ETV Bharat / state

রচপাল, অপরূপাদের খোঁজে পোস্টার তারকেশ্বরে

তারকেশ্বরের একাধিক এলাকায় ইতিমধ্যেই পোস্টার পড়েছে । পোস্টারে লেখা "কোরোনা উপদ্রবের পর থেকে এলাকার বিধায়ক ও সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না । কারও কাছে ঠিকানা জানা থাকলে দয়া করে জানাবেন ।"

ছবি
ছবি
author img

By

Published : Apr 21, 2020, 10:10 PM IST

তারকেশ্বর, 21 এপ্রিল : খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল বিধায়ক রচপাল সিং ও সাংসদ অপরূপা পোদ্দারকে । তাঁদের খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে তারকেশ্বরের একাধিক এলাকায় পোস্টারও পড়ল । সৌজন্য়ে BJP ।

লকডাউনের সময় তৃণমূল সাংসদ-বিধায়কদের ভূমিকাকে কটাক্ষ করে এলাকায় এলাকায় একাধিক পোস্টার দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে । তাদের দাবি, লকডাউনের শুরুর দিন থেকে এলাকায় দেখা যাচ্ছে না তৃণমূল বিধায়ক-সাংসদদের । অনেকে অনাহারে আছেন । অনেকে রেশন সামগ্রীও পাচ্ছেন না । কিন্তু তাঁদের কোনও পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ ।

image
BJP-র তরফে এলাকায় এলাকায় পোস্টার দেওয়া হয়েছে

এবিষয়ে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, "এই পরিস্থিতিতে তারকেশ্বরে দেখা মেলেনি বিধায়ক রচপাল সিংয়ের । সাধারণ মানুষ চাইছেন, তিনি এসে সবার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন। এলাকার অনেকেই খেতে পাচ্ছেন না । এমনকী অনেকে রেশনও পাচ্ছেন না। সাংসদ অপরুপা পোদ্দারকেও এলাকায় দেখা যাচ্ছে না। আমরা চাই তাঁরা দু'জনেই এলাকায় এসে সাধরণ মানুষের পাশে দাঁড়াক।"

যদিও BJP-র এই পোস্টার লাগানোকে পাত্তা দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, "সাংসদ এবং বিধায়কের নির্দেশমতো কাজ করছি আমরা । দল-মত নির্বিশেষে এই দুর্দিনে প্রত্যেকের পাশে আছে রাজ্য সরকার । মানুষের পাশে থেকে সবরকম সহযোগিতা করছে দল। লকডাউন চলাকালীন একটা মানুষও যাতে অভুক্ত না থাকে তা দেখার জন্য আমরা সর্বদা সচেষ্ট ।"

তারকেশ্বর, 21 এপ্রিল : খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল বিধায়ক রচপাল সিং ও সাংসদ অপরূপা পোদ্দারকে । তাঁদের খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে তারকেশ্বরের একাধিক এলাকায় পোস্টারও পড়ল । সৌজন্য়ে BJP ।

লকডাউনের সময় তৃণমূল সাংসদ-বিধায়কদের ভূমিকাকে কটাক্ষ করে এলাকায় এলাকায় একাধিক পোস্টার দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে । তাদের দাবি, লকডাউনের শুরুর দিন থেকে এলাকায় দেখা যাচ্ছে না তৃণমূল বিধায়ক-সাংসদদের । অনেকে অনাহারে আছেন । অনেকে রেশন সামগ্রীও পাচ্ছেন না । কিন্তু তাঁদের কোনও পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ ।

image
BJP-র তরফে এলাকায় এলাকায় পোস্টার দেওয়া হয়েছে

এবিষয়ে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, "এই পরিস্থিতিতে তারকেশ্বরে দেখা মেলেনি বিধায়ক রচপাল সিংয়ের । সাধারণ মানুষ চাইছেন, তিনি এসে সবার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন। এলাকার অনেকেই খেতে পাচ্ছেন না । এমনকী অনেকে রেশনও পাচ্ছেন না। সাংসদ অপরুপা পোদ্দারকেও এলাকায় দেখা যাচ্ছে না। আমরা চাই তাঁরা দু'জনেই এলাকায় এসে সাধরণ মানুষের পাশে দাঁড়াক।"

যদিও BJP-র এই পোস্টার লাগানোকে পাত্তা দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, "সাংসদ এবং বিধায়কের নির্দেশমতো কাজ করছি আমরা । দল-মত নির্বিশেষে এই দুর্দিনে প্রত্যেকের পাশে আছে রাজ্য সরকার । মানুষের পাশে থেকে সবরকম সহযোগিতা করছে দল। লকডাউন চলাকালীন একটা মানুষও যাতে অভুক্ত না থাকে তা দেখার জন্য আমরা সর্বদা সচেষ্ট ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.