হুগলি, 25 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ নির্বাচনের আগেই সাধারণত রাজনৈতিক দলগুলি নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে ৷ পঞ্চায়েত ভোটের আগে ডেঙ্গি রোধে কোমর বেঁধে নামছে হুগলি জেলা স্বাস্থ্যদফতর । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গি মশার চরিত্র বদলের ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে কোনও উপসর্গ নেই ৷ কীভাবে রোগীদের চিহ্নিত করবেন স্বাস্থ্যকর্মীরা, তার প্রশিক্ষণ দিতে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছিল ৷
এ প্রসঙ্গেই হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, "জুলাই মাসে রাজ্যে বর্ষা শুরু হয় ৷ তাপমাত্রারও হেরফের হয় ৷ ফলে মশার বংশ বিস্তার বেশি হয় । তাছাড়া ডেঙ্গি মশার লার্ভা তিন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে । সেই কারণে হটস্পট জোন চিহ্নিত করছি । শেষ তিন বছর কোনও কোনও জায়গায় ডেঙ্গির প্রকোপ বেশি হয়েছিল ৷ সেই সমস্ত এলাকাও নিদিষ্ট করেছি । আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার উপসর্গেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ।"
তিনি আরও জানান, ডেঙ্গি উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে এলে রক্ত পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে । ডেঙ্গি মশা সকালে আর সন্ধ্যা বেলার কামরায় তাই এই সময়ে বিশেষ সাবধানতা নিতে বলছে স্বাস্থ্য দফতর সূত্রে । নতুন উপসর্গ সম্পর্কে সচেতন করতেই জেলার স্বাস্থ্য কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । পরবর্তী সময়ে এই প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা ব্লক স্তরের স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের নতুন উপসর্গ সম্পর্কে মানুষকে সচেতন করবেন ।
আরও পড়ুন: প্রতিষেধক নেই ! ডেঙ্গি প্রতিরোধ নিজেই সতর্ক হোন
উল্লেখ্য, সবেমাত্র বর্ষা শুরু হয়েছে, ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে । তাই জেলা স্বাস্থ্য দফতরের তরফে আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলা হয়েছে । শুরু হয়েছে মশা নিধন পর্ব । এ বছর দেড়শো’র উপর নাগরিক ডেঙ্গি আক্রান্ত হয়েছন । পৌরসভা থেকে গ্রাম পঞ্চায়েত সর্বত্র জেলার নর্দমা পরিষ্কার করে, মশার লার্ভা নষ্ট করার রাসায়নিক (মসকিউটো লার্ভাসাইড অয়েল) স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে । ইতিমধ্যেই মসকিউটো লার্ভাসাইড অয়েল এসে পৌঁছেছে জেলায় । জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলার 13 নম্বর পৌরসভা এবং 18টি ব্লকে সর্বত্র সেই রাসায়নিক পাঠানো হয়েছে ৷