ETV Bharat / state

কোরোনায় মৃত মহিলার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ প্রশাসনের

author img

By

Published : Apr 1, 2020, 11:54 PM IST

কোরোনায় মৃত কালিম্পংয়ের মহিলার সংস্পর্শে আসা আরও 27 জনকে চিহ্নিত করা হল । ইতিমধ্যেই ওই মহিলার সংস্পর্শে আসা প্রায় 128 জনকে চিহ্নিত করা হয়েছে । তাঁদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে ।

aa
বাগডোগরা বিমান বন্দর

শিলিগুড়ি, 1 এপ্রিল: কোরোনায় মৃত কালিম্পংয়ের মহিলার সংস্পর্শে আসা আরও 27 জনকে চিহ্নিত করা হল । এরা প্রত্যেকেই মৃত মহিলার সঙ্গে চেন্নাই থেকে বাগডোগরায় এসেছিলেন বিমানে । তাঁদের মধ্যে একজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে । বাকিদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে । বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় মৃতের সহযাত্রীদের চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর । এই নিয়ে উত্তরবঙ্গে ওই মহিলার সংস্পর্শে আসা শতাধিক বাসিন্দার হদিশ মিলেছে ।

রবিবার গভীর রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় কোরোনা আক্রান্ত রোগী সুনীতা দেবী সিংয়ের । তিনি কালিম্পঙের বাসিন্দা ছিলেন । মেয়ের চিকিৎসা করে গত 19 মার্চ চেন্নাই থেকে বিমানে বাগডোগরায় এসেছিলেন । সর্দি-কাশির উপসর্গ থাকায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা আক্রান্ত । চিকিৎসাচলাকালীন মৃত্যু হয় তাঁর । মৃত্যুর একদিন পর স্বাস্থ্য দপ্তর তাঁর বিমানের সহযাত্রীদের চিহ্নিত করে

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা খবর, মৃত মহিলা যে বিমানে এসেছিলেন, সেই বিমানের যাত্রীদের তালিকা চলতি সপ্তাহের সোমবার বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে । তালিকায় নাম রয়েছে 27 জন যাত্রীর । তাঁদের মধ্যে দার্জিলিংয়ের বাসিন্দার সংখ্যা বেশি । এরমধ্যে 4 জন শিলিগুড়ির, তিনজন বাগডোগরা ও বাকি 17 জন দার্জিলিংয়ের বাসিন্দা । এর বাইরে কোচবিহার জেলার দু'জন ও জলপাইগুড়ি জেলার একজন বাসিন্দা রয়েছেন । তালিকায় যাত্রীদের নাম, ঠিকানা ও ফোন নম্বর রয়েছে । পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় অধিকাংশকে 14 দিনের জন্য হোম কোয়ারান্টাইনে রেখেছে স্বাস্থ্য দপ্তর । তাঁদের মধ্যে একজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । তাঁর বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকায় । তাঁর সোয়াবের নমুনা টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

এছাড়াও ওই মহিলার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের রিপোর্ট শিলিগুড়িতে IB-র উত্তরবঙ্গ অফিসে পাঠিয়েছে কোচবিহার জেলা পুলিশেরর গোয়েন্দা শাখা । সেই তালিকায় কালিম্পংয়ের এক চিকিৎসক, ভক্তিনগরের একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী, মুদি দোকানদার, গাড়ি চালক, ওই মহিলার আত্মীয় ও প্রতিবেশীরাও রয়েছেন । সব মিলিয়ে ওই মহিলার সংস্পর্শে আসা প্রায় 128 জনকে চিহ্নিত করা হয়েছে । কালিম্পংয় জেলা প্রশাসনের এক আধিকারিক জানান , "কোরোনায় মৃত মহিলার সংস্পর্শে আসা যে ক'জন নাগরিকের নামের তালিকা স্বাস্থ্য দপ্তর দিয়েছে, তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।"

দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে । ইতিমধ্যে যাঁরা ওই মহিলার সংস্পর্শে এসেছেন, তাঁদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে ।"

শিলিগুড়ি, 1 এপ্রিল: কোরোনায় মৃত কালিম্পংয়ের মহিলার সংস্পর্শে আসা আরও 27 জনকে চিহ্নিত করা হল । এরা প্রত্যেকেই মৃত মহিলার সঙ্গে চেন্নাই থেকে বাগডোগরায় এসেছিলেন বিমানে । তাঁদের মধ্যে একজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে । বাকিদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে । বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় মৃতের সহযাত্রীদের চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর । এই নিয়ে উত্তরবঙ্গে ওই মহিলার সংস্পর্শে আসা শতাধিক বাসিন্দার হদিশ মিলেছে ।

রবিবার গভীর রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় কোরোনা আক্রান্ত রোগী সুনীতা দেবী সিংয়ের । তিনি কালিম্পঙের বাসিন্দা ছিলেন । মেয়ের চিকিৎসা করে গত 19 মার্চ চেন্নাই থেকে বিমানে বাগডোগরায় এসেছিলেন । সর্দি-কাশির উপসর্গ থাকায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা আক্রান্ত । চিকিৎসাচলাকালীন মৃত্যু হয় তাঁর । মৃত্যুর একদিন পর স্বাস্থ্য দপ্তর তাঁর বিমানের সহযাত্রীদের চিহ্নিত করে

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা খবর, মৃত মহিলা যে বিমানে এসেছিলেন, সেই বিমানের যাত্রীদের তালিকা চলতি সপ্তাহের সোমবার বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে । তালিকায় নাম রয়েছে 27 জন যাত্রীর । তাঁদের মধ্যে দার্জিলিংয়ের বাসিন্দার সংখ্যা বেশি । এরমধ্যে 4 জন শিলিগুড়ির, তিনজন বাগডোগরা ও বাকি 17 জন দার্জিলিংয়ের বাসিন্দা । এর বাইরে কোচবিহার জেলার দু'জন ও জলপাইগুড়ি জেলার একজন বাসিন্দা রয়েছেন । তালিকায় যাত্রীদের নাম, ঠিকানা ও ফোন নম্বর রয়েছে । পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় অধিকাংশকে 14 দিনের জন্য হোম কোয়ারান্টাইনে রেখেছে স্বাস্থ্য দপ্তর । তাঁদের মধ্যে একজনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । তাঁর বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকায় । তাঁর সোয়াবের নমুনা টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

এছাড়াও ওই মহিলার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের রিপোর্ট শিলিগুড়িতে IB-র উত্তরবঙ্গ অফিসে পাঠিয়েছে কোচবিহার জেলা পুলিশেরর গোয়েন্দা শাখা । সেই তালিকায় কালিম্পংয়ের এক চিকিৎসক, ভক্তিনগরের একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী, মুদি দোকানদার, গাড়ি চালক, ওই মহিলার আত্মীয় ও প্রতিবেশীরাও রয়েছেন । সব মিলিয়ে ওই মহিলার সংস্পর্শে আসা প্রায় 128 জনকে চিহ্নিত করা হয়েছে । কালিম্পংয় জেলা প্রশাসনের এক আধিকারিক জানান , "কোরোনায় মৃত মহিলার সংস্পর্শে আসা যে ক'জন নাগরিকের নামের তালিকা স্বাস্থ্য দপ্তর দিয়েছে, তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।"

দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে । ইতিমধ্যে যাঁরা ওই মহিলার সংস্পর্শে এসেছেন, তাঁদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.