ETV Bharat / state

Allegation of Gang Rape in Hooghly : কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4 - Konnagar Gang Rape

কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল (Allegation of Gang Rape in Konnagar)। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 4 জন ৷

Allegation of Gang Rape of a young girl in Hooghly Konnagar
Allegation of Rape in Hooghly
author img

By

Published : Apr 21, 2022, 2:58 PM IST

Updated : Apr 21, 2022, 4:33 PM IST

হুগলি, 21 এপ্রিল : এবার কোন্নগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল (Allegation of Gang Rape of a young girl in Hooghly) । অন্তরঙ্গ ভিডিয়ো তুলে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই তরুণীর । হুগলির উত্তরপাড়া থানার পুলিশ এই ঘটনায় চারজন যুবককে গ্রেফতার করেছে ।

অভিযোগ, গত 1 মার্চ এলাকারই এক যুবক তরুণীকে ধর্ষণ করে ভিডিয়ো তুলে রাখে । সেই ভিডিয়ো দেখিয়ে বাকি অভিযুক্তরাও ধর্ষণ করে । পরে ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় । এরপর তরুণীর পরিবার পুলিশে অভিযোগ জানায় । অভিযুক্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা নামে এলাকারই চারজনকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ (Police arrested four persons)।

শ্রীরামপুর মহিলা থানায় তরুণীর পরিবার অভিযোগ জানায় । ঘটনার খবর স্থানীয় কোন্নগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে বেবির কাছে পৌঁছায় । তৃণমূল কাউন্সিলর এবারের মত অভিযুক্তদের ছেড়ে দিতে বলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি গতকালই ঘটনার কথা জেনেছেন । তাঁকে কেউ এবিষয়ে কিছু জানায়নি । পুলিশ অভিযুক্তদের ধরেছে তাঁদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে । কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে । গতকাল অভিযোগ পাওয়ার পর পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে । এতে আমাদের কোনও ব্যাপার নেই । আইন আইনের পথে চলবে ।"

তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, "পুলিশ এসব ব্যাপারে সক্রিয় আছে ৷ যাঁরা অপরাধ করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে দলকে বদনাম করতে । যাঁরা অপরাধ করবে তাঁরা কেউ ছাড়া পাবে না সে যে দলেরই হোক । বেহালার ঘটনায় যুব তৃণমূল নেতাও গ্রেফতার হয়েছে ।"

ঘটনার গুরুত্ব বুঝে চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ আজ সকালে শ্রীরামপুর মহিলা থানায় পৌঁছে যান । তদন্তকারীদের সঙ্গে কথা বলেন । কমিশনার বলেন, "গতকাল রাতে একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে । সেই অনুযায়ী তদন্ত চলছে । ভিডিয়োর কথা শুনেছি তবে এখনও সেটি হাতে পায়নি ।"

ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অভিযোগকারী তরুণীর ও তাঁর মায়ের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4

আরও পড়ুন : Allegation of Gang Rape in Malda : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

হুগলি, 21 এপ্রিল : এবার কোন্নগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল (Allegation of Gang Rape of a young girl in Hooghly) । অন্তরঙ্গ ভিডিয়ো তুলে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই তরুণীর । হুগলির উত্তরপাড়া থানার পুলিশ এই ঘটনায় চারজন যুবককে গ্রেফতার করেছে ।

অভিযোগ, গত 1 মার্চ এলাকারই এক যুবক তরুণীকে ধর্ষণ করে ভিডিয়ো তুলে রাখে । সেই ভিডিয়ো দেখিয়ে বাকি অভিযুক্তরাও ধর্ষণ করে । পরে ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় । এরপর তরুণীর পরিবার পুলিশে অভিযোগ জানায় । অভিযুক্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা নামে এলাকারই চারজনকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ (Police arrested four persons)।

শ্রীরামপুর মহিলা থানায় তরুণীর পরিবার অভিযোগ জানায় । ঘটনার খবর স্থানীয় কোন্নগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে বেবির কাছে পৌঁছায় । তৃণমূল কাউন্সিলর এবারের মত অভিযুক্তদের ছেড়ে দিতে বলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি গতকালই ঘটনার কথা জেনেছেন । তাঁকে কেউ এবিষয়ে কিছু জানায়নি । পুলিশ অভিযুক্তদের ধরেছে তাঁদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে । কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে । গতকাল অভিযোগ পাওয়ার পর পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে । এতে আমাদের কোনও ব্যাপার নেই । আইন আইনের পথে চলবে ।"

তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, "পুলিশ এসব ব্যাপারে সক্রিয় আছে ৷ যাঁরা অপরাধ করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে দলকে বদনাম করতে । যাঁরা অপরাধ করবে তাঁরা কেউ ছাড়া পাবে না সে যে দলেরই হোক । বেহালার ঘটনায় যুব তৃণমূল নেতাও গ্রেফতার হয়েছে ।"

ঘটনার গুরুত্ব বুঝে চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ আজ সকালে শ্রীরামপুর মহিলা থানায় পৌঁছে যান । তদন্তকারীদের সঙ্গে কথা বলেন । কমিশনার বলেন, "গতকাল রাতে একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে । সেই অনুযায়ী তদন্ত চলছে । ভিডিয়োর কথা শুনেছি তবে এখনও সেটি হাতে পায়নি ।"

ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অভিযোগকারী তরুণীর ও তাঁর মায়ের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4

আরও পড়ুন : Allegation of Gang Rape in Malda : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

Last Updated : Apr 21, 2022, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.