দার্জিলিং, 19 এপ্রিল : গরমের ছুটিতে প্রতিবারই পাহাড় থাকে জমজমাট ৷ মনোরম চা বাগান, সুমধুর টাইগার হিল আর আঁকাবাঁকা পথে টয়ট্রেনের কু-ঝিকঝিক । এসবের টানেই দূর-দূরান্ত থেকে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন শৈলরানিতে । এদিকে, বাগডোগরা বিমানবন্দরে পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের কথা মাথায় রেখে অতিরিক্ত আটটি স্পেশাল ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল । যে কারণে এই ভরা মরশুমেও পর্যটকদের অসুবিধা হয়নি ৷
পর্যটনের মরশুমে পাহাড়ের সমস্ত হোটেলে বুকিং শেষ । এতটাই ভিড় যে অনলাইনে টয়ট্রেনের বুকিং মেলায় দায় হয়ে দাঁড়িয়েছে ৷ আর পর্যটকদের কথা মাথায় রেখে ফের একবার টয়ট্রেনের জয় রাইডের সংখ্যা বাড়াল উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং-হিমালয়ান রেল (Joy Ride Services Increased in Tourism Season) ৷ রেল কর্তৃপক্ষর ওই সিদ্ধান্তে একদিকে যেমন স্বস্তি ফিরেছে পর্যটকদের মধ্যে ৷ অন্যদিকে, উচ্ছ্বসিত ট্যুর অপারেটররা । চাহিদা বাড়ায় পরবর্তীতে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আরও একটি টয়ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে ডিএইচআর (Darjeeling Toy Train Update) ।
আরও পড়ুন : NJP to Darjeeling Toy Train : পর্যটনমহলে স্বস্তি দিয়ে পুনরায় চালু হল এনজেপি-দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা
এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর এ কে মিশ্রা বলেন, "আগে পাহাড়ে চারটি জয় রাইড চলত । পরবর্তীতে সেটি বাড়িয়ে ছ'টি করা হয় । মরশুমের শুরুতে পর্যটকদের চাহিদা বাড়ায় আবার আমরা বাড়িয়ে আটটি জয় রাইড চালু করি । কিন্তু এপ্রিল মাসে তাতেও পর্যটকদের চাহিদা পূরণ না হওয়ায় আবার তা বাড়িয়ে দশটি করা হয়েছে ।"
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের কার্যকরী কমিটির সদস্য সাধন রায়ের কথায়,"টয়ট্রেনের পরিষেবা বাড়ানোর খুব প্রয়োজন ছিল । কারণ পর্যটক বেশি হওয়ার কারণে টিকিটের ঘাটতি হচ্ছিল । সকলে টিকিট পাচ্ছিলেন না ৷ এবার অন্তত তাঁরা টিকিট পাবেন । পরবর্তীতে যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বাড়ানো যায় তাহলে আরও ভাল হয় ।"
আরও পড়ুন : Toy Train: উৎসবের মরশুমে পাহাড়ে সূচনা নয়া জয় রাইড পরিষেবার
অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অফ ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু বলেন, "পাহাড়ের মূল আকর্ষণই হল টয়ট্রেন । বর্তমান পর্যটকদের চাহিদা অনুযায়ী পরিষেবা কম হয়েছে । ফলে জয় রাইড বা টয়ট্রেনের পরিষেবার সংখ্যা বাড়ানোয় পর্যটকদের মনের আশা পূরণ হবে ।"
ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দার্জিলিং, ঘুম, বাতাসিয়া লুপ দিয়ে দশটি টয়ট্রেন চলছে । এছাড়া শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত জঙ্গলটি সাফারি ট্যুরিস্ট স্পেশাল চালাচ্ছে ডিএইচআর । এছাড়া এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত এক জোড়া টয়ট্রেন চলছে ।
আরও পড়ুন : Privatization of Toy Train : বেসরকারিকরণের পথে ঐতিহ্যবাহী টয়ট্রেন, প্রতিবাদের উত্তাপ পাহাড়ে