ETV Bharat / state

Locket Slams Didir Doot: চড় মারলে পালটা মারুন, প্রয়োজনে বেঁধে রাখুন দিদির দূতকে; নিদান লকেটের - Hooghly News

দিদির দূত নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket on Didir Doot) ৷ কী বললেন তিনি ?

Etv Bharat
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jan 15, 2023, 6:51 PM IST

হুগলিতে বিতর্কিত মন্তব্য লকেটের

ত্রিবেণী, 15 জানুয়ারি: তৃণমূলে দিদির সুরক্ষা কবচ ও দূত কর্মসূচিতে চড় মারার প্রসঙ্গে এবার সরব হলেন গেল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Controversial Comments of Locket) ৷ নিদান দিলেন, চড় মারলে পালটা দিদির দূতকেও চার-পাঁচটা চড় মারবেন । তৃণমূল যদি অভিযোগ না শোনে তাহলে ঘরে বেঁধে রেখে তা শোনান । বিজেপির যুব মোর্চা রাজিব ঘরামির নেতৃত্বে বলাগড়ের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের দাবি জানিয়ে যে তিনদিন ব্যাপী ধরনা ও বিক্ষোভ চলছে সেই ধরনা মঞ্চে রবিবার উপস্থিত হয়ে হুগলি লোকসভার সাংসদ এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেতাদের । এদিন তিনি ত্রিবেণী গঙ্গার ঘাটে মকর সংক্রান্তি উপলক্ষে আরতিও করেন তিনি (Hooghly News)৷

এদিন দুপুর দু'টো নাগাদ জিরাট মোড়ে ধরনায় যোগ দিতে আসেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার-সহ অন্যান্যরা ৷ এদিনের ধরনা মঞ্চ থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন, "চুরি করবে আবার চড় থাপ্পড় মারবে । চড় মারলে ধরে চার পাঁচটা চড় আপনারাও দিন । দিদির দূতরা অভিযোগ না শুনতে চাইলে ঘরে বেঁধে রাখুন । সরকার তাদের পঞ্চায়েত তাদের জনগণের জন্য তারা কাজ করবে না কেন ? আবার অভিযোগ করতে এলে থাপ্পড় মারা । আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম । দিদির দূত, দিদিকে বলো, সুরক্ষা কবচ সব একই ৷ বিভিন্ন রূপে একই জিনিস বহুরূপী সেজে ঘুরে ফিরে আসছে । সব এক সব চোর ডাকাত । দিদির দূত আসছে, যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত । বাড়ি বাড়ি গিয়ে আবার বলছে কী অসুবিধা হচ্ছে । অসুবিধা তো ওরাই । তাদের পাঠানো হচ্ছে । আবার চড় থাপ্পড় মারছে । চড় মারলে ছেড়ে দেবেন না ।"

আরও পড়ুন : 'তাঁর উপদেশ আমার কাছে আদেশ !' অমর্ত্য প্রসঙ্গে বললেন মমতা

হুগলিতে বিতর্কিত মন্তব্য লকেটের

ত্রিবেণী, 15 জানুয়ারি: তৃণমূলে দিদির সুরক্ষা কবচ ও দূত কর্মসূচিতে চড় মারার প্রসঙ্গে এবার সরব হলেন গেল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Controversial Comments of Locket) ৷ নিদান দিলেন, চড় মারলে পালটা দিদির দূতকেও চার-পাঁচটা চড় মারবেন । তৃণমূল যদি অভিযোগ না শোনে তাহলে ঘরে বেঁধে রেখে তা শোনান । বিজেপির যুব মোর্চা রাজিব ঘরামির নেতৃত্বে বলাগড়ের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের দাবি জানিয়ে যে তিনদিন ব্যাপী ধরনা ও বিক্ষোভ চলছে সেই ধরনা মঞ্চে রবিবার উপস্থিত হয়ে হুগলি লোকসভার সাংসদ এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেতাদের । এদিন তিনি ত্রিবেণী গঙ্গার ঘাটে মকর সংক্রান্তি উপলক্ষে আরতিও করেন তিনি (Hooghly News)৷

এদিন দুপুর দু'টো নাগাদ জিরাট মোড়ে ধরনায় যোগ দিতে আসেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার-সহ অন্যান্যরা ৷ এদিনের ধরনা মঞ্চ থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন, "চুরি করবে আবার চড় থাপ্পড় মারবে । চড় মারলে ধরে চার পাঁচটা চড় আপনারাও দিন । দিদির দূতরা অভিযোগ না শুনতে চাইলে ঘরে বেঁধে রাখুন । সরকার তাদের পঞ্চায়েত তাদের জনগণের জন্য তারা কাজ করবে না কেন ? আবার অভিযোগ করতে এলে থাপ্পড় মারা । আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম । দিদির দূত, দিদিকে বলো, সুরক্ষা কবচ সব একই ৷ বিভিন্ন রূপে একই জিনিস বহুরূপী সেজে ঘুরে ফিরে আসছে । সব এক সব চোর ডাকাত । দিদির দূত আসছে, যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত । বাড়ি বাড়ি গিয়ে আবার বলছে কী অসুবিধা হচ্ছে । অসুবিধা তো ওরাই । তাদের পাঠানো হচ্ছে । আবার চড় থাপ্পড় মারছে । চড় মারলে ছেড়ে দেবেন না ।"

আরও পড়ুন : 'তাঁর উপদেশ আমার কাছে আদেশ !' অমর্ত্য প্রসঙ্গে বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.