ETV Bharat / state

Chinsurah TMC MLA: বিজেপি কর্মীদের লাঠিপেটা করলেন তৃণমূল বিধায়ক !

বিজেপি'র অভিযোগ, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শুক্রবার তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয় ৷ পালটা তৃণমূল বিধায়কের অভিযোগ, তাঁকে নিগৃহ করা হয়েছে (allegation against Chinsurah TMC MLA)৷

chinsurah tmc mla
চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার
author img

By

Published : Aug 5, 2022, 9:50 PM IST

Updated : Aug 5, 2022, 10:19 PM IST

চুঁচুড়া, 5 অগস্ট: একদল বিজেপি কর্মীর দিকে মারমুখী মেজাজে তেড়ে যাচ্ছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ কখনও লাঠি দিয়ে মারছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের ৷ কখনও বা চালাচ্ছেন ঘুসি, লাগাচ্ছেন থাপ্পড় ৷ শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার সাক্ষী থাকল চুঁচুড়ার খাদিনা মোড় ৷ ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে (allegation against TMC MLA Asit Majumdar of beating BJP supporters) ৷

বিজেপি'র অভিযোগ, বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এদিন তাদের মিছিলে হামলা চালানো হয় ৷ লাঠিপেটা করা হয় তাদের কর্মীদের ৷ তৃণমূল পার্টি অফিস থেকে বেরিয়ে বিধায়ক এই মারধরের নেতৃত্ব দেন ৷ বিধায়ক তৃণমূল কর্মীদের নির্দেশ দেন বিজেপি কর্মীদের মারধর করতে । বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদারের অভিযোগ, বিজেপির মিছিল চলাকালীন বিধায়ক অসিত মজুমদার কর্মীদের মারধর করেন ৷ শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এদিন হামলা চালায় তৃণমূল ৷ বিধায়ক নিজে লাঠি নিয়ে কয়েকজনকে পেটান ।

বিজেপি কর্মীদের লাঠিপেটা করলেন তৃণমূল বিধায়ক !

আরও পড়ুন: পার্থর এখন 108 !

তবে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পালটা অভিযোগ, বিজেপি কর্মীরা এদিন তাঁর গাড়ি আটকে তাঁকে নিগ্রহের চেষ্টা করেন ৷ তিনি আরও জানান, এদিন যখন তিনি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়ি আটকে হেনস্থা করা হয় । খাদিনা মোড় তৃণমূল পার্টি অফিসে সেসময় মিটিং চলছিল ৷ বিধায়ককে আক্রান্ত হতে দেখে তৃণমূল কর্মীরা বেরিয়ে আসেন । বিজেপি কর্মীদের মেরে এলাকা ছাড়া করা হয় । অসিত মজুমদারের দাবি, বিজেপি মিছিল থেকে তপন চোর ও পিসি-ভাইপো চোর বলে, স্লোগান দেওয়া হয় ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয় ৷

চুঁচুড়া, 5 অগস্ট: একদল বিজেপি কর্মীর দিকে মারমুখী মেজাজে তেড়ে যাচ্ছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ কখনও লাঠি দিয়ে মারছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের ৷ কখনও বা চালাচ্ছেন ঘুসি, লাগাচ্ছেন থাপ্পড় ৷ শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার সাক্ষী থাকল চুঁচুড়ার খাদিনা মোড় ৷ ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে (allegation against TMC MLA Asit Majumdar of beating BJP supporters) ৷

বিজেপি'র অভিযোগ, বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এদিন তাদের মিছিলে হামলা চালানো হয় ৷ লাঠিপেটা করা হয় তাদের কর্মীদের ৷ তৃণমূল পার্টি অফিস থেকে বেরিয়ে বিধায়ক এই মারধরের নেতৃত্ব দেন ৷ বিধায়ক তৃণমূল কর্মীদের নির্দেশ দেন বিজেপি কর্মীদের মারধর করতে । বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদারের অভিযোগ, বিজেপির মিছিল চলাকালীন বিধায়ক অসিত মজুমদার কর্মীদের মারধর করেন ৷ শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এদিন হামলা চালায় তৃণমূল ৷ বিধায়ক নিজে লাঠি নিয়ে কয়েকজনকে পেটান ।

বিজেপি কর্মীদের লাঠিপেটা করলেন তৃণমূল বিধায়ক !

আরও পড়ুন: পার্থর এখন 108 !

তবে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পালটা অভিযোগ, বিজেপি কর্মীরা এদিন তাঁর গাড়ি আটকে তাঁকে নিগ্রহের চেষ্টা করেন ৷ তিনি আরও জানান, এদিন যখন তিনি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে ফিরছিলেন, সেই সময় তাঁর গাড়ি আটকে হেনস্থা করা হয় । খাদিনা মোড় তৃণমূল পার্টি অফিসে সেসময় মিটিং চলছিল ৷ বিধায়ককে আক্রান্ত হতে দেখে তৃণমূল কর্মীরা বেরিয়ে আসেন । বিজেপি কর্মীদের মেরে এলাকা ছাড়া করা হয় । অসিত মজুমদারের দাবি, বিজেপি মিছিল থেকে তপন চোর ও পিসি-ভাইপো চোর বলে, স্লোগান দেওয়া হয় ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয় ৷

Last Updated : Aug 5, 2022, 10:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.