ETV Bharat / state

কোন্নগরে "তৃণমূলের লোক" পরিচয়ে দম্পতির গাড়ি আটকে হামলা

কোন্নগর গলাপোলের কাছে দম্পতির গাড়ি আটকানোর চেষ্টা করে মোটর সাইকেল আরোহী 3 যুবক ।

Attack on couple in Konnagar
Attack on couple in Konnagar
author img

By

Published : Oct 22, 2020, 7:34 PM IST

কোন্নগর, 22 অক্টোবর : ডাক্তার দেখিয়ে ফেরার পথে কয়েকজন মদ্যপ যুবক মারধর করে কোন্নগরের এক দম্পতিকে ৷ ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি । ঘটনায় আহত হন পার্থ দে ৷ তাঁকে উত্তরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । পার্থবাবুর স্ত্রীও অল্প আহত হন ৷ এই ঘটনায় ইতিমধ্যে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

জানা গিয়েছে, পঞ্চমীর রাতে নবগ্রাম থেকে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন কোন্নগর জোড়াপুকুরের বাসিন্দা পার্থ দে । কোন্নগর গলাপোলের কাছে তাঁদের গাড়িটিকে আটকানোর চেষ্টা করে মোটর সাইকেল আরোহী 3 যুবক । যদিও গাড়ি চালিয়ে প্রায় বাড়ির কাছে পৌঁছে যান পার্থবাবু । এরপরও ধাওয়া করে পার্থবাবুর গাড়ি আটকায় যুবকেরা । গাড়ির কাচ ভাঙচুর করে তারা । এমনকী পার্থবাবুকে জোর করে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । স্ত্রী বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় যুবকেরা । সেইসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে । গাড়ির চাবি, মানিব্যাগ কেড়ে নেওয়া হয় । দম্পতির চিৎকারে এলাকার লোকজন জড়ো হয় । খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশও হাজির হয় ঘটনাস্থানে । গ্রেপ্তার করা হয় 3 অভিযুক্তকে ৷

ঘটনায় আহত পার্থ দে বলেন, "যুবকরা মদ্যপ ছিল । তারা তৃণমূলের লোক বলে পরিচয় দেয় । গালিগালাজ করতে থাকে । এই ধরনের অবস্থায় কোনওদিন পড়িনি ।"

উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, "ঘটনাটি নিন্দনীয় ৷ তবে এর সঙ্গে তৃণমূলের যোগ নেই । খোঁজ নিয়ে জেনেছি যারা অভিযুক্ত তারা তৃণমূলের কেউ নয় ।"

কোন্নগর, 22 অক্টোবর : ডাক্তার দেখিয়ে ফেরার পথে কয়েকজন মদ্যপ যুবক মারধর করে কোন্নগরের এক দম্পতিকে ৷ ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি । ঘটনায় আহত হন পার্থ দে ৷ তাঁকে উত্তরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । পার্থবাবুর স্ত্রীও অল্প আহত হন ৷ এই ঘটনায় ইতিমধ্যে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

জানা গিয়েছে, পঞ্চমীর রাতে নবগ্রাম থেকে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন কোন্নগর জোড়াপুকুরের বাসিন্দা পার্থ দে । কোন্নগর গলাপোলের কাছে তাঁদের গাড়িটিকে আটকানোর চেষ্টা করে মোটর সাইকেল আরোহী 3 যুবক । যদিও গাড়ি চালিয়ে প্রায় বাড়ির কাছে পৌঁছে যান পার্থবাবু । এরপরও ধাওয়া করে পার্থবাবুর গাড়ি আটকায় যুবকেরা । গাড়ির কাচ ভাঙচুর করে তারা । এমনকী পার্থবাবুকে জোর করে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । স্ত্রী বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় যুবকেরা । সেইসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে । গাড়ির চাবি, মানিব্যাগ কেড়ে নেওয়া হয় । দম্পতির চিৎকারে এলাকার লোকজন জড়ো হয় । খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশও হাজির হয় ঘটনাস্থানে । গ্রেপ্তার করা হয় 3 অভিযুক্তকে ৷

ঘটনায় আহত পার্থ দে বলেন, "যুবকরা মদ্যপ ছিল । তারা তৃণমূলের লোক বলে পরিচয় দেয় । গালিগালাজ করতে থাকে । এই ধরনের অবস্থায় কোনওদিন পড়িনি ।"

উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, "ঘটনাটি নিন্দনীয় ৷ তবে এর সঙ্গে তৃণমূলের যোগ নেই । খোঁজ নিয়ে জেনেছি যারা অভিযুক্ত তারা তৃণমূলের কেউ নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.