ETV Bharat / state

Handicraft Fair in other States : হস্তশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ভিনরাজ্যেও হস্তশিল্প মেলার আয়োজন করবে সরকার

হস্তশিল্পীদের উন্নয়নের স্বার্থে এবার থেকে ভিনরাজ্যেও হস্তশিল্প মেলার আয়োজন (Handicraft Fair in other States) করবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengla Government) ৷ যেখানে শুধুমাত্র বাংলার শিল্পী ও কারিগরদের তৈরি সামগ্রীই প্রদর্শনের ব্যবস্থা করা হবে ৷ বৃহস্পতিবার শিলিগুড়িতে একথা জানান রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷

west bengal government will arrange handicraft fair in other states
Handicraft Fair in other States : হস্তশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ভিনরাজ্যেও হস্তশিল্প মেলার আয়োজন করবে সরকার
author img

By

Published : Dec 23, 2021, 9:49 PM IST

শিলিগুড়ি, 23 ডিসেম্বর : এবার থেকে ভিনরাজ্যেও হস্তশিল্প মেলার আয়োজন (Handicraft Fair in other States) করবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengla Government) ৷ যেখানে শুধুমাত্র বাংলার শিল্পী ও কারিগরদের তৈরি সামগ্রীই প্রদর্শনের ব্যবস্থা করা হবে ৷ রাজ্যের হস্তশিল্পীদের উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার শিলিগুড়িতে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷

আরও পড়ুন : Tea Garden Reopen : শ্রম দফতরের হস্তক্ষেপে খুলল আরও দু’টি চা বাগান

এদিন থেকে শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পী হাটে শিল্প মেলার সূচনা করা হয় ৷ মেলার উদ্বোধন করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷ উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী ইয়াসমিন সাবিনা, বুলু চিকবড়াইক এবং শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব-সহ অন্যরা ৷ আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই হস্তশিল্প মেলা চলবে ৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় 300 শিল্পী এই মেলায় অংশগ্রহণ করছেন ৷

আরও পড়ুন : Animal Cruelty : শিলিগুড়িতে সারমেয় ধর্ষণের অভিযোগে আটক বৃদ্ধ

করোনা আবহে মেলায় বিক্রি-বাট্টা কম হলেও উদ্যোক্তাদের আশা, আগামী দিনে মেলায় ক্রেতা ও দর্শকের সংখ্যা বাড়বে ৷ সূত্রের খবর, 2019-20 অর্থবর্ষে হস্তশিল্প মেলায় প্রায় 5 কোটি 39 লক্ষ টাকার ব্যবসা হয়েছিল ৷ কিন্তু, চলতি অর্থবর্ষে করোনার কারণে তা কমে দাঁড়ায় প্রায় 1 কোটিতে ৷ এবার ফের ব্যবসার আর্থিক পরিমাণ 5 কোটি ছাড়িয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন ও শিল্পীরা ৷

শিলিগুড়ি, 23 ডিসেম্বর : এবার থেকে ভিনরাজ্যেও হস্তশিল্প মেলার আয়োজন (Handicraft Fair in other States) করবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengla Government) ৷ যেখানে শুধুমাত্র বাংলার শিল্পী ও কারিগরদের তৈরি সামগ্রীই প্রদর্শনের ব্যবস্থা করা হবে ৷ রাজ্যের হস্তশিল্পীদের উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার শিলিগুড়িতে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷

আরও পড়ুন : Tea Garden Reopen : শ্রম দফতরের হস্তক্ষেপে খুলল আরও দু’টি চা বাগান

এদিন থেকে শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পী হাটে শিল্প মেলার সূচনা করা হয় ৷ মেলার উদ্বোধন করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷ উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী ইয়াসমিন সাবিনা, বুলু চিকবড়াইক এবং শিলিগুড়ি পৌরনিগমের বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব-সহ অন্যরা ৷ আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই হস্তশিল্প মেলা চলবে ৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় 300 শিল্পী এই মেলায় অংশগ্রহণ করছেন ৷

আরও পড়ুন : Animal Cruelty : শিলিগুড়িতে সারমেয় ধর্ষণের অভিযোগে আটক বৃদ্ধ

করোনা আবহে মেলায় বিক্রি-বাট্টা কম হলেও উদ্যোক্তাদের আশা, আগামী দিনে মেলায় ক্রেতা ও দর্শকের সংখ্যা বাড়বে ৷ সূত্রের খবর, 2019-20 অর্থবর্ষে হস্তশিল্প মেলায় প্রায় 5 কোটি 39 লক্ষ টাকার ব্যবসা হয়েছিল ৷ কিন্তু, চলতি অর্থবর্ষে করোনার কারণে তা কমে দাঁড়ায় প্রায় 1 কোটিতে ৷ এবার ফের ব্যবসার আর্থিক পরিমাণ 5 কোটি ছাড়িয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন ও শিল্পীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.