ETV Bharat / state

Hooghly BJP : দিলীপ ঘোষের কর্মসূচি ছেড়ে তৃণমূলের সম্বর্ধনা সভায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি

author img

By

Published : Jan 29, 2022, 11:00 PM IST

বিজেপিতে আরও এক বেসুরো ? হুগলির বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগের কাজকর্ম সেদিকেই ইঙ্গিত দিচ্ছে ৷ দিলীপ ঘোষের কর্মসূচি ছেড়ে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাতে সম্বর্ধনা নিচ্ছেন ৷ পৌরভোটের আগে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে নাম লেখাতে পারেন বলেও ইঙ্গিত মিলছে (Hooghly BJP) ৷

Hooghly BJP
Hooghly BJP

চুঁচুড়া, 29 জানুয়ারি : সামনেই পৌর নির্বাচন ৷ তার আগে জেলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ অথচ সেই কর্মসূচিতে অনুপস্থিত বিজেপির হুগলি জেলা সাংগঠনিক প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ । ভোটের আগে দলীয় কর্মসূচি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ-বিধায়কদের হাতে সম্বর্ধনা নিতে ব্যস্ত তিনি ৷ এতেই চোখ কপালে উঠেছে বিজেপি নেতৃত্বের ৷ তাঁর আচরণে স্তম্ভিত গেরুয়া শিবির (Hooghly BJP) ৷

সামনে পৌরসভার ভোট ৷ রাজ্যের একাধিক নেতা এইসময় হুগলিতে আসছেন । দলের দাপুটে নেতা দিলীপ ঘোষ যখন জেলায় একাধিক কর্মসূচি নিয়ে এসেছেন তখন দলের কোনও কাজেই দেখা মিলছে না প্রাক্তন জেলার সভাপতি সুবীর নাগের । অথচ চুঁচুড়ার উদয় সংঘ ক্লাবে সম্বর্ধনা নিতে হাজির হয়েছেন তিনি । ওই ক্লাবকে শববাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স দেওয়া হয় সাংসদ ও বিধায়ক তহবিলের টাকায় । কিছু ক্লাব সদস্যদের সম্বর্ধনাও দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার ও চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । সুবীর নাগকে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে দেন আরামবাগের সাংসদ । হাসিমুখে তা গ্রহণ করেন বিজেপি নেতা ৷ সাংসদ এবং বিধায়কের সঙ্গে হাসি ঠাট্টায় মজে ওঠেন ৷

পৌরভোটে আগে বিজেপির সবরকম কাজকর্ম ছেড়ে হঠাৎ কেন তৃণমূল নেতা, নেত্রীদের হাতে সম্বর্ধনা নিতে উদগ্রীব সুবীর নাগ ? তাহলে কি অন্যান্য বিজেপি নেতাদের মতোই ঘাসফুলমুখী হচ্ছেন, নাকি নিছকই দলের উপর অভিমান করে দল থেকে বিমুখ থাকছেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য প্রাক্তন জেলা সভাপতি দিয়েছেন ৷ তিনি জানান, দীর্ঘ আড়াই বছর ধরে দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না । একসময়ের তিনি একনিষ্ঠ কর্মী ছিলেন । বর্তমানে তিনি পুরোপুরি কোণঠাসা ।

যদিও এই সম্বর্ধনা শুধুই ক্লাব সদস্য হিসেবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি । ভবিষ্যতে কোনওদিন তৃণমূল কংগ্রেসের তরফে প্রস্তাব এলে চিন্তাভাবনা করবেন বলেও আগাম জানিয়ে রাখলেন ৷ এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "সুবীর নাগ তৃণমূলে আসতে চাইলে স্বাগত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলে আমাদের তাঁকে নিয়ে চলতে অসুবিধে নেই ৷"

আরও পড়ুন : Amit attacks Suvendu : 'শুভেন্দু থাকলে বিজেপির পতন নিশ্চিত', তোপ দেগে দল ছাড়লেন হাওড়ার যুব নেতা

অন্যদিকে হুগলির যুব নেতা সুরেশ সাও বলেন, "বিজেপি একমাত্র দল সেখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে । যদি এর কেউ অপব্যবহার করে থাকে তাহলে সাজাও দেওয়া হয় ।প্ রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে । কিন্তু সেটা যদি দলের বিপক্ষে হয় তাহলে সিদ্ধান্ত নেবে শীর্ষনেতৃত্ব ৷"

চুঁচুড়া, 29 জানুয়ারি : সামনেই পৌর নির্বাচন ৷ তার আগে জেলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ অথচ সেই কর্মসূচিতে অনুপস্থিত বিজেপির হুগলি জেলা সাংগঠনিক প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ । ভোটের আগে দলীয় কর্মসূচি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ-বিধায়কদের হাতে সম্বর্ধনা নিতে ব্যস্ত তিনি ৷ এতেই চোখ কপালে উঠেছে বিজেপি নেতৃত্বের ৷ তাঁর আচরণে স্তম্ভিত গেরুয়া শিবির (Hooghly BJP) ৷

সামনে পৌরসভার ভোট ৷ রাজ্যের একাধিক নেতা এইসময় হুগলিতে আসছেন । দলের দাপুটে নেতা দিলীপ ঘোষ যখন জেলায় একাধিক কর্মসূচি নিয়ে এসেছেন তখন দলের কোনও কাজেই দেখা মিলছে না প্রাক্তন জেলার সভাপতি সুবীর নাগের । অথচ চুঁচুড়ার উদয় সংঘ ক্লাবে সম্বর্ধনা নিতে হাজির হয়েছেন তিনি । ওই ক্লাবকে শববাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স দেওয়া হয় সাংসদ ও বিধায়ক তহবিলের টাকায় । কিছু ক্লাব সদস্যদের সম্বর্ধনাও দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার ও চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । সুবীর নাগকে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে দেন আরামবাগের সাংসদ । হাসিমুখে তা গ্রহণ করেন বিজেপি নেতা ৷ সাংসদ এবং বিধায়কের সঙ্গে হাসি ঠাট্টায় মজে ওঠেন ৷

পৌরভোটে আগে বিজেপির সবরকম কাজকর্ম ছেড়ে হঠাৎ কেন তৃণমূল নেতা, নেত্রীদের হাতে সম্বর্ধনা নিতে উদগ্রীব সুবীর নাগ ? তাহলে কি অন্যান্য বিজেপি নেতাদের মতোই ঘাসফুলমুখী হচ্ছেন, নাকি নিছকই দলের উপর অভিমান করে দল থেকে বিমুখ থাকছেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য প্রাক্তন জেলা সভাপতি দিয়েছেন ৷ তিনি জানান, দীর্ঘ আড়াই বছর ধরে দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না । একসময়ের তিনি একনিষ্ঠ কর্মী ছিলেন । বর্তমানে তিনি পুরোপুরি কোণঠাসা ।

যদিও এই সম্বর্ধনা শুধুই ক্লাব সদস্য হিসেবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি । ভবিষ্যতে কোনওদিন তৃণমূল কংগ্রেসের তরফে প্রস্তাব এলে চিন্তাভাবনা করবেন বলেও আগাম জানিয়ে রাখলেন ৷ এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "সুবীর নাগ তৃণমূলে আসতে চাইলে স্বাগত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলে আমাদের তাঁকে নিয়ে চলতে অসুবিধে নেই ৷"

আরও পড়ুন : Amit attacks Suvendu : 'শুভেন্দু থাকলে বিজেপির পতন নিশ্চিত', তোপ দেগে দল ছাড়লেন হাওড়ার যুব নেতা

অন্যদিকে হুগলির যুব নেতা সুরেশ সাও বলেন, "বিজেপি একমাত্র দল সেখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে । যদি এর কেউ অপব্যবহার করে থাকে তাহলে সাজাও দেওয়া হয় ।প্ রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে । কিন্তু সেটা যদি দলের বিপক্ষে হয় তাহলে সিদ্ধান্ত নেবে শীর্ষনেতৃত্ব ৷"

For All Latest Updates

TAGGED:

Hooghly BJP
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.