ETV Bharat / state

World Tourism Day: বিশ্ব পর্যটন দিবসে টয়ট্রেনকে ঘিরে চরম উন্মাদনা - North Bengal Industries Association

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের ৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা, প্রভাত ফেরি, পাহাড়ি সংস্কৃ্তির সঙ্গে পালিত হল এই দিনটি ৷

World Tourism Day
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 8:36 PM IST

Updated : Sep 27, 2023, 9:11 PM IST

টয়ট্রেনকে ঘিরে চরম উন্মাদনা

শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর: আজ বিশ্ব পর্যটন দিবস ৷ এই দিনটিকে কেন্দ্র করেই উত্তরবঙ্গবাসীর মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা, প্রভাত ফেরি, পাহাড়ি সংস্কৃ্তির সঙ্গে পালিত হল এই দিনটি ৷ তবে এই সব কিছুর মধ্যেও নজর কেড়েছে হেরিটেজ টয়ট্রেন ৷ বুধবার সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে শৈলরানি দার্জিলিংগামী টয়ট্রেনের যাত্রীদের উত্তরীয় পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বাগত জানান।

বিশ্ব পর্যটন দিবসে হেরিটেজ টয়ট্রেনকে ঘিরে দেখা গেল চরম উন্মাদনা। আট থেকে আশি সকলকে দেখা গেল সেই উচ্ছ্বাসে সামিল হতে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যটন সংস্থার তরফে পালিত হল দিনটি । এদিন পর্যটন দিবস উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তরফে । এরপর শিলিগুড়ি জংশন স্টেশনে ডিএইচআরের তরফে আয়োজন করা হয়েছিল পাহাড়ি লোকসসংস্কৃতির নাচগানের । উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।

পর্যটন সংস্থার তরফে স্কুল পড়ুয়াদের জন্য সুকনা পর্যন্ত বিনামূল্যে স্টিম ইঞ্জিন জয় রাইডের ব্যবস্থা করা হয়েছিল । পাশাপাশি পর্যটনের উপর ছিল ক্যুইজ প্রতিযোগিতাও । নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ও শিলিগুড়ি জংশনে টয়ট্রেনকে ফুলমালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এই প্রসঙ্গেই প্রাক্তন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "আর্থসামাজিক উন্নয়নে পর্যটনের একটা বড় ভূমিকা রয়েছে । বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সমস্ত পর্যটনকেন্দ্রগুলিকে উন্নয়ন করা হয়েছে ।"

আরও পড়ুন: এবার পুজোয় বাঙালির ডেস্টিনেশন কাশ্মীর-গুজরাত, দু'ঘন্টায় শেষ ট্যুর বুকিং

এছড়াও নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল পর্যটনকে গুরুত্ব দিয়ে শিল্প তালুক গড়ে তোলার দাবি জানান ৷ কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলাওয়ার বলেন, "হেরিটেজ টয়ট্রেন শুধু রাজ্যের নয় । গোটা দেশের গর্ব । আগামীতে হেরিটেজ টয়ট্রেন যাত্রী পরিষেবার ক্ষেত্রেও আরও উন্নত হবে ।"

টয়ট্রেনকে ঘিরে চরম উন্মাদনা

শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর: আজ বিশ্ব পর্যটন দিবস ৷ এই দিনটিকে কেন্দ্র করেই উত্তরবঙ্গবাসীর মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা, প্রভাত ফেরি, পাহাড়ি সংস্কৃ্তির সঙ্গে পালিত হল এই দিনটি ৷ তবে এই সব কিছুর মধ্যেও নজর কেড়েছে হেরিটেজ টয়ট্রেন ৷ বুধবার সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে শৈলরানি দার্জিলিংগামী টয়ট্রেনের যাত্রীদের উত্তরীয় পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বাগত জানান।

বিশ্ব পর্যটন দিবসে হেরিটেজ টয়ট্রেনকে ঘিরে দেখা গেল চরম উন্মাদনা। আট থেকে আশি সকলকে দেখা গেল সেই উচ্ছ্বাসে সামিল হতে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যটন সংস্থার তরফে পালিত হল দিনটি । এদিন পর্যটন দিবস উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তরফে । এরপর শিলিগুড়ি জংশন স্টেশনে ডিএইচআরের তরফে আয়োজন করা হয়েছিল পাহাড়ি লোকসসংস্কৃতির নাচগানের । উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।

পর্যটন সংস্থার তরফে স্কুল পড়ুয়াদের জন্য সুকনা পর্যন্ত বিনামূল্যে স্টিম ইঞ্জিন জয় রাইডের ব্যবস্থা করা হয়েছিল । পাশাপাশি পর্যটনের উপর ছিল ক্যুইজ প্রতিযোগিতাও । নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ও শিলিগুড়ি জংশনে টয়ট্রেনকে ফুলমালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এই প্রসঙ্গেই প্রাক্তন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "আর্থসামাজিক উন্নয়নে পর্যটনের একটা বড় ভূমিকা রয়েছে । বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সমস্ত পর্যটনকেন্দ্রগুলিকে উন্নয়ন করা হয়েছে ।"

আরও পড়ুন: এবার পুজোয় বাঙালির ডেস্টিনেশন কাশ্মীর-গুজরাত, দু'ঘন্টায় শেষ ট্যুর বুকিং

এছড়াও নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল পর্যটনকে গুরুত্ব দিয়ে শিল্প তালুক গড়ে তোলার দাবি জানান ৷ কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলাওয়ার বলেন, "হেরিটেজ টয়ট্রেন শুধু রাজ্যের নয় । গোটা দেশের গর্ব । আগামীতে হেরিটেজ টয়ট্রেন যাত্রী পরিষেবার ক্ষেত্রেও আরও উন্নত হবে ।"

Last Updated : Sep 27, 2023, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.