারা গেছে । সবচেয়ে ছোটো মেয়েটি এসে মাকে বলে । অনিতা গিয়ে দেখে ছেলেটা ও মেয়েটা পড়েছিল । তাদের তুলে এনে জল দিয়ে চিকিৎসার জন্য চুঁচুড়া নিয়ে যায় । ওদের বাবা কাজে গেছিল । মা ঘরের বাইরে কয়লা ভাঙছিল । "