ETV Bharat / state

শিষ্যের বেশে আত্মগোপন মাওবাদী নেতার, মঠের সামনে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : May 3, 2020, 11:40 PM IST

বৈদ্যবাটির বক্রেশ্বর শ্যামসুন্দর মঠে দীর্ঘ আড়াই বছর ধরে নীলম দাস নামে আত্মগোপন করেছিল এই মাওবাদী নেতা । সূত্রের খবর, শিষ্য সেজেছিল ঝাড়খণ্ডের গিরিডির মাওবাদী নেতা মনোজ চৌধুরি । গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।

শিষ্যের বেশে আত্মগোপন মাওবাদী নেতার
শিষ্যের বেশে আত্মগোপন মাওবাদী নেতার

বৈদ্যবাটি, 3 মে : বৈদ্যবাটির একটি মঠে শিষ্যের বেশে আত্মগোপন করে ছিল এক মাওবাদী নেতা । খবর ছড়িয়ে পড়তেই মঠের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা । গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় NIA ।

বৈদ্যবাটির শূঁড়িঘাট বক্রেশ্বর শ্যামসুন্দর মঠে দীর্ঘ আড়াই বছর ধরে নীলম দাস নামে আত্মগোপন করেছিল এই মাওবাদী নেতা । সূত্রের খবর, শিষ্য সেজেছিল ঝাড়খণ্ডের গিরিডির মাওবাদী নেতা মনোজ চৌধুরি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA জানিয়েছে, প্রায় তিন বছর ধরে ফেরার ছিল মনোজ । তার খোঁজ চালানো হচ্ছিল । মূলত, মাওবাদীদের আর্থিক লেনদেন, স্থাবর সম্পত্তি দেখাশোনার দায়িত্বে ছিলেন বছর পঞ্চাশের মনোজ । নীলম দাস নাম নিয়েই বৈদ্যবাটি কাজি পাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকত । সেখান থেকেই শ্যামসুন্দর মঠে গুরুদেবের প্রতি ভক্তি দেখে এই মঠে আশ্রয় পায় ।

এলাকার বাসিন্দা অসিত লাহা বলেন, "রাতের অন্ধকারে গাড়ি করে লোক যাতায়াত করে । বাইরে থেকে অনেকেই আসে এই মঠে । মঠের উমাপতি দাস মহারাজের এলাকায় কারও সঙ্গে সৎভাব নেই । মঠ পাহারার জন্য চারটি কুকুর রাখা আছে । এলাকার কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়ন না । আমাদের অনুমান ছিল, মঠের ভিতরে কিছু অবৈধ কাজ হয় । তা নিয়ে আগেও কয়েকবার প্রতিবাদ করা হয়েছে । রাত দেড়টার সময় এসে NIA তাকে ধরে নিয়ে যায় । মনোজ সকালে ও রাতে আসত । কালো প্যান্ট পরে মাথায় টুপি পরে ঘুরে বেড়াত । আমরা সবাই আতঙ্কে আছি । এখনও বাইরের দু'জন রয়েছে । বুঝতে পারছি না কী ঘটছে ।"

মঠের উমাপতি দাস মহারাজ বলেন, "আমার এখানে বহু ভক্ত আসে । সেই মতো সেও এখানে আসত । ওর নাম মনোজ জানতাম না । বাড়ি ঝাড়খণ্ড সেটা অবশ্য জানতাম । অফিসারদের কাছ থেকে জানতে পারি, সে অনেক ব্যাঙ্কের ডিফলটার । এর বেশি আর কিছু জানি না ।" NIA সূত্রে খবর, মাওবাদী নেতা মঠ থেকেই ঝাড়খণ্ডে যাতায়াত করত । সম্পত্তি গচ্ছিত রেখে অনেক টাকার ব্যাঙ্ক ঋণ নিয়েছিল ।

বৈদ্যবাটি, 3 মে : বৈদ্যবাটির একটি মঠে শিষ্যের বেশে আত্মগোপন করে ছিল এক মাওবাদী নেতা । খবর ছড়িয়ে পড়তেই মঠের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা । গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় NIA ।

বৈদ্যবাটির শূঁড়িঘাট বক্রেশ্বর শ্যামসুন্দর মঠে দীর্ঘ আড়াই বছর ধরে নীলম দাস নামে আত্মগোপন করেছিল এই মাওবাদী নেতা । সূত্রের খবর, শিষ্য সেজেছিল ঝাড়খণ্ডের গিরিডির মাওবাদী নেতা মনোজ চৌধুরি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA জানিয়েছে, প্রায় তিন বছর ধরে ফেরার ছিল মনোজ । তার খোঁজ চালানো হচ্ছিল । মূলত, মাওবাদীদের আর্থিক লেনদেন, স্থাবর সম্পত্তি দেখাশোনার দায়িত্বে ছিলেন বছর পঞ্চাশের মনোজ । নীলম দাস নাম নিয়েই বৈদ্যবাটি কাজি পাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকত । সেখান থেকেই শ্যামসুন্দর মঠে গুরুদেবের প্রতি ভক্তি দেখে এই মঠে আশ্রয় পায় ।

এলাকার বাসিন্দা অসিত লাহা বলেন, "রাতের অন্ধকারে গাড়ি করে লোক যাতায়াত করে । বাইরে থেকে অনেকেই আসে এই মঠে । মঠের উমাপতি দাস মহারাজের এলাকায় কারও সঙ্গে সৎভাব নেই । মঠ পাহারার জন্য চারটি কুকুর রাখা আছে । এলাকার কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়ন না । আমাদের অনুমান ছিল, মঠের ভিতরে কিছু অবৈধ কাজ হয় । তা নিয়ে আগেও কয়েকবার প্রতিবাদ করা হয়েছে । রাত দেড়টার সময় এসে NIA তাকে ধরে নিয়ে যায় । মনোজ সকালে ও রাতে আসত । কালো প্যান্ট পরে মাথায় টুপি পরে ঘুরে বেড়াত । আমরা সবাই আতঙ্কে আছি । এখনও বাইরের দু'জন রয়েছে । বুঝতে পারছি না কী ঘটছে ।"

মঠের উমাপতি দাস মহারাজ বলেন, "আমার এখানে বহু ভক্ত আসে । সেই মতো সেও এখানে আসত । ওর নাম মনোজ জানতাম না । বাড়ি ঝাড়খণ্ড সেটা অবশ্য জানতাম । অফিসারদের কাছ থেকে জানতে পারি, সে অনেক ব্যাঙ্কের ডিফলটার । এর বেশি আর কিছু জানি না ।" NIA সূত্রে খবর, মাওবাদী নেতা মঠ থেকেই ঝাড়খণ্ডে যাতায়াত করত । সম্পত্তি গচ্ছিত রেখে অনেক টাকার ব্যাঙ্ক ঋণ নিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.