আরামবাগ, 1 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ও ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠল ৷ ঘটনায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা । আরামবাগ থানার বাতানল অঞ্চলের ষষ্ঠীপুর এলাকার ঘটনা ।
তৃণমূল কর্মীদের অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে ষষ্ঠীপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স ও ব্যানার ছিড়ে ফেলে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনায় আজ সকালে মুথাডাঙ্গা বর্ধমান রাজ্য সড়কের ষষ্ঠীপুর এলাকায় তৃণমূল কর্মীরা অবরোধ করেন । তাঁদের দাবি, দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ।
আরও পড়ুন, ইভিএম বিকলে চক্রান্ত দেখছেন সায়ন্তিকা, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী
পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন তৃণমূল কর্মীরা । যদিও, অভিযোগ অস্বীকার করেছে আরামবাগের বিজেপি নেতৃত্ব ।