ETV Bharat / state

BJP নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

BJP নেতার বাড়িতে ঢুকে বোমাবাজি ৷ অভিযোগ তৃণমূলের দিকে ৷ এলাকাতেও বোমাবাজি করার অভিযোগ ৷

তারকেশ্বর থানা
author img

By

Published : Oct 12, 2019, 1:05 PM IST

Updated : Oct 12, 2019, 3:20 PM IST

তারকেশ্বর, 12 অক্টোবর : এক BJP নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত বিরুদ্ধে । ঘটনাটি হুগলির তারকেশ্বরের সন্তোষপুরের গুড়েভাটা এলাকার । তারকেশ্বরের BJP নেতা লাল্টু বাগের বাড়িতে রাত দেড়টা নাগাদ একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি করে ৷ এলাকায় বোমা ফাটাতে ফাটাতে এলাকা ছাড়ে । অভিযোগ, এলাকায় দুর্নীতিমূলক কাজের প্রতিবাদ করার ফলেই তৃণমূল পরিকল্পনা মাফিক এই হামলা চালিয়েছে । এর আগেও লোকসভা ভোটের ফল বের হওয়ার পরই লাল্টুর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

লাল্টু বাগ বলেন, "বারবার আমার বাড়িতে বোমাবাজি করে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল । তারকেশ্বর এলাকায় BJP-র ব্যাপক বিস্তার হয়েছে ৷ সেই কারণেই BJP-কে দমানোর জন্য আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছে । রাত দেড়টা নাগাদ জনা 10-12 জন ছেলে এলাকায় ঢোকে ৷ তাদের চিনতে পারা যায়নি । ওরা আমার বাড়ির সামনে পর পর তিনটে বোমা ফাটায় । এরপর এলাকায় বোমা ফাটাতে ফাটাতে বেরিয়ে যায় ।" খবর পেয়ে ঘটনাস্থানে আসে তারকেশ্বর থানার পুলিশ ৷

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা এলাকার পঞ্চায়েত সদস্য আলোক কুমার ঘোষ ৷ তিনি বলেন, "আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে ৷ পুলিশ তদন্ত করুক ৷ BJP এলাকা অশান্ত করার জন্য এই সব নাটক করছে ৷ ওরা নিজেরাই বোমা ফাটিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে ।"

ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার টুকরো: দেখুন ভিডিয়ো

তারকেশ্বর, 12 অক্টোবর : এক BJP নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত বিরুদ্ধে । ঘটনাটি হুগলির তারকেশ্বরের সন্তোষপুরের গুড়েভাটা এলাকার । তারকেশ্বরের BJP নেতা লাল্টু বাগের বাড়িতে রাত দেড়টা নাগাদ একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি করে ৷ এলাকায় বোমা ফাটাতে ফাটাতে এলাকা ছাড়ে । অভিযোগ, এলাকায় দুর্নীতিমূলক কাজের প্রতিবাদ করার ফলেই তৃণমূল পরিকল্পনা মাফিক এই হামলা চালিয়েছে । এর আগেও লোকসভা ভোটের ফল বের হওয়ার পরই লাল্টুর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

লাল্টু বাগ বলেন, "বারবার আমার বাড়িতে বোমাবাজি করে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল । তারকেশ্বর এলাকায় BJP-র ব্যাপক বিস্তার হয়েছে ৷ সেই কারণেই BJP-কে দমানোর জন্য আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছে । রাত দেড়টা নাগাদ জনা 10-12 জন ছেলে এলাকায় ঢোকে ৷ তাদের চিনতে পারা যায়নি । ওরা আমার বাড়ির সামনে পর পর তিনটে বোমা ফাটায় । এরপর এলাকায় বোমা ফাটাতে ফাটাতে বেরিয়ে যায় ।" খবর পেয়ে ঘটনাস্থানে আসে তারকেশ্বর থানার পুলিশ ৷

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা এলাকার পঞ্চায়েত সদস্য আলোক কুমার ঘোষ ৷ তিনি বলেন, "আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে ৷ পুলিশ তদন্ত করুক ৷ BJP এলাকা অশান্ত করার জন্য এই সব নাটক করছে ৷ ওরা নিজেরাই বোমা ফাটিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে ।"

ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার টুকরো: দেখুন ভিডিয়ো
Intro:Body:বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।ঘটনা হুগলীর তারকেশ্বরের সন্তোষপুর অঞ্চলের গুড়েভাটা এলাকার।
তারকেশ্বরের বিজেপি নেতা লাল্টু বাগের বাড়িতে রাত সাড়ে একটা নাগাদ এক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি করে,এবং এলাকায় বোমা ফাটাতে ফাটাতে এলাকা ছাড়ে।অভিযোগ এলাকায় দুর্নীতি মূলক কাজের প্রতিবাদ করার ফলেই এই হামলা তৃণমূলের পরিকল্পনা মাফিক।এর আগেও লোকসভা ভোটের ফল বের হবার পরই তার বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বিজেপি নেতা লাল্টু বাগ বলেন বার বার আমার বাড়িতে বোমাবাজি করে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল।তারকেশ্বর এলাকায় বিজেপির ব্যাপক বিস্তার হয়েছে সেই কারণেই বিজেপি কে দমানোর জন্য আমার বাড়িতে বোমা বাজি করা হয়েছে।রাত একটা নাগাদ জনা দশ বারো ছেলে এলাকায় ঢোকে তাদের চিনতে পারা যায়নি।তারা আমার বাড়ির সামনে পর পর তিনটে বোমা ফাটায়।দুটি ফটলেও একটি ফটেনি।এর পর এলাকায় বোমা ফাটাতে ফাটাতে বেরিয়ে যায়।পুলিশ কে খবর দিলে তারকেশ্বর থানার পুলিশ বাড়িতে আসে
অন্য দিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা তথা এলাকার পঞ্চায়েত সদস্য আলোক কুমার ঘোষ বলেন আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে পুলিশ তদন্ত করুক কারা একাজ করেছে।
বিজেপি শ্রান্ত এলাকা অশান্ত করার জন্য এই সব নাটক করছে ওরা নিজেরাই বোমা ফাটিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে।

wb_hgl_01_tarakeswar_bjp bomb_copi_10007

B_1_লাল্টু বাগ(বিজেপি)
B_2_আলোক কুমার ঘোষ(তৃণমূল)Conclusion:
Last Updated : Oct 12, 2019, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.