হিন্দমোটর, 2 জুন: সাতসকালে এক ডিম ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিন্দমোটরের ঘোষপাড়া গঙ্গার ঘাট এলাকা ৷ শুক্রবার ভোর চারটে নাগাদ সেখানে অন্ধ্রপ্রদেশের একটি ডিমের গাড়ি আসে । সেই গাড়ি খালি করছিলেন ব্যবসায়ী রাজীব সরকার । সেই সময় পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতী তাঁর পথ আটকায় । প্রথমে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয় । এরপর ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ । গুলি ব্যবসায়ীর বাঁদিকের পাঁজর ছুঁয়ে বেরিয়ে যায় । অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি । তাঁর গাড়িটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷
গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন । তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তর পাড়া থানার পুলিশ ।ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । চন্দননগর পুলিশের এসিপি ডিসি পদমর্যাদার আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন । এলাকার আবাসন ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা । জিটি রোডের উপর বিভিন্ন জায়গায় নাকা শুরু হয় । কেন ব্যবসায়ীর উপর হামলা হল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । টাকা লেনদেন নিয়ে গন্ডগোল, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।
রাজীব সরকার দীর্ঘদিন ধরেই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে আসা ডিম নিয়ে উত্তরপাড়া-সহ বিভিন্ন শহরে ব্যবসা করতেন । মাসে চারবার এই ডিম আসে । ব্যবসায়ীর অভিযোগ, তাঁর পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা । প্রথমে তাঁর উপর ছুরি দিয়ে হামলা চালানো হয় ৷ নিজেকে বাঁচাতে মাটিতে বসে পড়ে মোবাইল বের করার চেষ্টা করছিলেন রাজীব ৷ তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ এরপর ব্যবসায়ীর স্কুটি নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা ।
ডিমের গাড়ির চালক এম শ্রীনিবাস রাও বলেন, "খুব জোরে একটা শব্দ পেয়ে গিয়ে দেখি ব্যবসায়ী পড়ে আছেন । তাঁকে কাছেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । আজ তাঁর বাড়িতে লোকনাথের পুজো রয়েছে । হরিনাম সংকীর্তন হচ্ছিল । ডিমের গাড়ি ছেড়ে তারই প্রস্তুতির জন্য আজ ব্যস্ত ছিলেন ব্যবসায়ী । আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত তাঁর পরিবার ।"
স্থানীয় এক শ্রমিক গৌতম কর জানান, মুখে গামছা বাঁধা অবস্থায় 6 থেকে 7 জন দুষ্কৃতী এসে পথ আটকায় । এরপরে দুষ্কৃতীরা গুলি চালায় । তবে কী কারণে গুলি চালাল, তা এখনও স্পষ্ট করে বোঝা যাচ্ছে না । অনুমান করা হচ্ছে, অনেক সময় লুট করার চেষ্টায় দুষ্কৃতীরা হামলা চালায় । যদিও সকালের দিকে ওই ব্যবসায়ীর কাছে কোনও টাকা ছিল না ।
চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, ব্যবসায়ীর উপর আক্রমণের মোটিভ খোঁজার চেষ্টা চলছে । পাঁচ-ছয় জন দুষ্কৃতী ছিল বলে জানা গিয়েছে । ব্যবসায়ীর স্কুটিটি নিয়ে গিয়েছে তারা । খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।
আরও পড়ুন: ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানে চলল গুলি, মৃত মালিকের ছেলে