আরামবাগ , 27 অক্টোবর : কর্মীর মৃত্যুর প্রতিবাদে 30 অক্টোবর আরামবাগ বিধানসভা বনধের ডাক দিল BJP ৷ আজ সকালে আরামবাগের কালিপুর এলাকায় তিন BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম BJP কর্মী শেখ আমির আলীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে ভরতি করা হয় । আজ দুপুরে তাঁর মৃত্যু হয় । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 3 জন ৷
শেখ আমির আলির মৃত্যুর খবর আরামবাগে পৌঁছলে BJP কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে ৷ BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে কালিপুরে মোড়ে রাস্তা অবরোধ করে কর্মীরা । পরে আরামবাগ থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে৷
আজ সকালে কালিপুর এলাকার একটি চায়ের দোকানে তিন BJP কর্মী বসেছিলেন ৷ হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে ৷ বাঁশ, রড দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিন BJP কর্মী ৷ স্থানীয় মানুষ প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷
এর পর জখম তিন জনকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এদিকে গুরুতর জখম শেখ আমির আলিকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় । দুপুরে তিনি মারা যান । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।