ETV Bharat / state

সাড়া নেই চা বাগান মালিকদের, অনশনরত বিনয়ের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ - 20 শতাংশ বোনাসের বিষয়ে মালিকপক্ষের কোনও হেলদোল নেই

6 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাং । কিন্তু চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের বিষয়ে মালিকপক্ষের কোনও হেলদোল নেই । বিনয় তামাঙের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে দলীয় কর্মী ও অনুগামীদের মধ্যে ।

ছবি
author img

By

Published : Oct 9, 2019, 3:28 AM IST

দার্জিলিং, 9 অক্টোবর : আমরণ অনশনের তৃতীয় দিনে বিনয় তামাঙের অবস্থার আরও অবনতি হল । লাফিয়ে লাফিয়ে কমছে রক্তচাপ । নাড়ির স্পন্দনও স্বাভাবিকের নিচে । ঠিকমতো মূত্রত্যাগ হচ্ছে না । জিভ ক্রমশ শুকিয় যাচ্ছে ৷ অথচ এখনও কোনও ইতিবাচক সাড়া মেলেনি চা বাগান মালিকদের তরফে ৷

দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা বাগানের শ্রমিকরা ৷ কিন্তু এবছর এখনও জোটেনি বোনাস ৷ এই পরিস্থিতিতে 6 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাং । কিন্তু চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের বিষয়ে মালিকপক্ষের কোনও হেলদোল নেই । বিনয় তামাঙের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে দলীয় কর্মী ও অনুগামীদের মধ্যে । গতকাল মোর্চার দার্জিলিং মহকুমার মুখপাত্র সন্দীপ ছেত্রী বলেন, "বিনয় তামাঙের স্বাস্থ্যের অবনতি হচ্ছে । চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এরকম চলতে থাকলে তাঁকে অবিলম্বে হাসপাতালে ভরতি করতে হবে ।" গতকালই দু'বার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক এস কুমারের নেতৃত্বাধীন একটি দল । দেখা যায়,বিনয় তামাঙয়ের রক্তচাপ ও পালস স্বাভাবিকের নিচে রয়েছে । দার্জিলিং হাসপাতালের অন্য় এক চিকিৎসক এস ইসলাম বলেন, "এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভরতি করাতে হতে পারে তাঁকে ।"

image
অনশনে বিনয় তামাং

এখন প্রশ্ন, স্বাস্থ্যের অবনতি হলেও হাসপাতালে ভরতি হতে বা চিকিৎসা নিতে কি রাজি হবেন বিনয় তামাং? এই অবস্থায় বিনয় তামাংকে উৎসাহ দিতে অনশনমঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন অনেকেই । গতকাল সুমিটি মুক্তি মোর্চার সভাপতি বিকাশ রাই তাঁর সঙ্গে দেখা করেন । এছাড়াও এক প্রবীণা বিজয় দশমীতে অনশন মঞ্চে গিয়ে অনশনরত বিনয় তামাঙের কপালে বিজয়ের ফোঁটা লাগান ।

সবপক্ষের সম্মতিতেই ডুয়ার্সে 18.5 শতাংশ হারে বোনাস হয়েছে । কিন্তু মালিক পক্ষের প্রস্তাব, পাহাড়ে বোনাস দেওয়া হবে 8.5 শতাংশ । আলোচনার ভিত্তিতে মালিকপক্ষ সর্বশেষ 10.5 শতাংশ বোনাস দিতে রাজি হলেও আপত্তি জানান শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা । তারপর থেকেই শুরু হয বনধ ৷ 6 অক্টোবর থেকে এই ইশুতেই আমরণ অনশন শুরু করেছেন বিনয় ৷

দার্জিলিং, 9 অক্টোবর : আমরণ অনশনের তৃতীয় দিনে বিনয় তামাঙের অবস্থার আরও অবনতি হল । লাফিয়ে লাফিয়ে কমছে রক্তচাপ । নাড়ির স্পন্দনও স্বাভাবিকের নিচে । ঠিকমতো মূত্রত্যাগ হচ্ছে না । জিভ ক্রমশ শুকিয় যাচ্ছে ৷ অথচ এখনও কোনও ইতিবাচক সাড়া মেলেনি চা বাগান মালিকদের তরফে ৷

দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা বাগানের শ্রমিকরা ৷ কিন্তু এবছর এখনও জোটেনি বোনাস ৷ এই পরিস্থিতিতে 6 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাং । কিন্তু চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের বিষয়ে মালিকপক্ষের কোনও হেলদোল নেই । বিনয় তামাঙের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে দলীয় কর্মী ও অনুগামীদের মধ্যে । গতকাল মোর্চার দার্জিলিং মহকুমার মুখপাত্র সন্দীপ ছেত্রী বলেন, "বিনয় তামাঙের স্বাস্থ্যের অবনতি হচ্ছে । চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এরকম চলতে থাকলে তাঁকে অবিলম্বে হাসপাতালে ভরতি করতে হবে ।" গতকালই দু'বার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক এস কুমারের নেতৃত্বাধীন একটি দল । দেখা যায়,বিনয় তামাঙয়ের রক্তচাপ ও পালস স্বাভাবিকের নিচে রয়েছে । দার্জিলিং হাসপাতালের অন্য় এক চিকিৎসক এস ইসলাম বলেন, "এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভরতি করাতে হতে পারে তাঁকে ।"

image
অনশনে বিনয় তামাং

এখন প্রশ্ন, স্বাস্থ্যের অবনতি হলেও হাসপাতালে ভরতি হতে বা চিকিৎসা নিতে কি রাজি হবেন বিনয় তামাং? এই অবস্থায় বিনয় তামাংকে উৎসাহ দিতে অনশনমঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন অনেকেই । গতকাল সুমিটি মুক্তি মোর্চার সভাপতি বিকাশ রাই তাঁর সঙ্গে দেখা করেন । এছাড়াও এক প্রবীণা বিজয় দশমীতে অনশন মঞ্চে গিয়ে অনশনরত বিনয় তামাঙের কপালে বিজয়ের ফোঁটা লাগান ।

সবপক্ষের সম্মতিতেই ডুয়ার্সে 18.5 শতাংশ হারে বোনাস হয়েছে । কিন্তু মালিক পক্ষের প্রস্তাব, পাহাড়ে বোনাস দেওয়া হবে 8.5 শতাংশ । আলোচনার ভিত্তিতে মালিকপক্ষ সর্বশেষ 10.5 শতাংশ বোনাস দিতে রাজি হলেও আপত্তি জানান শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা । তারপর থেকেই শুরু হয বনধ ৷ 6 অক্টোবর থেকে এই ইশুতেই আমরণ অনশন শুরু করেছেন বিনয় ৷

Intro:চা বাগান মালিকদের সাড়া নেই, অনশনরত বিনয় তামাঙয়ের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

দার্জিলিং, ৮ অক্টোবর : মঙ্গলবার বিনয় তামাঙয়ের আমরণ অনশনের তৃতীয় দিনে তাঁর অবস্থা আরও অবনতি হল । লাফিয়ে লাফিয়ে কমছে রক্তচাপ । নাড়ির স্পন্দন বা পালসও স্বাভাবিকের নিচে । ঠিক মতো মূত্র ত্যাগ হচ্ছে না । জিহ্বা শুষ্ক থেকে শুষ্ক হচ্ছে । অথচ চা বাগান শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের বিষয়ে চা বাগান মালিকদের কোনো হেলদোল নেই । Body:গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙয়ের আমরণ অনশনের তৃতীয় দিনেও মালিক পক্ষের কোনো ইতিবাচক সাড়া নেই । ফলে তাঁর স্বাস্থ্য নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে দলীয় কর্মী ও অনুগামীদের মধ্যে। মঙ্গলবার মোর্চার দার্জিলিং মহকুমার মুখপাত্র সন্দীপ ছেত্রী বলেন, বিনয় তামাঙয়ের স্বাস্থ্যের অবনতি হচ্ছে । চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এরকম চলতে থাকলে তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে । এদিনও দুবার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক এস কুমারের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি দল । তাতে দেখা যায় এদিনও বিনয় তামাঙয়ের বিপি ও পালস স্বাভাবিকের থেকে নিচে । দার্জিলিং হাসপাতালের আর এক চিকিৎসক ডা: এস ইসলাম বলেন, এমনটা চলতে থাকলে মঙ্গলবার রাতের মধ্যেই হাসপাতালে ভর্তি করাতে হতে পারে ।কিন্তু প্রশ্ন স্বাস্থ্যের অবনতি হলেও কী হাসপাতালে ভর্তি হতে বা চিকিৎসা নিতে রাজি হবেন বিনয় তামাঙ-চলছে জল্পনা । Conclusion:এই অবস্থায় বিনয় তামাঙকে উৎসাহ দিতে অনশন .মঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা .করছেন অনেকেই । এদিন অনশন মঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সুমিটি মুক্তি মোর্চার সভাপতি বিকাশ রাই । এছাড়াও এক প্রবীণা এদিন বিজয় দশমীতে অনশন মঞ্চে গিয়ে অনশনরত বিনয় তামাঙয়ের কপালে বিজয়ের ফোঁটা লাগান ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.