ETV Bharat / state

Indranil Sen Reaction On Chandannagar Victory : তৃণমূলের জয়ে যাতে নজর না লাগে, তাই একটা ওয়ার্ড দেওয়া হয়েছে : ইন্দ্রনীল সেন - Indranil Sen Reaction On Chandannagar Victory

"আগে যেমন বাচ্চাদের নজর না লাগার জন্য কাজলের টিপ দিত । আমরাও একটি ওয়ার্ড দিয়েছি । তাছাড়া কিছু নেই । চন্দননগর পৌরনিগমে ৩২টা ওয়ার্ডের মধ্যে ৩১টাতেই জিতে এই মন্তৃতব্ণয করেন ইন্দ্রনীল সেন (Indranil Sen Reaction On Chandannagar Victory)

Minicipal Corporation Election 2022
তৃণমূলের জয়ে যাতে নজর না লাগে
author img

By

Published : Feb 14, 2022, 5:31 PM IST

হুগলি, 14 ফেব্রুয়ারি: চন্দননগর পৌরনিগমে ৩2টি ওয়ার্ডের মধ্যে ৩১টি ওয়ার্ডে জয় লাভ করেছে তৃণমূল (Indranil Sen Reaction On Chandannagar Victory) । 16 নম্বর ওয়ার্ডে জিতেছেন বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ সেন । প্রার্থীর প্রয়াণে একটি ওয়ার্ডে নির্বাচন হয়নি । বামেদের এই জয় নিয়ে কাটক্ষ করেন ইন্দ্রনীল সেন । তাঁর মতে, নজর যাতে না লাগে তার জন্যই একটি মাত্র ওয়ার্ড দেওয়া হয়েছে । আগে যেমন বাচ্চাদের নজর না লাগার জন্য কাজলের টিপ দিত । আমরাও একটি ওয়ার্ড দিয়েছি । তাছাড়া কিছু নেই ।

আরও পড়ুন: WB Municipal Corporation Election Result LIVE : শিলিগুড়ির মেয়র গৌতম দেব, আসানসোলে পৌরবোর্ড গঠনের পথে ঘাসফুল

জয়ের পরেই খলিসানীতে তৃণমূল অফিসে মন্ত্রী ইন্দ্রনীল সেন জয়ী প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন । সেখানেই তিনি বলেন, "এবার নির্বাচনে ২২ জনই ছিলেন নতুন মুখ । তারা জয়ী হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্প রাজ্যে চলছে তার সুবিধা মানুষ পাচ্ছেন।পাশাপাশি পৌরনিগমের পরিষেবাতেই মানুষ খুশি । তার ফল পাওয়া গেছে । বিরোধী বিজেপি শূন্য পেয়েছে আর সিপিএম একটা ওয়ার্ড পেয়েছে মানে কোনও কিছু ভালর জন্য একটা কালা টিকা । "

প্রসঙ্গত, ২০১৫ সালের পৌরমিগমের ভোটে ২১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল তৃণমূল । দু‘জন তৃণমূলে টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন । তারা পরে তৃণমূলে যোগ দেয় । সেই পুরবোর্ড আড়াই বছর পর ২০১৮ সালে ভেঙে যায় নিজেদের কোন্দলে । পুর প্রশাসক বসিয়ে এতদিন চন্দননগর পৌরনিগম চলেছে । এবার কি নিজেদের মধ্যে কোন ভুলবোঝাবুঝি হবে ? সাংবাদিকদের এই প্রশ্নে উত্তরে ,ইন্দ্রনীল সেন বলেন, "ভুল বোঝাবুঝি হতেই পারে কাজ করলে । সেটা সংশোধন করতে হবে । আমরা চন্দননগরের মানুষের জন্য একসাথে কাজ করেছি । আগামী দিনে ভদ্রেশ্বর পুরসভাতেও ২২ টি ওয়ার্ডের সবকটিতেই জয়লাভ করব ।’’

তৃণমূলের জয়ে যাতে নজর না লাগে, তাই একটা ওয়ার্ড দেওয়া হয়েছ : ইন্দ্রনীল সেন

বিদায়ী পুরবোর্ডের মেয়র রাম চক্রবর্তী জয়ী হয়েছেন ৩০ নম্বর ওয়ার্ড থেকে । তিনি বলেন,"মুখ্যমন্ত্রীর প্রকল্প পৌরনিগমের মাধ্যমে আমরা রূপায়িত করেছি । তার সুবিধা মানুষ পেয়েছেন । চন্দননগরবাসীকে ধন্যবাদ তারা আবার আমাদের সেবার সু্যোগ দিয়েছেন।বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো আগামী দিনে বাস্তবায়িত করা হবে ।"

হুগলি, 14 ফেব্রুয়ারি: চন্দননগর পৌরনিগমে ৩2টি ওয়ার্ডের মধ্যে ৩১টি ওয়ার্ডে জয় লাভ করেছে তৃণমূল (Indranil Sen Reaction On Chandannagar Victory) । 16 নম্বর ওয়ার্ডে জিতেছেন বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ সেন । প্রার্থীর প্রয়াণে একটি ওয়ার্ডে নির্বাচন হয়নি । বামেদের এই জয় নিয়ে কাটক্ষ করেন ইন্দ্রনীল সেন । তাঁর মতে, নজর যাতে না লাগে তার জন্যই একটি মাত্র ওয়ার্ড দেওয়া হয়েছে । আগে যেমন বাচ্চাদের নজর না লাগার জন্য কাজলের টিপ দিত । আমরাও একটি ওয়ার্ড দিয়েছি । তাছাড়া কিছু নেই ।

আরও পড়ুন: WB Municipal Corporation Election Result LIVE : শিলিগুড়ির মেয়র গৌতম দেব, আসানসোলে পৌরবোর্ড গঠনের পথে ঘাসফুল

জয়ের পরেই খলিসানীতে তৃণমূল অফিসে মন্ত্রী ইন্দ্রনীল সেন জয়ী প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন । সেখানেই তিনি বলেন, "এবার নির্বাচনে ২২ জনই ছিলেন নতুন মুখ । তারা জয়ী হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্প রাজ্যে চলছে তার সুবিধা মানুষ পাচ্ছেন।পাশাপাশি পৌরনিগমের পরিষেবাতেই মানুষ খুশি । তার ফল পাওয়া গেছে । বিরোধী বিজেপি শূন্য পেয়েছে আর সিপিএম একটা ওয়ার্ড পেয়েছে মানে কোনও কিছু ভালর জন্য একটা কালা টিকা । "

প্রসঙ্গত, ২০১৫ সালের পৌরমিগমের ভোটে ২১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল তৃণমূল । দু‘জন তৃণমূলে টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন । তারা পরে তৃণমূলে যোগ দেয় । সেই পুরবোর্ড আড়াই বছর পর ২০১৮ সালে ভেঙে যায় নিজেদের কোন্দলে । পুর প্রশাসক বসিয়ে এতদিন চন্দননগর পৌরনিগম চলেছে । এবার কি নিজেদের মধ্যে কোন ভুলবোঝাবুঝি হবে ? সাংবাদিকদের এই প্রশ্নে উত্তরে ,ইন্দ্রনীল সেন বলেন, "ভুল বোঝাবুঝি হতেই পারে কাজ করলে । সেটা সংশোধন করতে হবে । আমরা চন্দননগরের মানুষের জন্য একসাথে কাজ করেছি । আগামী দিনে ভদ্রেশ্বর পুরসভাতেও ২২ টি ওয়ার্ডের সবকটিতেই জয়লাভ করব ।’’

তৃণমূলের জয়ে যাতে নজর না লাগে, তাই একটা ওয়ার্ড দেওয়া হয়েছ : ইন্দ্রনীল সেন

বিদায়ী পুরবোর্ডের মেয়র রাম চক্রবর্তী জয়ী হয়েছেন ৩০ নম্বর ওয়ার্ড থেকে । তিনি বলেন,"মুখ্যমন্ত্রীর প্রকল্প পৌরনিগমের মাধ্যমে আমরা রূপায়িত করেছি । তার সুবিধা মানুষ পেয়েছেন । চন্দননগরবাসীকে ধন্যবাদ তারা আবার আমাদের সেবার সু্যোগ দিয়েছেন।বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো আগামী দিনে বাস্তবায়িত করা হবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.