ETV Bharat / state

BJP-র মণ্ডল যুব সভাপতিকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোট চলাকালীন শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অধীন কলাবস্তির 286 নম্বর বুথ সংলগ্ন এলাকায় BJP-র মাটিগাড়া যুব মণ্ডলের সভাপতিকে মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে।

মণ্ডল যুব সভাপতি
author img

By

Published : Apr 18, 2019, 4:02 PM IST

শিলিগুড়ি, 18 এপ্রিল : ভোট চলাকালীন BJP-র মাটিগাড়া যুব মণ্ডলের সভাপতি দীপ নন্দীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অধীন কলাবস্তির 286 নম্বর বুথ সংলগ্ন এলাকার। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আজ সকাল থেকেই মাটিগাড়া এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করছিলেন দীপ ও দলের অন্য নেতারা। দুপুর নাগাদ তারা কলাবস্তি এলাকায় পৌঁছন। সে সময় একদল দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়। দীপকে মারধরের পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নেতাদেরও মারধর করা হয়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত।

দীপ বলেন, "আমরা বুথ অফিসগুলি পরিদর্শন করছিলাম। আমাদের দলের লোকেদের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় আচমকা আমার সঙ্গে থাকা নেতাদের মারধর করে তৃণমূলের গুন্ডারা। এরপর আমাকেও মারধর করে। পিঠে ও বুকে চোট লাগে। আমার জামা ছিড়ে দেওয়া হয়।"

শিলিগুড়ি, 18 এপ্রিল : ভোট চলাকালীন BJP-র মাটিগাড়া যুব মণ্ডলের সভাপতি দীপ নন্দীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অধীন কলাবস্তির 286 নম্বর বুথ সংলগ্ন এলাকার। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আজ সকাল থেকেই মাটিগাড়া এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করছিলেন দীপ ও দলের অন্য নেতারা। দুপুর নাগাদ তারা কলাবস্তি এলাকায় পৌঁছন। সে সময় একদল দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়। দীপকে মারধরের পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নেতাদেরও মারধর করা হয়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত।

দীপ বলেন, "আমরা বুথ অফিসগুলি পরিদর্শন করছিলাম। আমাদের দলের লোকেদের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় আচমকা আমার সঙ্গে থাকা নেতাদের মারধর করে তৃণমূলের গুন্ডারা। এরপর আমাকেও মারধর করে। পিঠে ও বুকে চোট লাগে। আমার জামা ছিড়ে দেওয়া হয়।"

Intro:সুকৌশলে গোর্খাল্যান্ডের ইস্যু এড়িয়ে পুলওয়ামাকে সামনে রেখে শেষ লগ্নের ভোট প্রচার সারলেন সৎপাল মহারাজ!


শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে এসে সুকৌশলে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের ইস্যু এড়িয়ে দার্জিলিংবের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের কথা জানালেন উত্তরাখন্ডের পর্যটন মন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৎপাল মহারাজ। তিনি বলেন, বিজেপির প্রার্থী রাজু বিস্তা পাহাড়ের জন্য যোগ্য। তিনি জয়লাভ করলে দার্জিলিং ডুয়ার্স ও শিলিগুড়িকে একসুতোয় গেঁথে উন্নয়ণের কর্মযঞ্জ চালানো হবে। বিশেষ নজর দেওয়া হবে চা বলয়েও। কর্ম সংস্থান করা হবে পাহাড়ের মানুষের জন্য। 


প্রচারের শেষ লগ্নে পালে হাওয়া তুলতে শিলিগুড়ির অদূরে শিমুলবাড়িতে দলীয় প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচার সারলেন সৎপাল মহারাজ। নির্বাচনী প্রচারমূলক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি বিমানবন্দর থেকে সড়কপথে রওনা দিতেই আবেগপ্রবণ হয়ে উঠেছিলাম। কারণ ১৯৮৫ সালে নেপালী ভাষার স্বীকৃতির দাবীতে এই এলাকায় পদযাত্রা করেছিলাম। এবার এসেছে আপনাদের কাছের মানুষের হয়ে প্রচারে। আমি শুধুমাত্র এটাই বলব যে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু মমতা শুলভ আচরণ করুক। মাতৃত্ব দেখাক। রাজ্য জুড়ে যে উৎপীরণ চলছে তা যেন কম হয়৷ 


এরপরেই পুলওয়ামা ও বালাকোট ইস্যুকে সামনে রেখে গোর্খা জনজাতির মন জয়ের চেষ্টা করেন তিনি। একইসাথে বলেন, আজ দেশ পিছিয়ে গিয়েছে শুধুমাত্র কংগ্রেসের জন্য৷ তবে মোদি সরকার দেশকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। নিউক্লিয়ার ফিউল এনেছেন বিদেশ থেকে। একইসাথে একেরপর এক সার্জিক্যাল স্ট্রাইকে ঘুম উড়িয়ে পাকিস্তানের। যদিও কেউ কেউ এখনও মৃতের সংখ্যা জানতে চাইছেন। সেক্ষেত্রে আমি বলব দেশবাসীকে সেনার প্রতি সন্মান ও বিশ্বাস রাখা উচিৎ৷ আর গোর্খারা তো মৃত্যুকেও ভয় পায় না। তারা একপ্রকার পাগল হয়। তাদের মুখে জয় গোর্খা শ্লোগান উঠলেই শত্রুরা পালিয়ে যায়। 




    




Body:.


Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.