ETV Bharat / state

মঙ্গলে ভোট দেবে হুগলি, তুঙ্গে ভোটকর্মীদের ব্যস্ততা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

মঙ্গলবার রাজ্য়ে তৃতীয় দফার ভোট ৷ এই পর্বে ভোট হবে হুগলি জেলার আটটি বিধানসভা আসনে ৷ তাই ব্য়স্ততা তুঙ্গে ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ৷

bengal election 2021_wb_hgl_arambagh_10014
মঙ্গলে ভোট দেবে হুগলি, তুঙ্গে ভোটকর্মীদের ব্যস্ততা
author img

By

Published : Apr 5, 2021, 7:22 PM IST

হুগলি, 5 এপ্রিল : রাত পোহালেই তৃতীয় দফার ভোট হবে রাজ্য়ে ৷ এই দফায় ভোটগ্রহণ করা হবে হুগলি জেলার আটটি বিধানসভা আসনেও ৷ শেষ মুহূর্তে তাই প্রস্তুতি তুঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ৷

সোমবার বিভিন্ন ডিসিআর সেন্টার থেকে ভোটকর্মীরা একে একে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন ৷ অন্যদিকে, তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর মধ্যেও ৷ ইতিমধ্যেই জেলাজুড়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বাহিনীর সদস্যদের ৷ এদিন বাসে করে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্র লাগোয়া ক্য়াম্পগুলিতে বাহিনীর জওয়ানদের পৌঁছতে দেখা যায় ৷

আরও পড়ুন : রাত পোহালে দফা তিন, বিষ্ণুপুরে ব্যস্ত ভোটকর্মীরা

জেলা প্রশাসন সূত্রে খবর, ভোট ঘিরে যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন, তাও নিশ্চিত করছে প্রশাসন ৷

হুগলি, 5 এপ্রিল : রাত পোহালেই তৃতীয় দফার ভোট হবে রাজ্য়ে ৷ এই দফায় ভোটগ্রহণ করা হবে হুগলি জেলার আটটি বিধানসভা আসনেও ৷ শেষ মুহূর্তে তাই প্রস্তুতি তুঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ৷

সোমবার বিভিন্ন ডিসিআর সেন্টার থেকে ভোটকর্মীরা একে একে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন ৷ অন্যদিকে, তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর মধ্যেও ৷ ইতিমধ্যেই জেলাজুড়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বাহিনীর সদস্যদের ৷ এদিন বাসে করে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্র লাগোয়া ক্য়াম্পগুলিতে বাহিনীর জওয়ানদের পৌঁছতে দেখা যায় ৷

আরও পড়ুন : রাত পোহালে দফা তিন, বিষ্ণুপুরে ব্যস্ত ভোটকর্মীরা

জেলা প্রশাসন সূত্রে খবর, ভোট ঘিরে যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন, তাও নিশ্চিত করছে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.