ETV Bharat / state

মোদি-শাহকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য অনেক চাপ নিতে হচ্ছে, মন্তব্য জয়ের - Amit Shah

সভার শুরুতেই মমতা বন্দ্যাপাধ্যায়কে আক্রমণ করেন জয় বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "যতই ছি ছি করুন, আর যতই কাঁসর-ঘণ্টা বাজান পশ্চিমবঙ্গে NRC ও CAA হবেই হবে ৷"

জয় বন্দ্যোপাধ্যায়
জয় বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 21, 2019, 9:07 PM IST

Updated : Dec 21, 2019, 9:50 PM IST

গোঘাট, 21 ডিসেম্বর : নরেন্দ্র মোদি, অমিত শাহকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য অনেক চাপ সহ্য করতে হচ্ছে ৷ তবে এই চাপ কেটে যাবে বলেই মনে করছেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ আজ হুগলির গোঘাটের তেলিগ্রামে জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তিনি ৷

সভার শুরুতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ৷ বলেন, "যতই ছি ছি করুন, আর যতই কাঁসর-ঘণ্টা বাজান পশ্চিমবঙ্গে NRC ও CAA হবেই হবে ৷ যখন নোটবন্দি হয়েছিল, আপনি বহুদিন ধরে কালা দিবস পালন করেছিলেন ৷ 2011-16 সাল পর্যন্ত আপনার আত্মীয় স্বজন, নেতানেত্রীরা মাটির তলায় টাকা পুঁতে রেখেছিল ৷ নরেন্দ্র মোদি একদিনে মাটির তলার টাকা বার করে দিয়েছিলেন ৷"

আজ হুগলির গোঘাটের তেলিগ্রামে জনসভায় জয় বন্দ্য়োপাধ্যায়

সাম্প্রতিক CAA নিয়ে রাজ্যে বিক্ষোভ নিয়ে তিনি বলেন, "আজ সাম্প্রদায়িকতার বীজ পুঁতেছেন মুখ্যমন্ত্রী ৷ রেল ভাঙল ৷ নীল সাদা বাসও পোড়াল ৷ BJP ক্ষমতায় এলে সাম্প্রদায়িকতার বীজ উপরে ফেলে ভ্রাতৃত্বের বীজ পুঁতে দেব বাংলায় ৷" পাশাপাশি তাপস পালকেও আক্রমণ করেন তিনি ৷ বলেন, "তাপস পাল ও আমি একই সঙ্গে সিনেমা করতাম ৷ তাপস পাল গেল তৃণমূলে ৷ সেখানে গিয়ে জেল খাটছে ৷ আর আমি BJP-তে এসে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি ৷ মানুষ বলে সৎ সঙ্গ, আর অসৎ সঙ্গ ৷" সঙ্গে বাংলার সংস্কৃতির মানও কমছে বলে অভিযোগ করেন তিনি ৷ "আজ বাংলায় সব জায়গায় অশান্তি ৷ আজ পড়াশোনা, সিনেমা, নাটক, সংস্কৃতিতে পিছোতে পিছোতে বাংলার মান কোথায় চলে গেছে ৷"

গোঘাট, 21 ডিসেম্বর : নরেন্দ্র মোদি, অমিত শাহকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য অনেক চাপ সহ্য করতে হচ্ছে ৷ তবে এই চাপ কেটে যাবে বলেই মনে করছেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ আজ হুগলির গোঘাটের তেলিগ্রামে জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তিনি ৷

সভার শুরুতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ৷ বলেন, "যতই ছি ছি করুন, আর যতই কাঁসর-ঘণ্টা বাজান পশ্চিমবঙ্গে NRC ও CAA হবেই হবে ৷ যখন নোটবন্দি হয়েছিল, আপনি বহুদিন ধরে কালা দিবস পালন করেছিলেন ৷ 2011-16 সাল পর্যন্ত আপনার আত্মীয় স্বজন, নেতানেত্রীরা মাটির তলায় টাকা পুঁতে রেখেছিল ৷ নরেন্দ্র মোদি একদিনে মাটির তলার টাকা বার করে দিয়েছিলেন ৷"

আজ হুগলির গোঘাটের তেলিগ্রামে জনসভায় জয় বন্দ্য়োপাধ্যায়

সাম্প্রতিক CAA নিয়ে রাজ্যে বিক্ষোভ নিয়ে তিনি বলেন, "আজ সাম্প্রদায়িকতার বীজ পুঁতেছেন মুখ্যমন্ত্রী ৷ রেল ভাঙল ৷ নীল সাদা বাসও পোড়াল ৷ BJP ক্ষমতায় এলে সাম্প্রদায়িকতার বীজ উপরে ফেলে ভ্রাতৃত্বের বীজ পুঁতে দেব বাংলায় ৷" পাশাপাশি তাপস পালকেও আক্রমণ করেন তিনি ৷ বলেন, "তাপস পাল ও আমি একই সঙ্গে সিনেমা করতাম ৷ তাপস পাল গেল তৃণমূলে ৷ সেখানে গিয়ে জেল খাটছে ৷ আর আমি BJP-তে এসে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি ৷ মানুষ বলে সৎ সঙ্গ, আর অসৎ সঙ্গ ৷" সঙ্গে বাংলার সংস্কৃতির মানও কমছে বলে অভিযোগ করেন তিনি ৷ "আজ বাংলায় সব জায়গায় অশান্তি ৷ আজ পড়াশোনা, সিনেমা, নাটক, সংস্কৃতিতে পিছোতে পিছোতে বাংলার মান কোথায় চলে গেছে ৷"

Intro:Body:নরেন্দ্র মোদি অমিত শাহকে বেড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য অনেক চাপ সহ্য করতে হচ্ছে এই চাপ কেটে যাবে এবং উন্মুক্ত ভাতৃত্বের ভারত হবে।হুগলীর গোঘাটের তেলিগ্রামে বিজেপির জন সভা থেকে বললেন বীজপি নেতা জয় ব্যানার্জি।
সভার শুরুতেই বলেন দিদি আপিনও ব্যানার্জি আমিও ব্যানার্জি এর পরই মুখ্যমন্ত্রী কে আক্রমণ করে বলেন পশ্চিমবঙ্গে এন আর সি এবং সি এ বি হবেই হবে।
যতই ছিঃছিঃ করুন আর যতই কাঁসর ঘন্টা বাজান।
যখন নোট বন্দি হয়েছিল আপনি বহু দিন ধরে কালা দিবস পালন করেছিলেন কারণ ১১সাল থেকে ১৬ সাল পযন্ত আপনার আত্মীয় স্বজন নেতা নেত্রীরা মাটির তলায় টাকা পুঁতে রেখে ছিল। নরেন্দ্র মোদি এক দিনে মাটির তলার টাকা বেকার করে দিয়েছিল।
১৬ থেকে ২১ সাল পযন্ত আপনার চ্যালা চামুন্ডারা যা কামাচ্ছে বিজেপি ক্ষমতায় এলে পাকস্থলী থেকে টাকা বের করে নিয়ে আসবো।
সাম্প্রতিক CAA আইন নিয়ে রাজ্যে বিক্ষোভের ঘটনা প্রসঙ্গে বলেন আজকে সাম্প্রদায়িকতার বীজ পুঁতেছেন মুখ্যমন্ত্রী।রেল ভাঙলো,নীল সাদা বাসও পোড়াল।
বিজেপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িকতার বীজ উপরে ফেলো দিয়ে ভাতৃত্বের বীজ পুঁতে দেব বাংলায়।
নরেন্দ্র মোদি অমিত শাহ কে বেড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য অনেক চাপ সহ্য করতে হচ্ছে এই চাপ কেটে যাবে এবং উন্মুক্ত ভাতৃত্বের ভারত হবে।
আজ বাংলায় সব জায়গায় অশান্তি,আজ পড়াশোনা সিনেমা নাটক সংষ্কৃতিতে বাংলা কত এগিয়ে ছিল আজ পিছতে পিছতে বাংলার মান কোথায় চলে গেছে।
তিনি আরো বলেন আগে বিদেশে গেলে বিদেশিরা বলতো বিদ্যাসাগর,বিবেকানন্দ,রামকৃষ্ণ, রামমোহনের দেশ থেকে এসেছেন কিছু শিখে নিই, এখন বিদেশে গেলে বিদেশিরা বলে চোরের দেশ থেকে এসেছে মদন মিত্র তাপস পালের দেশ থেকে এসেছে বলে পালায়।
তিনি আরো বলেন তাপস পাল আর আমি একই সঙ্গে সিনেমা করতাম তাপস পাল গেল তৃণমূলে সেখানে গিয়ে জেল খাটছে আর আমি বিজেপি তে এসে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছি।মানুষ বলে সৎ সঙ্গ আর অসৎ সঙ্গ।


wb_hgl_01_goghat_joy banerjee_copi_10007

B_1_জয় ব্যানার্জি।


Conclusion:
Last Updated : Dec 21, 2019, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.