ETV Bharat / state

"গৌতম দেবের পদত্যাগ চাই", "দিদিকে বলো"য় ফোন যুবনেতার

জেলা তৃণমূল সভাপতি গৌতম দেবসহ জেলা নেতৃত্বের পদত্যাগ চেয়ে "দিদিকে বলো"তে নালিশ জানালেন শিলিগুড়ির এক যুব তৃণমূল নেতা । খোদ জেলা সভাপতি ও মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে এই নালিশ ঘিরে হইচই শুরু হয়েছে দলের অন্দরে ।

রণজিৎ ঘোষ
author img

By

Published : Sep 11, 2019, 9:14 PM IST

শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর : লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে খারাপ ফলের কারণ খুঁজতে পর্যালোচনা হবে জানিয়েছিলেন জেলা সভাপতি গৌতম দেব । গ্রামাঞ্চলে নিচুতলায় এরপর কিছু পরিবর্তন হয় । কিন্তু গোষ্ঠীকোন্দল এখনও কমেনি । এতদিন আড়ালে আবডালে আলোচনা হলেও এবার নেতৃত্বের বদল চেয়ে "দিদিকে বলো"-তে ফোন করেছেন শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি রণজিৎ ঘোষ । সেই সঙ্গে পোস্ট করেছেন সোশাল মিডিয়াতেও ৷

এবিষয়ে রণজিৎ বলেন, "দার্জিলিং জেলায় বার বার তৃণমূল হেরে যাচ্ছে ৷ যারা দলে সর্বক্ষণ সময় দেন তাঁদের দায়িত্বে আনা হয় না । বয়স হয়ে গেছে নেতাদের। এই নেতাদের বদল চাইছেন শিলিগুড়ির মানুষ । এর আগে দলে অনেকবার বলেছি । কাজ না হওয়ায় এবার দিদিকে বলোর আশ্রয় নিয়েছি । ফেসবুকেও পোস্ট করেছি । উত্তরবঙ্গের ক্ষমতাবান মন্ত্রী গৌতম দেব । কিন্তু এখানে শিলিগুড়িতে বিধায়ক, মহকুমা পরিষদ, গ্রাম পঞ্চায়েত বা লোকসভা কোথাও আমরা জিতি না । এর দায় কার ? এই নালিশের জেরে যদি আমাকেই দলবিরোধী বলা হয়, মাথা পেতে নেব । কিন্তু এক দশক ধরে ছাত্র ও যুব রাজনীতি আমরাই করি। কিন্তু আমাদের হাল শোচনীয় । তাই বাধ্য হয়েই প্রকাশ্যে সব বললাম ।"

দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি গৌতম দেব এ প্রসঙ্গে বলেন, "আমার পদত্যাগের যে দাবি উনি তুলেছেন তা নিয়ে মন্তব্য করব না । দলের নানা ফোরামে তিনি বলতেই পারেন । দিদিকেও বলতেই পারেন । কিন্তু যে বিষয় তিনি দিদিকে জানিয়েছেন তা প্রকাশ্যে সোশাল মিডিয়ায় আনা অনুচিত বলেই মনে করি ।"

শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর : লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে খারাপ ফলের কারণ খুঁজতে পর্যালোচনা হবে জানিয়েছিলেন জেলা সভাপতি গৌতম দেব । গ্রামাঞ্চলে নিচুতলায় এরপর কিছু পরিবর্তন হয় । কিন্তু গোষ্ঠীকোন্দল এখনও কমেনি । এতদিন আড়ালে আবডালে আলোচনা হলেও এবার নেতৃত্বের বদল চেয়ে "দিদিকে বলো"-তে ফোন করেছেন শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি রণজিৎ ঘোষ । সেই সঙ্গে পোস্ট করেছেন সোশাল মিডিয়াতেও ৷

এবিষয়ে রণজিৎ বলেন, "দার্জিলিং জেলায় বার বার তৃণমূল হেরে যাচ্ছে ৷ যারা দলে সর্বক্ষণ সময় দেন তাঁদের দায়িত্বে আনা হয় না । বয়স হয়ে গেছে নেতাদের। এই নেতাদের বদল চাইছেন শিলিগুড়ির মানুষ । এর আগে দলে অনেকবার বলেছি । কাজ না হওয়ায় এবার দিদিকে বলোর আশ্রয় নিয়েছি । ফেসবুকেও পোস্ট করেছি । উত্তরবঙ্গের ক্ষমতাবান মন্ত্রী গৌতম দেব । কিন্তু এখানে শিলিগুড়িতে বিধায়ক, মহকুমা পরিষদ, গ্রাম পঞ্চায়েত বা লোকসভা কোথাও আমরা জিতি না । এর দায় কার ? এই নালিশের জেরে যদি আমাকেই দলবিরোধী বলা হয়, মাথা পেতে নেব । কিন্তু এক দশক ধরে ছাত্র ও যুব রাজনীতি আমরাই করি। কিন্তু আমাদের হাল শোচনীয় । তাই বাধ্য হয়েই প্রকাশ্যে সব বললাম ।"

দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি গৌতম দেব এ প্রসঙ্গে বলেন, "আমার পদত্যাগের যে দাবি উনি তুলেছেন তা নিয়ে মন্তব্য করব না । দলের নানা ফোরামে তিনি বলতেই পারেন । দিদিকেও বলতেই পারেন । কিন্তু যে বিষয় তিনি দিদিকে জানিয়েছেন তা প্রকাশ্যে সোশাল মিডিয়ায় আনা অনুচিত বলেই মনে করি ।"

Intro:জেলা সভাপতি গৌতম দেবের পদত্যাগ চেয়ে ডিসিকে বলোতে নালিশ জানালেন এক যুবনেতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে একই দাবি জানিয়েছেন তিনি। খোদ জেলা সভাপতি ও মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধেই এই নালিশ ঘিরে হইচই শুরু হয়েছে দলের অন্দরে।




Body:exclusive

বিগত লোকসভা নির্বাচনে খারাপ ফলের জেরে দলে পর্যালোচনা হবে জানিয়েছিলেন জেলা সভাপতি গৌতম দেব। গ্রামাঞ্চলে নিচুতলায় এরপর কিছু পরিবর্তন হয়। কিন্তু দলের অন্দরে গোষ্ঠীকোন্দল এখনো থামেনি। এতদিন আড়ালে আবডালে আলোচনা হলেও এবার নেতৃত্বে বদল চেয়ে এক্কেবারে ফেসবুক পোস্ট করেছেন শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি রণজিৎ ঘোষ। এর পাশাপাশি দিদিকে বলোতে নালিশ জানিয়েছেন তিনি।

রণজিৎ ইটিভিকে জানান, বারংবার হার হচ্ছে আমাদের। যারা দলে সর্বক্ষণ সময় দেন তাদের দায়িত্বে আনা হয় না। বয়স হয়ে গিয়েছে নেতাদের। এই নেতাদের বদল চাইছেন শিলিগুড়ির মানুষ। তাই এই পোস্ট করেছি। দিদিকে বলো যে জানিয়েছি। এর আগে দলেও বলেছি। কাজ না হওয়ায় এবার দিদিকে বলোর আশ্রয় নিয়েছি। আপনারাই বলুন না উত্তরবঙ্গের ক্ষমতাবান মন্ত্রী গৌতম দেব। কিন্তু এখানে শিলিগুড়িতে বিধানয়ক, মহকুমা পরিষদ, গ্রাম পঞ্চায়েত বা লোকসভা কোথাও আমরা জিতি না। এর দায় কার?

এই নালিশ ও সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে যদি দল আমাকেই দলবিরোধী বলে মাথা পেতে নেব। কিন্তু এক দশক ধরে ছাত্র ও যুব রাজনীতি আমরাই করি। কিন্তু আমাদের হল শোচনীয়। তাই বাধ্য হয়েই প্রকাশ্যে সব বললাম।

দলের জেলা সভাপতি গৌতম দেব এ প্রসঙ্গে বলেন তিনি বলেন, আমার পদত্যাগের যে দাবি উনি তুলেছেন তা নিয়ে মন্তব্য করব না। দলের নানা ফোরামে তিনি বলতেই পারেন। দিদিকেও বলতেই পারেন। কিন্তু যে বিষয় তিনি দিদিকে জানিয়েছেন তা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় আনা অনুচিত বলেই মনে করি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.