ETV Bharat / state

Cash Snatching: বাইক আরোহীর 8 লাখ টাকা ছিনতাই, চাঞ্চল্য পোলবায় - miscrients snatch rs 8 lakh from a bike rider in polba

মাঝ রাস্তায় বাইক আটকে আট লাখ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা ৷ পোলবার এ্যারেঙ্গায় দিল্লী রোডের এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত (Snatched in Polba) ৷

snatching
পোলবায় ছিনতাই
author img

By

Published : Jan 22, 2022, 10:41 AM IST

পোলবা, 22 জানুয়ারি : বাইক আরোহীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার এ্যারেঙ্গার দিল্লি রোডে (Snatched in Polba) ৷ শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে পুলিশ দুষ্কৃতীর ব্যবহৃত বাইকটি উদ্ধার করে ৷ তবে অভিযুক্তরা এখনও ফেরার ৷

ব্যান্ডেলের বাসিন্দা অভিজিৎ দাস ৷ ভদ্রেশ্বর ও শ্বেতপুর এলাকার জিও মার্ট থেকে টাকা আদায় করে তা চুঁচুড়া স্টেট ব্যাঙ্কে জমা করার কাজ করেন । প্রতিদিনের মতো বৃহস্পতিবারও একইভাবে জিও মার্ট স্টোর থেকে টাকা নিয়ে চুঁচুড়ায় ফিরছিলেন । তখনই এ্যারেঙ্গায় দিল্লি রোডের উপর দু'জন দুষ্কৃতী অভিজিতের বাইক আটকে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় ৷ ব্যাগে 8 লাখ 74 হাজার টাকা ছিল বলে জানান অভিজিৎ ।

পুলিশের অনুমান, এত নগদ টাকা নিয়ে অভিজিৎ যে বাইক নিয়ে যায় সেটা আগে থেকেই নজরে ছিল দুষ্কৃতীদের । ঘটনার সময় দুষ্কৃতীদের বাইকের নম্বর দেখে তা পুলিশে জানান স্থানীয় এক অটো চালক । সেই নম্বর দেখে ভদ্রেশ্বরে বাইক মালিকের সন্ধান পায় পুলিশ । তদন্তে জানা যায়, বাইকটি অপরাধীদের এক বন্ধুর । ওই বাইকে চেপে টাকা ছিনতাই করে বন্ধুর বাড়িতে রেখে নিজেদের বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী । এরপর অভিযুক্তের বন্ধুর বাড়ি থেকে সেই বাইকটি উদ্ধার করে পোলবা থানায় (polba news) আনা হয় ৷ টাকা নিয়ে দুষ্কৃতীরা কোথায় পালিয়ে যেতে পারে তা জানতে অভিযুক্তদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

এই ঘটনায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "চুরি ছিনতাইয়ের ঘটনা যুগ যুগ ধরেই হয়ে চলেছে । প্রতিটা মানুষের পিছনে তো পুলিশ দেওয়া সম্ভব নয় । মানুষকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে । পুলিশকেও সক্রিয় হতে হবে । আমরা আছি, প্রশাসন আছে, দেখছে ।

আরও পড়ুন : Amdanga criminal arrest : আমডাঙায় 60 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা, গ্রেফতার 5

পোলবা, 22 জানুয়ারি : বাইক আরোহীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার এ্যারেঙ্গার দিল্লি রোডে (Snatched in Polba) ৷ শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে পুলিশ দুষ্কৃতীর ব্যবহৃত বাইকটি উদ্ধার করে ৷ তবে অভিযুক্তরা এখনও ফেরার ৷

ব্যান্ডেলের বাসিন্দা অভিজিৎ দাস ৷ ভদ্রেশ্বর ও শ্বেতপুর এলাকার জিও মার্ট থেকে টাকা আদায় করে তা চুঁচুড়া স্টেট ব্যাঙ্কে জমা করার কাজ করেন । প্রতিদিনের মতো বৃহস্পতিবারও একইভাবে জিও মার্ট স্টোর থেকে টাকা নিয়ে চুঁচুড়ায় ফিরছিলেন । তখনই এ্যারেঙ্গায় দিল্লি রোডের উপর দু'জন দুষ্কৃতী অভিজিতের বাইক আটকে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় ৷ ব্যাগে 8 লাখ 74 হাজার টাকা ছিল বলে জানান অভিজিৎ ।

পুলিশের অনুমান, এত নগদ টাকা নিয়ে অভিজিৎ যে বাইক নিয়ে যায় সেটা আগে থেকেই নজরে ছিল দুষ্কৃতীদের । ঘটনার সময় দুষ্কৃতীদের বাইকের নম্বর দেখে তা পুলিশে জানান স্থানীয় এক অটো চালক । সেই নম্বর দেখে ভদ্রেশ্বরে বাইক মালিকের সন্ধান পায় পুলিশ । তদন্তে জানা যায়, বাইকটি অপরাধীদের এক বন্ধুর । ওই বাইকে চেপে টাকা ছিনতাই করে বন্ধুর বাড়িতে রেখে নিজেদের বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী । এরপর অভিযুক্তের বন্ধুর বাড়ি থেকে সেই বাইকটি উদ্ধার করে পোলবা থানায় (polba news) আনা হয় ৷ টাকা নিয়ে দুষ্কৃতীরা কোথায় পালিয়ে যেতে পারে তা জানতে অভিযুক্তদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

এই ঘটনায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "চুরি ছিনতাইয়ের ঘটনা যুগ যুগ ধরেই হয়ে চলেছে । প্রতিটা মানুষের পিছনে তো পুলিশ দেওয়া সম্ভব নয় । মানুষকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে । পুলিশকেও সক্রিয় হতে হবে । আমরা আছি, প্রশাসন আছে, দেখছে ।

আরও পড়ুন : Amdanga criminal arrest : আমডাঙায় 60 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা, গ্রেফতার 5

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.