ETV Bharat / state

Minor Girl Body Recovered: নিখোঁজ নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার, বিক্ষোভ জাঙ্গিপাড়ায় - বিক্ষোভ জাঙ্গিপাড়ায়

আবারও দেহ উদ্ধার ৷ রাজ্যে একের পর এক দেহ উদ্ধারের ঘটনা ঘটছে ৷ এবার জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকায় নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে (Minor Girl Body Recovered) ৷ দশমীর দিন থেকে নিখোঁজ ছিল নাবালিকা ৷

Minor Girl Body Recovered
Minor Girl Body Recovered
author img

By

Published : Oct 8, 2022, 8:01 PM IST

জাঙ্গিপাড়া, 8 অক্টোবর: দশমীর দিন ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা (Minor Girl Body Recovered from pond) । চারদিন পর একটি ঝিলে দেহের খোঁজ মিলল তার ৷ এরপরই পুলিশ কুকুর ও বিশেষ তদন্ত সংস্থার দাবিতে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা । ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকায় । জাঙ্গিপাড়া থানার (Jangipara) পুলিশ এলে তাদের দেহ উদ্ধার করতে বাঁধা দেয় স্থানীয়রা । দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে তারা ।

সকালে শ্রীহট্ট এলাকার একটি ঝিলে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা । ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের । ঝিলের পাশেই পরে থাকতে দেখা যায় একজোড়া পুরুষের জুতো । তা দেখে পরিবারের সন্দেহ খুন করা হয়েছে নাবালিকাকে । ঘটনাস্থলে পুলিশ এলে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ।

জানা গিয়েছে, দশমীর রাতে ভাই বোনেদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বের হয় ওই নাবালিকা ৷ ভাই বোন বাড়ি ফিরলেও ওই নাবালিকা আর বাড়ি ফেরে না । সপ্তম শ্রেণিতে পরত সে । এরপর পরিবার থানায় গেলে পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ উঠেছে । নিখোঁজ থাকার চার দিন পর আজ সকালে বাড়ি থেকে এক কিমি দূরে শ্রীহট্ট এলাকায় একটি ঝিলে নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । পরিবারের লোকজন এসে জামা কাপড় দেখে দেহ শনাক্ত করেন । মেয়ের দাদার দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে বোনকে । গায়ে সোনার জিনিস থাকলেও কিছু খোয়া যায়নি ।

জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকায় নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে

আরও পড়ুন: ভদ্রেশ্বরে তরুণের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক 2 বন্ধু

নাবালিকার জেঠু সুকুমার মাণ্ডির বলেন, "দশমীর দিন ভাইদের চিপস কিনে দাঁড়াতে বলে সে ৷ এরপর ঠাকুর দেখতে যায় তারপর আর বাড়ি ফেরিনি সে । আমরা চারদিন ধরে খোঁজাখুঁজি করেছি ৷ কিন্তু আমরা কোনও খোঁজ পায়নি । পুলিশের কাছে যাওয়ার পরও তারা গুরুত্ব দেয়নি । আমাদের মেয়েকে খুন করা হয়েছে । সিবিআই দিয়ে তদন্ত করা হোক ।"

জাঙ্গিপাড়া, 8 অক্টোবর: দশমীর দিন ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা (Minor Girl Body Recovered from pond) । চারদিন পর একটি ঝিলে দেহের খোঁজ মিলল তার ৷ এরপরই পুলিশ কুকুর ও বিশেষ তদন্ত সংস্থার দাবিতে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা । ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকায় । জাঙ্গিপাড়া থানার (Jangipara) পুলিশ এলে তাদের দেহ উদ্ধার করতে বাঁধা দেয় স্থানীয়রা । দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে তারা ।

সকালে শ্রীহট্ট এলাকার একটি ঝিলে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা । ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের । ঝিলের পাশেই পরে থাকতে দেখা যায় একজোড়া পুরুষের জুতো । তা দেখে পরিবারের সন্দেহ খুন করা হয়েছে নাবালিকাকে । ঘটনাস্থলে পুলিশ এলে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ।

জানা গিয়েছে, দশমীর রাতে ভাই বোনেদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বের হয় ওই নাবালিকা ৷ ভাই বোন বাড়ি ফিরলেও ওই নাবালিকা আর বাড়ি ফেরে না । সপ্তম শ্রেণিতে পরত সে । এরপর পরিবার থানায় গেলে পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ উঠেছে । নিখোঁজ থাকার চার দিন পর আজ সকালে বাড়ি থেকে এক কিমি দূরে শ্রীহট্ট এলাকায় একটি ঝিলে নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । পরিবারের লোকজন এসে জামা কাপড় দেখে দেহ শনাক্ত করেন । মেয়ের দাদার দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে বোনকে । গায়ে সোনার জিনিস থাকলেও কিছু খোয়া যায়নি ।

জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকায় নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে

আরও পড়ুন: ভদ্রেশ্বরে তরুণের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক 2 বন্ধু

নাবালিকার জেঠু সুকুমার মাণ্ডির বলেন, "দশমীর দিন ভাইদের চিপস কিনে দাঁড়াতে বলে সে ৷ এরপর ঠাকুর দেখতে যায় তারপর আর বাড়ি ফেরিনি সে । আমরা চারদিন ধরে খোঁজাখুঁজি করেছি ৷ কিন্তু আমরা কোনও খোঁজ পায়নি । পুলিশের কাছে যাওয়ার পরও তারা গুরুত্ব দেয়নি । আমাদের মেয়েকে খুন করা হয়েছে । সিবিআই দিয়ে তদন্ত করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.