ETV Bharat / state

দেশীয় পর্যটকদের ঘুরতে বাধা সিকিমে, বিপুল ক্ষতির আশঙ্কা পর্যটনে

সিকিম ছাড়া অন্য কোনও রাজ্যে নিষেধাজ্ঞা নেই দেশীয় পর্যটকদের যাতায়াতে । তবে, সিকিমে এই বাধা থাকায়, বিপর্যস্ত পর্যটন।

author img

By

Published : Mar 13, 2020, 6:57 PM IST

Sikkim
দার্জিলিং

দার্জিলিং, 13 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে বিদেশি পর্যটকদের এদেশে আসা নিষিদ্ধ করা হয়েছে । তবে দেশের অভ্যন্তরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পর্যটকদের যাতায়াতে কোনও বিধিনিষেধ এখনও নেই । ব্যতিক্রম সিকিম । পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে সিকিম সীমান্তে বাধা না দেওয়া হলেও বহু পর্যটনস্থানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । এর জেরে দার্জিলিং, সিকিমসহ উত্তরবঙ্গের যে পর্যটন সার্কিট তাতে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা । ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে এরাজ্যের পর্যটনেও ।

দার্জিলিং, 13 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে বিদেশি পর্যটকদের এদেশে আসা নিষিদ্ধ করা হয়েছে । তবে দেশের অভ্যন্তরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পর্যটকদের যাতায়াতে কোনও বিধিনিষেধ এখনও নেই । ব্যতিক্রম সিকিম । পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে সিকিম সীমান্তে বাধা না দেওয়া হলেও বহু পর্যটনস্থানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । এর জেরে দার্জিলিং, সিকিমসহ উত্তরবঙ্গের যে পর্যটন সার্কিট তাতে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা । ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে এরাজ্যের পর্যটনেও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.