ETV Bharat / state

Drinking Water Crisis: পানীয় জল না-মেলায় বাগডোগরায় বিক্ষোভ গ্রামবাসীদের - পানীয় জল না মেলায় বাগডোগরায় বিক্ষোভ গ্রামবাসীদের

মিলছে না পানীয় জল (Drinking Water Crisis) । বাগডোগরায় ক্ষোভে পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের (Villagers Protest in front of Panchayat) ।

villagers protest in front of Panchayat due to Drinking Water Crisis
villagers protest in front of Panchayat due to Drinking Water Crisis
author img

By

Published : Oct 20, 2022, 8:34 PM IST

দার্জিলিং, 20 অক্টোবর: দীর্ঘদিন ধরে মিলছে না পানীয় জল (Drinking Water Crisis) । ক্ষোভে পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের কার্যালয়ে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শহরে । পরে পুলিশ গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের উদ্ধার করে ।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত অফিসে । দাড়াগাঁও গ্রামের বিবেকানন্দপল্লির বাসিন্দারা মিলে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অফিস কার্যালয়ে জলের ড্রাম হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা ও কিছু অফিস ঘরে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে (Villagers Protest in front of Panchayat) ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন দাড়াগাঁও এলাকার বাসিন্দারা । ভোটের সময় আশ্বাস দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসলে পানীয় জলের সমস্যা মেটানো হবে । কিন্তু ভোট পেরিয়ে গেলেও কোনরকম হেলদোল নেই পঞ্চায়েতের । তাই বাধ্য হয়ে তারা এদিন তালা মেরে বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে । এদিকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা বর্তমানে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ফলে কোন পদক্ষেপ করতে পারছে না পঞ্চায়েত বোর্ড ।

পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের

স্থানীয় বাসিন্দা সরস্বতী শর্মা অভিযোগ করে বলেন, "ভোটের প্রচারে এলাকায় জল পৌঁছনোর আশ্বাস দিয়েছিলেন পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা । এরপর এতো দিন পেরিয়ে গেলেও জল আসেনি এলাকায় । আমাদের জল কিনে খেতে হচ্ছে । পাশের দুই এলাকায় জল যাচ্ছে । কিন্তু আমাদের এলাকায় জল মিলছে না ।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম নিয়ে অভিযোগ, আচমকাই উৎকর্ষ বাংলা কেন্দ্র পরিদর্শনে মুখ্যসচিব

স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা বলেন, "আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি জলের পাম্প রয়েছে ৷ তার মধ্যে একটি খারাপ । সেটির মেরামতের জন্য ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফে চিঠি পাঠানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগে । 10 থেকে 12 দিনের মধ্যেই পানীয় জলের সমস্যা সমাধান হবে এলাকায় ।"

দার্জিলিং, 20 অক্টোবর: দীর্ঘদিন ধরে মিলছে না পানীয় জল (Drinking Water Crisis) । ক্ষোভে পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের কার্যালয়ে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শহরে । পরে পুলিশ গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের উদ্ধার করে ।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত অফিসে । দাড়াগাঁও গ্রামের বিবেকানন্দপল্লির বাসিন্দারা মিলে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অফিস কার্যালয়ে জলের ড্রাম হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা ও কিছু অফিস ঘরে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে (Villagers Protest in front of Panchayat) ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন দাড়াগাঁও এলাকার বাসিন্দারা । ভোটের সময় আশ্বাস দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসলে পানীয় জলের সমস্যা মেটানো হবে । কিন্তু ভোট পেরিয়ে গেলেও কোনরকম হেলদোল নেই পঞ্চায়েতের । তাই বাধ্য হয়ে তারা এদিন তালা মেরে বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে । এদিকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা বর্তমানে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ফলে কোন পদক্ষেপ করতে পারছে না পঞ্চায়েত বোর্ড ।

পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের

স্থানীয় বাসিন্দা সরস্বতী শর্মা অভিযোগ করে বলেন, "ভোটের প্রচারে এলাকায় জল পৌঁছনোর আশ্বাস দিয়েছিলেন পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা । এরপর এতো দিন পেরিয়ে গেলেও জল আসেনি এলাকায় । আমাদের জল কিনে খেতে হচ্ছে । পাশের দুই এলাকায় জল যাচ্ছে । কিন্তু আমাদের এলাকায় জল মিলছে না ।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম নিয়ে অভিযোগ, আচমকাই উৎকর্ষ বাংলা কেন্দ্র পরিদর্শনে মুখ্যসচিব

স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা বলেন, "আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি জলের পাম্প রয়েছে ৷ তার মধ্যে একটি খারাপ । সেটির মেরামতের জন্য ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফে চিঠি পাঠানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগে । 10 থেকে 12 দিনের মধ্যেই পানীয় জলের সমস্যা সমাধান হবে এলাকায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.