দার্জিলিং, 9 অক্টোবর : আমরণ অনশনের তৃতীয় দিনে বিনয় তামাঙের অবস্থার আরও অবনতি হল । লাফিয়ে লাফিয়ে কমছে রক্তচাপ । নাড়ির স্পন্দনও স্বাভাবিকের নিচে । ঠিকমতো মূত্রত্যাগ হচ্ছে না । জিভ ক্রমশ শুকিয় যাচ্ছে ৷ অথচ এখনও কোনও ইতিবাচক সাড়া মেলেনি চা বাগান মালিকদের তরফে ৷
দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা বাগানের শ্রমিকরা ৷ কিন্তু এবছর এখনও জোটেনি বোনাস ৷ এই পরিস্থিতিতে 6 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাং । কিন্তু চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের বিষয়ে মালিকপক্ষের কোনও হেলদোল নেই । বিনয় তামাঙের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে দলীয় কর্মী ও অনুগামীদের মধ্যে । গতকাল মোর্চার দার্জিলিং মহকুমার মুখপাত্র সন্দীপ ছেত্রী বলেন, "বিনয় তামাঙের স্বাস্থ্যের অবনতি হচ্ছে । চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এরকম চলতে থাকলে তাঁকে অবিলম্বে হাসপাতালে ভরতি করতে হবে ।" গতকালই দু'বার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক এস কুমারের নেতৃত্বাধীন একটি দল । দেখা যায়,বিনয় তামাঙয়ের রক্তচাপ ও পালস স্বাভাবিকের নিচে রয়েছে । দার্জিলিং হাসপাতালের অন্য় এক চিকিৎসক এস ইসলাম বলেন, "এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভরতি করাতে হতে পারে তাঁকে ।"
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-darj-01-fastuntodeath-copy-7205425_08102019205848_0810f_1570548528_806.jpg)
এখন প্রশ্ন, স্বাস্থ্যের অবনতি হলেও হাসপাতালে ভরতি হতে বা চিকিৎসা নিতে কি রাজি হবেন বিনয় তামাং? এই অবস্থায় বিনয় তামাংকে উৎসাহ দিতে অনশনমঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন অনেকেই । গতকাল সুমিটি মুক্তি মোর্চার সভাপতি বিকাশ রাই তাঁর সঙ্গে দেখা করেন । এছাড়াও এক প্রবীণা বিজয় দশমীতে অনশন মঞ্চে গিয়ে অনশনরত বিনয় তামাঙের কপালে বিজয়ের ফোঁটা লাগান ।
সবপক্ষের সম্মতিতেই ডুয়ার্সে 18.5 শতাংশ হারে বোনাস হয়েছে । কিন্তু মালিক পক্ষের প্রস্তাব, পাহাড়ে বোনাস দেওয়া হবে 8.5 শতাংশ । আলোচনার ভিত্তিতে মালিকপক্ষ সর্বশেষ 10.5 শতাংশ বোনাস দিতে রাজি হলেও আপত্তি জানান শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা । তারপর থেকেই শুরু হয বনধ ৷ 6 অক্টোবর থেকে এই ইশুতেই আমরণ অনশন শুরু করেছেন বিনয় ৷