ETV Bharat / state

মেলেনি ত্রাণ, BDO-কে ঘেরাও করে বিক্ষোভ গোঘাটে

নতুন রেশন কার্ড নেই । মেলেনি সরকারি ত্রাণও । এ'দিকে লকডাউনের জেরে অনেকের ঘরেই চড়ছে না হাড়ি । BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গোঘাট 2 নম্বর ব্লকের কয়েকশো মানুষ ।

relief amid lockdown
relief amid lockdown
author img

By

Published : May 4, 2020, 7:40 PM IST

গোঘাট, 4 মে : লকডাউন চলাকালীন একদিনও সরকারি ত্রাণ বা রেশন কিছুই পাননি এলাকার বাসিন্দারা । এ'দিকে অনেকের ঘরেই চড়ছে না হাড়ি । বারবার আবেদনে কোনও লাভ হয়নি । এমনই অভিযোগ তুলে BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গোঘাট 2 নম্বর ব্লকের কয়েকশো বাসিন্দা ।

লকডাউনের মধ্যেই আজ গোঘাট 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচশোর বেশি গ্রাহক BDO অফিসে জমায়েত করেন । BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা । এরপর তাঁরা কামারপুকুরের ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসেও যান ।

বিক্ষোভকারীদের দাবি, রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় ফর্ম পূরণ করার পাশাপশি যাবতীয় প্রমাণপত্র থাকলেও এখনও তাঁরা নতুন রেশন কার্ড পাননি । কাগজপত্র দেখিয়ে কোনও ত্রাণসামগ্রীও মেলেনি এখনও পর্যন্ত ।

অন্যদিকে, এত মানুষের জমায়েত হওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন । ঘণ্টাদুয়েক ধরে চলে বিক্ষোভ । এই বিষয়ে কোনও মন্তব্যও করতে চাননি প্রশাসনিক কর্তারা ।

গোঘাট, 4 মে : লকডাউন চলাকালীন একদিনও সরকারি ত্রাণ বা রেশন কিছুই পাননি এলাকার বাসিন্দারা । এ'দিকে অনেকের ঘরেই চড়ছে না হাড়ি । বারবার আবেদনে কোনও লাভ হয়নি । এমনই অভিযোগ তুলে BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গোঘাট 2 নম্বর ব্লকের কয়েকশো বাসিন্দা ।

লকডাউনের মধ্যেই আজ গোঘাট 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচশোর বেশি গ্রাহক BDO অফিসে জমায়েত করেন । BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা । এরপর তাঁরা কামারপুকুরের ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসেও যান ।

বিক্ষোভকারীদের দাবি, রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় ফর্ম পূরণ করার পাশাপশি যাবতীয় প্রমাণপত্র থাকলেও এখনও তাঁরা নতুন রেশন কার্ড পাননি । কাগজপত্র দেখিয়ে কোনও ত্রাণসামগ্রীও মেলেনি এখনও পর্যন্ত ।

অন্যদিকে, এত মানুষের জমায়েত হওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন । ঘণ্টাদুয়েক ধরে চলে বিক্ষোভ । এই বিষয়ে কোনও মন্তব্যও করতে চাননি প্রশাসনিক কর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.