গোঘাট, 21 ডিসেম্বর : নরেন্দ্র মোদি, অমিত শাহকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য অনেক চাপ সহ্য করতে হচ্ছে ৷ তবে এই চাপ কেটে যাবে বলেই মনে করছেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ আজ হুগলির গোঘাটের তেলিগ্রামে জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তিনি ৷
সভার শুরুতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ৷ বলেন, "যতই ছি ছি করুন, আর যতই কাঁসর-ঘণ্টা বাজান পশ্চিমবঙ্গে NRC ও CAA হবেই হবে ৷ যখন নোটবন্দি হয়েছিল, আপনি বহুদিন ধরে কালা দিবস পালন করেছিলেন ৷ 2011-16 সাল পর্যন্ত আপনার আত্মীয় স্বজন, নেতানেত্রীরা মাটির তলায় টাকা পুঁতে রেখেছিল ৷ নরেন্দ্র মোদি একদিনে মাটির তলার টাকা বার করে দিয়েছিলেন ৷"
সাম্প্রতিক CAA নিয়ে রাজ্যে বিক্ষোভ নিয়ে তিনি বলেন, "আজ সাম্প্রদায়িকতার বীজ পুঁতেছেন মুখ্যমন্ত্রী ৷ রেল ভাঙল ৷ নীল সাদা বাসও পোড়াল ৷ BJP ক্ষমতায় এলে সাম্প্রদায়িকতার বীজ উপরে ফেলে ভ্রাতৃত্বের বীজ পুঁতে দেব বাংলায় ৷" পাশাপাশি তাপস পালকেও আক্রমণ করেন তিনি ৷ বলেন, "তাপস পাল ও আমি একই সঙ্গে সিনেমা করতাম ৷ তাপস পাল গেল তৃণমূলে ৷ সেখানে গিয়ে জেল খাটছে ৷ আর আমি BJP-তে এসে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি ৷ মানুষ বলে সৎ সঙ্গ, আর অসৎ সঙ্গ ৷" সঙ্গে বাংলার সংস্কৃতির মানও কমছে বলে অভিযোগ করেন তিনি ৷ "আজ বাংলায় সব জায়গায় অশান্তি ৷ আজ পড়াশোনা, সিনেমা, নাটক, সংস্কৃতিতে পিছোতে পিছোতে বাংলার মান কোথায় চলে গেছে ৷"