ETV Bharat / state

কর্মীর মৃত্যুর প্রতিবাদে আরামবাগ বনধ ডাক BJP-র - BJp Worker death

কালিপুর এলাকার একটি চায়ের দোকানে তিন BJP কর্মী বসেছিলেন ৷ হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে ৷ বাঁশ, রড দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিন BJP কর্মী ৷ স্থানীয় মানুষ প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷

bjp
author img

By

Published : Oct 27, 2019, 11:02 PM IST

আরামবাগ , 27 অক্টোবর : কর্মীর মৃত্যুর প্রতিবাদে 30 অক্টোবর আরামবাগ বিধানসভা বনধের ডাক দিল BJP ৷ আজ সকালে আরামবাগের কালিপুর এলাকায় তিন BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম BJP কর্মী শেখ আমির আলীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে ভরতি করা হয় । আজ দুপুরে তাঁর মৃত্যু হয় । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 3 জন ৷

শেখ আমির আলির মৃত্যুর খবর আরামবাগে পৌঁছলে BJP কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে ৷ BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে কালিপুরে মোড়ে রাস্তা অবরোধ করে কর্মীরা । পরে আরামবাগ থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে৷

আজ সকালে কালিপুর এলাকার একটি চায়ের দোকানে তিন BJP কর্মী বসেছিলেন ৷ হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে ৷ বাঁশ, রড দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিন BJP কর্মী ৷ স্থানীয় মানুষ প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷

এর পর জখম তিন জনকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এদিকে গুরুতর জখম শেখ আমির আলিকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় । দুপুরে তিনি মারা যান । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

আরামবাগ , 27 অক্টোবর : কর্মীর মৃত্যুর প্রতিবাদে 30 অক্টোবর আরামবাগ বিধানসভা বনধের ডাক দিল BJP ৷ আজ সকালে আরামবাগের কালিপুর এলাকায় তিন BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম BJP কর্মী শেখ আমির আলীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে ভরতি করা হয় । আজ দুপুরে তাঁর মৃত্যু হয় । ঘটনায় গ্রেপ্তার হয়েছে 3 জন ৷

শেখ আমির আলির মৃত্যুর খবর আরামবাগে পৌঁছলে BJP কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে ৷ BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে কালিপুরে মোড়ে রাস্তা অবরোধ করে কর্মীরা । পরে আরামবাগ থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে৷

আজ সকালে কালিপুর এলাকার একটি চায়ের দোকানে তিন BJP কর্মী বসেছিলেন ৷ হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে ৷ বাঁশ, রড দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিন BJP কর্মী ৷ স্থানীয় মানুষ প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷

এর পর জখম তিন জনকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এদিকে গুরুতর জখম শেখ আমির আলিকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় । দুপুরে তিনি মারা যান । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

Intro:Body:আজ সকালে আরামবাগের কালিপুর এলাকায় তিন বিজেপি কর্মী কে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মী সেখ আমির আলী (২৫)কে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুপুরে তার মৃত্যু হয়।বিজেপি কর্মীর মৃত্যুর খবর চাউর হতেই আরামবাগের কালিপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।কালিপুরে মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।দোষীদের গ্রেপ্তারের দাবিতে এখনো পথ অবরোধ চলছে।

অভিযোগ আজ সকালে কালিপুর এলাকায় চায়ের দোকানে তিন বিজেপি কর্মী নিজেদের মধ্যে গল্প করছিলেন হটাৎই বেশ কয়েক জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের ঘিরে ধোরে বাঁশ,সোড, রড দিয়ে ব্যাপক মারধোর শুরু করে। তিন বিজেপি কর্মী রাস্তায় লুটিয়ে পড়লে এলাকা ছেড়ে পালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।স্থানীয়রা আহত তিন বিজেপি কর্মীকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করে।এক জনকে প্রথমিম চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।শেখ আমির আলীকে আশঙ্কা জনক অবস্থায় কোলাকতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।দুপুরে তিনি মারা যান।

যদিও এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয় বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

wb_hgl_01_arambagh_bjp_death_vikkhov_copi_10007Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.