ETV Bharat / state

মাহেশের জগন্নাথ মন্দিরে কাঞ্চন, দেখা গেল শ্রীময়ীকেও - Kanchan Mullick and Sreemoyee Chattoraj seen together

মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ৷ পুজো দেওয়ার সময় কাঞ্চন ও শ্রীময়ীকে একসঙ্গে দেখা যায়নি ৷ একজন বেরিয়ে যাওয়ার পর একজন পুজো দিতে ঢোকেন ৷ তবে ভোগ খাওয়ার সময় একসঙ্গে বসেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী ৷ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁরা বেশ কিছুক্ষণ কথাবার্তাও বলেন ।

একসঙ্গে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে
একসঙ্গে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে
author img

By

Published : Jul 12, 2021, 8:26 PM IST

হুগলি, 12 জুলাই : কয়েকদিন আগেই তাঁদের কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছিল ৷ কেউ বলেছেন 'শোভন-বৈশাখী লাইট' । আবার কেউ বলেছেন 'গরিবের বৈশাখী বন্দ্যোপাধ্যায়'। নেটদুনিয়ায় এমনই নানা রকমের ট্রোলের শিকার হয়েছেন তাঁরা ৷ আজ রথযাত্রা উপলক্ষে আবার একসঙ্গে দেখা গেল ৷ মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ৷ একসঙ্গে ভোগ খেলেন ৷ তাঁরা হলেন অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ।

করোনার কারণে এবার মাহেশে রথযাত্রা বন্ধ ৷ তবে করোনা বিধি মেনে জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে ৷ সেখানে আজ সকালে পুজো দিতে আসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন কাঞ্চন মল্লিক ৷ তাঁরা একসঙ্গে পুজো দেন ৷ অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন কাঞ্চন ৷ জানান, মাহেশে এই প্রথমবার তিনি এসেছেন ৷ এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি ৷ কাঞ্চন পুজো দিয়ে বেরোতে না বেরোতেই জগন্নাথের কাছে এসে আশীর্বাদ নেন শ্রীময়ী ৷ পুজো দেন ৷ তাঁর দিদিও সঙ্গে ছিল ৷

মাহেশের জগন্নাথ মন্দিরে প্রথম আসা শ্রীময়ীরও ৷ রথের দিনে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি ৷ আবারও আসার ইচ্ছা প্রকাশ করেন । পদব্রজে নারায়ণ শীলাকে নিয়ে যাওয়ার সময় তিনি ছিলেন । আর এখানে তাঁর আসা কাঞ্চন মল্লিকের জন্য নয় ৷ 'কল্যাণদা'-র নিমন্ত্রণেই তিনি এখানে এসেছিলেন ৷ শ্রীময়ী বলেন, "কল্যাণদাকে বলেছিলাম রথে আসব । কল্যাণদা যেহেতু শ্রীরামপুরের সাংসদ । তাই আমাকে বলেছিলেন আমি এসেছি । এখানে এসে খুব ভাল লাগল ।"

আরও পড়ুন, পতি পত্নী অউর ওহ থেকে দুয়ারে বান্ধবী... মিম-ঝড়ে কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কি

পুজো দেওয়ার সময় কাঞ্চন ও শ্রীময়ীকে একসঙ্গে দেখা যায়নি ৷ একজন বেরিয়ে যাওয়ার পর একজন পুজো দিতে ঢোকেন ৷ তবে ভোগ খাওয়ার সময় একসঙ্গে বসেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী ৷ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁরা বেশ কিছুক্ষণ কথাবার্তাও বলেন ।

মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে কী বললেন কাঞ্চন-শ্রীময়ী, শুনে নিন...

দিনকয়েক আগে শিরোনামে ছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ৷ টলিপাড়ায় জোর গুঞ্জন যে, তিনি কৃষ্ণকলি খ্যাত ধারাবাহিকের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ এতদিন নানা জনের মুখে নানা কথা শুনলেও কাঞ্চনের স্ত্রী পিঙ্কি মুখ খুলছিলেন না ৷ তবে সন্দেহ ছিল তাঁরও ৷ ততদিনে কাঞ্চন ও পিঙ্কির মধ্যে সম্পর্কে চিড় ধরেছে ৷ তাঁরা একসঙ্গে থাকতেন না ৷ শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠার পর পিঙ্কি জানিয়েছিলেন, "দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷"

আরও পড়ুন, অভিনয় করি বলে এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই, নীরবতা ভাঙলেন শ্রীময়ী

এরপর থেকে তিক্ততা আরও বাড়তে শুরু করে ৷ প্রেমের কথা প্রকাশ্যে আসতেই কাঞ্চন শ্রীময়ীকে সঙ্গে নিয়ে পিঙ্কিকে হেনস্থা করেন বলে অভিযোগ ৷ 19 জুন নিউ আলিপুর থানা এলাকার সবুজ বাগানে পিঙ্কির ফ্ল্যাটে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । তখন বাড়িতে ছিলেন না পিঙ্কি ৷ কাঞ্চনরা ফেরার পথে পিঙ্কির গাড়ি আটকান বলে অভিযোগ ৷ এরপরই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করেন পিঙ্কি । তার পরিপ্রেক্ষিতে স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চন ৷

এরই মাঝে কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম-ট্রোলের বন্যা বাইতে শুরু করে ৷ যদিও, গত কয়েকদিনে তাঁদের সম্পর্কে আলোচনা কিছুটা ফিকে হয়ে এসেছে ৷ এরই মধ্যে আজ মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে দুইজনকে একসঙ্গে দেখা গেল ৷

হুগলি, 12 জুলাই : কয়েকদিন আগেই তাঁদের কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছিল ৷ কেউ বলেছেন 'শোভন-বৈশাখী লাইট' । আবার কেউ বলেছেন 'গরিবের বৈশাখী বন্দ্যোপাধ্যায়'। নেটদুনিয়ায় এমনই নানা রকমের ট্রোলের শিকার হয়েছেন তাঁরা ৷ আজ রথযাত্রা উপলক্ষে আবার একসঙ্গে দেখা গেল ৷ মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ৷ একসঙ্গে ভোগ খেলেন ৷ তাঁরা হলেন অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ।

করোনার কারণে এবার মাহেশে রথযাত্রা বন্ধ ৷ তবে করোনা বিধি মেনে জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে ৷ সেখানে আজ সকালে পুজো দিতে আসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন কাঞ্চন মল্লিক ৷ তাঁরা একসঙ্গে পুজো দেন ৷ অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন কাঞ্চন ৷ জানান, মাহেশে এই প্রথমবার তিনি এসেছেন ৷ এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি ৷ কাঞ্চন পুজো দিয়ে বেরোতে না বেরোতেই জগন্নাথের কাছে এসে আশীর্বাদ নেন শ্রীময়ী ৷ পুজো দেন ৷ তাঁর দিদিও সঙ্গে ছিল ৷

মাহেশের জগন্নাথ মন্দিরে প্রথম আসা শ্রীময়ীরও ৷ রথের দিনে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি ৷ আবারও আসার ইচ্ছা প্রকাশ করেন । পদব্রজে নারায়ণ শীলাকে নিয়ে যাওয়ার সময় তিনি ছিলেন । আর এখানে তাঁর আসা কাঞ্চন মল্লিকের জন্য নয় ৷ 'কল্যাণদা'-র নিমন্ত্রণেই তিনি এখানে এসেছিলেন ৷ শ্রীময়ী বলেন, "কল্যাণদাকে বলেছিলাম রথে আসব । কল্যাণদা যেহেতু শ্রীরামপুরের সাংসদ । তাই আমাকে বলেছিলেন আমি এসেছি । এখানে এসে খুব ভাল লাগল ।"

আরও পড়ুন, পতি পত্নী অউর ওহ থেকে দুয়ারে বান্ধবী... মিম-ঝড়ে কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কি

পুজো দেওয়ার সময় কাঞ্চন ও শ্রীময়ীকে একসঙ্গে দেখা যায়নি ৷ একজন বেরিয়ে যাওয়ার পর একজন পুজো দিতে ঢোকেন ৷ তবে ভোগ খাওয়ার সময় একসঙ্গে বসেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী ৷ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁরা বেশ কিছুক্ষণ কথাবার্তাও বলেন ।

মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে কী বললেন কাঞ্চন-শ্রীময়ী, শুনে নিন...

দিনকয়েক আগে শিরোনামে ছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ৷ টলিপাড়ায় জোর গুঞ্জন যে, তিনি কৃষ্ণকলি খ্যাত ধারাবাহিকের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ এতদিন নানা জনের মুখে নানা কথা শুনলেও কাঞ্চনের স্ত্রী পিঙ্কি মুখ খুলছিলেন না ৷ তবে সন্দেহ ছিল তাঁরও ৷ ততদিনে কাঞ্চন ও পিঙ্কির মধ্যে সম্পর্কে চিড় ধরেছে ৷ তাঁরা একসঙ্গে থাকতেন না ৷ শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠার পর পিঙ্কি জানিয়েছিলেন, "দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷"

আরও পড়ুন, অভিনয় করি বলে এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই, নীরবতা ভাঙলেন শ্রীময়ী

এরপর থেকে তিক্ততা আরও বাড়তে শুরু করে ৷ প্রেমের কথা প্রকাশ্যে আসতেই কাঞ্চন শ্রীময়ীকে সঙ্গে নিয়ে পিঙ্কিকে হেনস্থা করেন বলে অভিযোগ ৷ 19 জুন নিউ আলিপুর থানা এলাকার সবুজ বাগানে পিঙ্কির ফ্ল্যাটে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । তখন বাড়িতে ছিলেন না পিঙ্কি ৷ কাঞ্চনরা ফেরার পথে পিঙ্কির গাড়ি আটকান বলে অভিযোগ ৷ এরপরই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করেন পিঙ্কি । তার পরিপ্রেক্ষিতে স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চন ৷

এরই মাঝে কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম-ট্রোলের বন্যা বাইতে শুরু করে ৷ যদিও, গত কয়েকদিনে তাঁদের সম্পর্কে আলোচনা কিছুটা ফিকে হয়ে এসেছে ৷ এরই মধ্যে আজ মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে দুইজনকে একসঙ্গে দেখা গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.