ETV Bharat / state

সরকারি জমি ভরাটের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে, তৃণমূল-বিজেপি তরজা - বেআইনি ভাবে জমি ভরাট

শ্রীরামপুর প্রভাসনগরে 53 একর সরকারি খাস জমিতে সিল্ক প্রিন্টিং হাবের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সেইমতো প্রস্তাবিত জমিতে কাজ শুরুর কথাও হয়েছিল । কিন্তু গতকাল রাত থেকে এলাকাবাসী দেখতে পান জেসিবি দিয়ে কিছু জমি ভরাট করার কাজ চলছে । আর তাতেই বাধা দেন এক তৃণমূল নেতা । কাজ বন্ধের ব্যবস্থা করা হয় ।

তৃণমূল বিজেপি তরজা
তৃণমূল বিজেপি তরজা
author img

By

Published : Apr 23, 2021, 4:59 PM IST

শ্রীরামপুর, 23 এপ্রিল : সরকারি খাস জমিতে বেআইনি ভরাটের অভিযোগ । সেই নিয়ে চাপানউতোর তৃণমূল এবং বিজেপির মধ্যে । শ্রীরামপুরে সিল্ক হাবের জমি বেআইনি ভাবে ভরাট ও দখলের চেষ্টার অভিযোগ ওঠে এক ব্যবসায়ীর বিরুদ্ধে । একইসঙ্গে ওঠে পৌরসভার সম্পত্তি ক্ষতির অভিযোগও ৷ আর তাতেই বাধা দেনএক তৃণমূল নেতা । কাজ বন্ধের ব্যবস্থা করা হয় । তবে ব্যবসায়ীর দাবি, তাঁর নিজস্ব জমিতেই ভরাটের কাজ হচ্ছে ।
শ্রীরামপুর প্রভাসনগরে 53 একর সরকারি খাস জমিতে সিল্ক প্রিন্টিং হাবের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সেইমতো প্রস্তাবিত জমিতে কাজ শুরুর কথাও হয়েছিল । কিন্তু গতকাল রাত থেকে এলাকাবাসী দেখতে পায় জেসিবি দিয়ে কিছু জমি ভরাট করার কাজ চলছে । ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা পিন্টু নাগের অভিযোগ, "বেআইনি ভাবে জমি ভরাট করে দখল চলছে । বেশ কিছুদিন ধরেই এই কাজ করছে কিছু অসাধু ব্যক্তি । আজ আমরা দেখতে পেয়ে জেসিবি আটকে পুলিশের হাতে তুলে দিই । বিষয়টি মহকুমা ও পৌর প্রশাসনকে জানান হয়েছে । আমরা চাই সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক । এলাকায় সিল্ক হাবের কাজ শুরু হবে । বেশ কিছু বেকারের কাজের সুযোগ তৈরি হবে । এর জন্য টাকাও বরাদ্দ করেছে সরকার ।"

সরকারি জমি ভরাটের অভিযোগ , কী বলছেন অভিযুক্ত-তৃণমূল-বিজেপি

আরও পড়ুন : অনুব্রত ও তাঁর চার আত্মীয়কে আয়কর নোটিস : সূত্র

অভিযুক্ত তাপস বিশ্বাস বলেন, "ব্যক্তি মালিকানার জমিতেই বালি দিয়ে ভরাটের কাজ চলছে ৷ কোনও সরকারি জমি করা হয়নি । ব্যক্তিগত কারণে ভুল তথ্য দিচ্ছেন প্রাক্তন কাউন্সিলর ।" অপরদিকে এই জমি বিবাদকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপিও ৷ বিজেপি নেতা পরাগ মিত্রের কটাক্ষ, "এখানেও কাটমানির বিষয় থাকতে পারে । যে জমি ভরাট করা হচ্ছে সেটা সরকারি না ব্যক্তি মালিকানার তা প্রশাসন দেখুক ।"

শ্রীরামপুর, 23 এপ্রিল : সরকারি খাস জমিতে বেআইনি ভরাটের অভিযোগ । সেই নিয়ে চাপানউতোর তৃণমূল এবং বিজেপির মধ্যে । শ্রীরামপুরে সিল্ক হাবের জমি বেআইনি ভাবে ভরাট ও দখলের চেষ্টার অভিযোগ ওঠে এক ব্যবসায়ীর বিরুদ্ধে । একইসঙ্গে ওঠে পৌরসভার সম্পত্তি ক্ষতির অভিযোগও ৷ আর তাতেই বাধা দেনএক তৃণমূল নেতা । কাজ বন্ধের ব্যবস্থা করা হয় । তবে ব্যবসায়ীর দাবি, তাঁর নিজস্ব জমিতেই ভরাটের কাজ হচ্ছে ।
শ্রীরামপুর প্রভাসনগরে 53 একর সরকারি খাস জমিতে সিল্ক প্রিন্টিং হাবের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সেইমতো প্রস্তাবিত জমিতে কাজ শুরুর কথাও হয়েছিল । কিন্তু গতকাল রাত থেকে এলাকাবাসী দেখতে পায় জেসিবি দিয়ে কিছু জমি ভরাট করার কাজ চলছে । ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা পিন্টু নাগের অভিযোগ, "বেআইনি ভাবে জমি ভরাট করে দখল চলছে । বেশ কিছুদিন ধরেই এই কাজ করছে কিছু অসাধু ব্যক্তি । আজ আমরা দেখতে পেয়ে জেসিবি আটকে পুলিশের হাতে তুলে দিই । বিষয়টি মহকুমা ও পৌর প্রশাসনকে জানান হয়েছে । আমরা চাই সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক । এলাকায় সিল্ক হাবের কাজ শুরু হবে । বেশ কিছু বেকারের কাজের সুযোগ তৈরি হবে । এর জন্য টাকাও বরাদ্দ করেছে সরকার ।"

সরকারি জমি ভরাটের অভিযোগ , কী বলছেন অভিযুক্ত-তৃণমূল-বিজেপি

আরও পড়ুন : অনুব্রত ও তাঁর চার আত্মীয়কে আয়কর নোটিস : সূত্র

অভিযুক্ত তাপস বিশ্বাস বলেন, "ব্যক্তি মালিকানার জমিতেই বালি দিয়ে ভরাটের কাজ চলছে ৷ কোনও সরকারি জমি করা হয়নি । ব্যক্তিগত কারণে ভুল তথ্য দিচ্ছেন প্রাক্তন কাউন্সিলর ।" অপরদিকে এই জমি বিবাদকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপিও ৷ বিজেপি নেতা পরাগ মিত্রের কটাক্ষ, "এখানেও কাটমানির বিষয় থাকতে পারে । যে জমি ভরাট করা হচ্ছে সেটা সরকারি না ব্যক্তি মালিকানার তা প্রশাসন দেখুক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.