ETV Bharat / state

Furfura panchayat Agitation : প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েতে তালা দিলেন গ্রামবাসীরা - Agitation at Furfura gram panchayat over corruption charges against Pradhan

ফুরফুরায় পঞ্চায়েত প্রধান শামিম আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সরব পীরজাদাদের একাংশ ও গ্রামবাসীরা ৷ রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ ফুরফুরা উন্নয়ন পর্ষদের বৈঠকে দুর্নীতিগ্রস্তদের ডাকা এবং পীরজাদাদের তৈরি 19 জনের তালিকার বাইরে মোট 48 জনকে বৈঠকে ডাকার প্রতিবাদে ফুরফুরার গ্রামবাসীরা তিন জায়গায় জেসিবি দিয়ে পাকা রাস্তা কেটে দেয়। যার জেরে বন্ধ হয়ে যায় শ্রীরামপুর জাঙ্গিপাড়া 31 নম্বর রুটের যান চলাচাল (Furfura panchayat Agitation) ৷

Furfura Sharif
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েতে তালা দিলেন গ্রামবাসীরা
author img

By

Published : May 17, 2022, 7:40 AM IST

Updated : May 17, 2022, 9:49 AM IST

হুগলি, 17 মে: পঞ্চায়েত প্রধান শামিম আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতে তালা দিলেন এলাকাবাসী ৷ সোমবার রাস্তা কেটে বিক্ষোভে সামিল হন পীরজাদা একাংশ ও গ্রামবাসীরা ৷ ফুরফুরা উন্নয়ন পর্ষদের বৈঠকে দুর্নীতিগ্রস্ত 48 জনকে বৈঠকে ডাকার প্রতিবাদে গ্রামবাসীরা ডেসিবি দিয়ে রাস্তা কেটে বিক্ষোভ দেখান ৷ এই বৈঠকে পীরজাদাদের তৈরি করা তালিকা অনুয়ায়ী মাত্র 19জন উপস্থিত থাকতে পারবন এই বৈঠকে ৷ সেই তালিকায় প্রধান শামিম আহমেদের নাম থাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ৷ গ্রামবাসীদের রাস্তা কেটে বিক্ষোভের জেরে 31 নম্বররুটে যান চলাচল বন্ধ হয়ে যায় (Furfura panchayat Agitation) ৷

পীরজাদাদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ভাবছে পঞ্চায়েত প্রধান শামিম আহমেদ ৷ তাই তাকে দায়িত্ব থেকে সরাতে হবে ৷ তা না হলে কোনও উন্নতি হবে না ৷ ফুরফুরা শরিফে উন্নয়নের জন্য ফুরফুরা উন্নয়ন পর্ষদ বা এফএসডিএ গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই পর্ষদে প্রথমে কয়েকজন সরকারি আধিকারীক ও জনপ্রতিনিধিদের রাখা হয় । গত এক বছর কোনও কমিটি নেই ফুরফুরায় । ফুরফুরার প্রধান শামিম আহমেদের বিরুদ্ধে উন্নয়ন পর্ষদের টাকা তছরুপ করার অভিযোগ পীরজাদাদের একাংশের ।

আরও পড়ুন : Gyanvapi Masjid Case : শিবলিঙ্গ মেলার খবর, জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করার নির্দেশ আদালতের

কয়েকদিন আগে পীরজাদাদের একাংশ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে 19 জনের নামের একটি তালিকা দিয়ে আসেন যারা উন্নয়ন পর্ষদে থাকবেন। উন্নয়ন পর্ষদের কাজ নিয়ে কিছু অভিযোগ আসায় জেলা শাসক ফুরফুরার সব পীরজাদা ও এলাকার সব জন প্রতিনিধিকে নিয়ে বৈঠক ডাকেন । আগামী 19 তারিখ সেই বৈঠক হওয়ার কথা জাঙ্গিপাড়ার পিএইচই গেস্ট হাউসে । মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া তালিকা অনুয়ায়ী 19 জনে ডাকা হয় উন্নয়ন পরিষদের বৈঠকে যোগ দিতে । সেই তালিকা সামনে আসতেই ক্ষোভে প্রকাশ করেন গ্রামবাসীরা । এই তালিকাতেই নাম আছে ফুরফুরার প্রধান শামিম আহমেদের ।

দুর্নীতির অভিযোগে ফুরফুরা পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীর

শামিমের বিরুদ্ধে কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে পোস্টার পরেছিল ফুরফুরা এলাকায়। সেই প্রধানকে কেন ডাকা হবে উন্নয়ন পর্ষদের বৈঠকে ? এই নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী ৷ এরপরেই সোমবার সন্ধ্যায় ফুরফুরা প্রধান মাজারের সামনে,পীরজাদা ত্বহা সিদ্দিকীর পুরনো বাড়ির সামনে এবং তালতলা হাট সহ তিন জায়গায় পিচ রাস্তা কেটে দেওয়া হয় । ক্ষুব্ধ এলাকাবাসীরা এরপর ফুরফুরা পঞ্চায়েতে তালা দিয়ে দেয়। এই প্রসঙ্গেই বিক্ষোভকারী পীরজাদাদের দাবি দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরাতে হবে।

পীরজাদা কাসেম সিদ্দিকী বলেন, ‘‘ফুরফুরা শরীফের প্রধান দুর্নীতি করার পরও কমিটির মধ্যে রাখা হয়েছে । মানুষ ক্ষিপ্ত । বারবার জেলা প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি । প্রধানের জন্য শাসকদলের ক্ষতি হচ্ছে । প্রধান সরাতে হবে এমনি দাবি গ্রামবাসীদের ।" বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাঙ্গিপাড়া থানার পুলিশ ।

হুগলি, 17 মে: পঞ্চায়েত প্রধান শামিম আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতে তালা দিলেন এলাকাবাসী ৷ সোমবার রাস্তা কেটে বিক্ষোভে সামিল হন পীরজাদা একাংশ ও গ্রামবাসীরা ৷ ফুরফুরা উন্নয়ন পর্ষদের বৈঠকে দুর্নীতিগ্রস্ত 48 জনকে বৈঠকে ডাকার প্রতিবাদে গ্রামবাসীরা ডেসিবি দিয়ে রাস্তা কেটে বিক্ষোভ দেখান ৷ এই বৈঠকে পীরজাদাদের তৈরি করা তালিকা অনুয়ায়ী মাত্র 19জন উপস্থিত থাকতে পারবন এই বৈঠকে ৷ সেই তালিকায় প্রধান শামিম আহমেদের নাম থাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ৷ গ্রামবাসীদের রাস্তা কেটে বিক্ষোভের জেরে 31 নম্বররুটে যান চলাচল বন্ধ হয়ে যায় (Furfura panchayat Agitation) ৷

পীরজাদাদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ভাবছে পঞ্চায়েত প্রধান শামিম আহমেদ ৷ তাই তাকে দায়িত্ব থেকে সরাতে হবে ৷ তা না হলে কোনও উন্নতি হবে না ৷ ফুরফুরা শরিফে উন্নয়নের জন্য ফুরফুরা উন্নয়ন পর্ষদ বা এফএসডিএ গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই পর্ষদে প্রথমে কয়েকজন সরকারি আধিকারীক ও জনপ্রতিনিধিদের রাখা হয় । গত এক বছর কোনও কমিটি নেই ফুরফুরায় । ফুরফুরার প্রধান শামিম আহমেদের বিরুদ্ধে উন্নয়ন পর্ষদের টাকা তছরুপ করার অভিযোগ পীরজাদাদের একাংশের ।

আরও পড়ুন : Gyanvapi Masjid Case : শিবলিঙ্গ মেলার খবর, জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করার নির্দেশ আদালতের

কয়েকদিন আগে পীরজাদাদের একাংশ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে 19 জনের নামের একটি তালিকা দিয়ে আসেন যারা উন্নয়ন পর্ষদে থাকবেন। উন্নয়ন পর্ষদের কাজ নিয়ে কিছু অভিযোগ আসায় জেলা শাসক ফুরফুরার সব পীরজাদা ও এলাকার সব জন প্রতিনিধিকে নিয়ে বৈঠক ডাকেন । আগামী 19 তারিখ সেই বৈঠক হওয়ার কথা জাঙ্গিপাড়ার পিএইচই গেস্ট হাউসে । মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া তালিকা অনুয়ায়ী 19 জনে ডাকা হয় উন্নয়ন পরিষদের বৈঠকে যোগ দিতে । সেই তালিকা সামনে আসতেই ক্ষোভে প্রকাশ করেন গ্রামবাসীরা । এই তালিকাতেই নাম আছে ফুরফুরার প্রধান শামিম আহমেদের ।

দুর্নীতির অভিযোগে ফুরফুরা পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীর

শামিমের বিরুদ্ধে কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে পোস্টার পরেছিল ফুরফুরা এলাকায়। সেই প্রধানকে কেন ডাকা হবে উন্নয়ন পর্ষদের বৈঠকে ? এই নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী ৷ এরপরেই সোমবার সন্ধ্যায় ফুরফুরা প্রধান মাজারের সামনে,পীরজাদা ত্বহা সিদ্দিকীর পুরনো বাড়ির সামনে এবং তালতলা হাট সহ তিন জায়গায় পিচ রাস্তা কেটে দেওয়া হয় । ক্ষুব্ধ এলাকাবাসীরা এরপর ফুরফুরা পঞ্চায়েতে তালা দিয়ে দেয়। এই প্রসঙ্গেই বিক্ষোভকারী পীরজাদাদের দাবি দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরাতে হবে।

পীরজাদা কাসেম সিদ্দিকী বলেন, ‘‘ফুরফুরা শরীফের প্রধান দুর্নীতি করার পরও কমিটির মধ্যে রাখা হয়েছে । মানুষ ক্ষিপ্ত । বারবার জেলা প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি । প্রধানের জন্য শাসকদলের ক্ষতি হচ্ছে । প্রধান সরাতে হবে এমনি দাবি গ্রামবাসীদের ।" বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাঙ্গিপাড়া থানার পুলিশ ।

Last Updated : May 17, 2022, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.