ETV Bharat / state

গ্যাস কাটার দিয়ে ATM কেটে লুট লক্ষাধিক টাকা

ATM কেটে লুট লক্ষাধিক টাকা ৷ ভদ্রেশ্বরে গ্যাস কাটার দিয়ে ATM-এর ভল্ট কেটে লুট ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ATM লুঠ
author img

By

Published : Nov 23, 2019, 7:10 PM IST

হুগলি, 23 নভেম্বর : SBI ব্যাঙ্কের ATM-এ দুঃসাহসিক চুরি ৷ গ্যাস কাটার দিয়ে ATM-এর ভল্ট কেটে লুট লক্ষাধিক টাকা ৷ ঘটনাটি হুগলি জেলার ভদ্রেশ্বরের তেঁতুলতলার ৷


শুক্রবার গভীর রাতে ভদ্রেশ্বরের তেঁতুলতলার জগদ্ধাত্রী মন্দিরের পাশে SBI-এর ATM ভাঙে দুষ্কৃতীরা । স্থানীয় সূত্রে খবর গতকালই ATM-এ টাকা ভরা হয়েছিল । তারপরই রাতেই গ্যাস কাটার দিয়ে ATM -এর ভল্ট কাটে দুষ্কৃতীরা ।

সকালে ATM -এর কাউন্টারের বাড়ির মালিক দেখতে পান ATM -এর শাটার নামানো ৷ শাটার তুলতেই তিনি দেখেন গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে ATM ৷ এরপর পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় । ব্যাঙ্ক কর্তৃপক্ষ এসে ATM টি সিল করে দেয় । তবে ঠিক কত টাকা লুট হয়েছে তা এখনও সঠিক জানা যায়নি ।

ঘটনার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ৷ ATM-এর CCTV ক্যামেরা গুলিকে কালো রং করে দেওয়া হয় । যাতে কিছু ধরা না পরে ৷ তবে GT রোডের ধারে ভদ্রেশ্বর পৌরসভার CCTV ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ ।

হুগলি, 23 নভেম্বর : SBI ব্যাঙ্কের ATM-এ দুঃসাহসিক চুরি ৷ গ্যাস কাটার দিয়ে ATM-এর ভল্ট কেটে লুট লক্ষাধিক টাকা ৷ ঘটনাটি হুগলি জেলার ভদ্রেশ্বরের তেঁতুলতলার ৷


শুক্রবার গভীর রাতে ভদ্রেশ্বরের তেঁতুলতলার জগদ্ধাত্রী মন্দিরের পাশে SBI-এর ATM ভাঙে দুষ্কৃতীরা । স্থানীয় সূত্রে খবর গতকালই ATM-এ টাকা ভরা হয়েছিল । তারপরই রাতেই গ্যাস কাটার দিয়ে ATM -এর ভল্ট কাটে দুষ্কৃতীরা ।

সকালে ATM -এর কাউন্টারের বাড়ির মালিক দেখতে পান ATM -এর শাটার নামানো ৷ শাটার তুলতেই তিনি দেখেন গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে ATM ৷ এরপর পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় । ব্যাঙ্ক কর্তৃপক্ষ এসে ATM টি সিল করে দেয় । তবে ঠিক কত টাকা লুট হয়েছে তা এখনও সঠিক জানা যায়নি ।

ঘটনার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ৷ ATM-এর CCTV ক্যামেরা গুলিকে কালো রং করে দেওয়া হয় । যাতে কিছু ধরা না পরে ৷ তবে GT রোডের ধারে ভদ্রেশ্বর পৌরসভার CCTV ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:গ্যাস কাটার দিয়ে ATM এর ভল্ট কেটে টাকা লুঠ লখ্যাধিক টাকা।ঘটনাটি হুগলির ভদ্রেশ্বর তেতুলতলার কাছে।শুরু গভীর রাতে জগদ্ধাত্রী মন্দিরের পাশে SBI ATM ভাঙে দুষ্কৃতিরা।স্থানীয় সূত্রে খবর শুক্রবারই ATM এ টাকা ভরা হয়েছিল।তারপরই রাতেই ATM গ্যাস কাটার দিয়ে কাটে দুষ্কৃতীরা।CCTV ক্যামেরা গুলিকে কালো রং করে দেয়।যাতে কেউ ধরতে না পারে।তবে GT রোডে ভদ্রেশ্বর পৌরসভার CCTV ক্যামেরায় খতিয়ে দেখছে পুলিশ।সকালে এটিএম কাউন্টারের বাড়ির মালিক দেখতে পায় এটিএমের সাটার নামানো,সাটার তুলতেই তিনি দেখেন গ্যাস কাটার দিয়ে এটিএম মেসিনটি কাটা।এরপর তিনি পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কে জানায়।ব্যাঙ্ক কর্তৃপক্ষ এসে এটিএম টি সিল করে দিয়েছে। কত টাকা লুঠ হয়েছে তা এখনো সঠিক জানা যায়নি।তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।।Body:WB_HGL_BHADRESWAR ATM BROKEN_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.