আরামবাগ, 24 নভেম্বর : মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় মহাকাশ গবেষণা করা যায় ! শুনেছেন কখনও ? শুধু তাই নয়, পাঁচ ছয় ঘণ্টায় মহাকাশের বিভিন্ন তথ্য চলে আসবে আপনার হাতের মুঠোয়। আর এই গবেষণা পৃথিবীর শুধুমাত্র ভারতবর্ষেই করা হয় ৷
কিন্তু কারা করেন এই ধরনের গবেষণা ? ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজ়িকসের ডিরেক্টর সন্দীপ চক্রবর্তী বলেন, যাঁরা মহাকাশ নিয়ে Ph.D করছেন তাঁরাই নিজেদের তৈরি যন্ত্র পাঠান মহাকাশে ৷ 5-6 ঘণ্টা সেটি মহাকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে নেমে আসে প্যারাসুটের মাধ্যমে । তিনি আরও জানান, এই সংস্থার নানা গবেষণা সংক্রান্ত তথ্য আমেরিকার জার্নালে ছাপাও হয়।
গতকাল সকাল ১১:১২ মিনিটে এরকমই একটা কম খরচে তৈরি যন্ত্র ছাড়া হয় বীরভূম জেলার বোলপুর থেকে ৷ যা সন্ধেয় প্যারাসুটের মাধ্যমে নামে হুগলির আরামবাগের সালেপুর গ্রামের দ্বারকেশ্বর নদীর পাড়ে ।
একটি বড় থার্মোকলের বাক্স দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ থার্মোকলের বাক্সের মধ্যে ফোন নম্বর দেওয়া ছিল এবং তাতে লেখা ছিল যদি কোনও ব্যক্তি বাক্সটি দেখতে পান এই নম্বরে ফোন করে জানাবেন। কিন্তু গ্রামবাসীরা আরামবাগ থানায় ফোন করে ব্যাপারটি জানান ৷ আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে বাক্সটি উদ্ধার করে । প্রথমে পুলিশ তরফ জানানো হয় যে ভয়ের কোনও কারণ নেই এটি একটি বৈজ্ঞানিক পরীক্ষার যন্ত্রাংশ । পুলিশের তরফ থেকে বাক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হয় । তারপরই থানায় হাজির হন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজ়িকসের ডিরেক্টর সন্দীপ চক্রবর্তী ।