ETV Bharat / state

করোনা চিকিৎসার বাড়তি খরচে লাগাম টানতে টাস্ক ফোর্স গঠন দার্জিলিংয়ে

একাধিক বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বারবার ৷ এবার তা রুখতে টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর ৷ পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় জেলায় তিনটি সেফ হোম তৈরি হবে বলে জানিয়েছেন গৌতম দেব ৷ অন্যদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালেই 40টি শয্যার করোনা ওয়ার্ড তৈরি করা হবে বলে জানান তিনি ৷

টাস্ক ফোর্স গঠন দার্জিলিঙে
টাস্ক ফোর্স গঠন দার্জিলিঙে
author img

By

Published : May 17, 2021, 6:28 PM IST

শিলিগুড়ি, 17 মে : শহরের একাধিক বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে চলছে কার্যত টাকা লুঠের খেলা ৷ এমন অভিযোগই বারবার উঠে এসেছে করোনা রোগীদের পক্ষ থেকে ৷ পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ারও অভিযোগ উঠে এসেছে একাধিকবার ৷ এবার বেসরকারি হাসপাতালগুলিতে লাগাম টানতে টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছ দার্জিলিং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর ৷

রাজ্যে বেলাগম করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে রাজ্যের সরাকরি হোক বা বেসরকারি , সব হাসপাতালেই পর্যাপ্ত শয্যার অভাব ৷ আবার বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা করতে হলে বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীর আত্মীয়দের ৷ সেই পরিস্থিতিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ৷ যার মূল কাজটাই হবে বেসরকারি হাসপাতালের অনিয়মে রাশ টানা ৷ এর প্রধান দায়িত্বে থাকবেন জেলাশাসক এস পুন্নমবলম। এছাড়া থাকবেন স্বাস্থ্য বিভাগ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি পদমর্যাদার আধিকারিক ও পৌরনিগমের আধিকারিকরা। ইতিমধ্যে এবিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা। এছাড়া শহরের করোনা মোকাবিলায় শিলিগুড়ি জেলা হাসপাতালেই 40টি শয্যার করোনা ওয়ার্ড তৈরি করা হবে ৷ পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শিবমন্দির, ডাবগ্রাম মিলিয়ে আরও তিনটি সেফ হোম তৈরি করা হবে।

টাস্ক ফোর্স গঠন নিয়ে কী বললেন গৌতম দেব ...

এবিষয়ে গৌতম দেব বলেন, "শহরের বেশ কিছু বেসরকারি হাসপাতাল নিয়ম না মেনে নিজেদের ইচ্ছামতো চিকিৎসা করছে। অযথা লাগামহীন বিল ধরাচ্ছে রোগীর পরিবারের হাতে ৷ এজন্যই টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ " পাশাপাশি যেসব বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করবে সেই বিষয়টিও টাস্ক ফোর্স দেখবে বলে জানিয়েছেন তিনি ৷ তিনি আরও বললেন, " যে 40টি শয্যার করোনা ওয়ার্ড তৈরি হবে তার মধ্যে 20টি অক্সিজেন বেড থাকবে ৷ এছাড়া পাঁচটি থেকে সাতটি আইসিইউ থাকবে ৷ "

আরও পড়ুন : নারদকাণ্ডে রাজনৈতিক দোলাচলে শুভেন্দুকে নিয়ে চুপ শিশির ও দিব্যেন্দু

অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ডাবগ্রাম পলিটেকনিক কলেজে সেফ হোম তৈরি করা হবে ৷ মাটিগাড়ার যিশু আশ্রমেও একটি সেফ হোম তৈরি হবে বলে জানিয়েছেন গৌতম দেব ৷

শিলিগুড়ি, 17 মে : শহরের একাধিক বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে চলছে কার্যত টাকা লুঠের খেলা ৷ এমন অভিযোগই বারবার উঠে এসেছে করোনা রোগীদের পক্ষ থেকে ৷ পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ারও অভিযোগ উঠে এসেছে একাধিকবার ৷ এবার বেসরকারি হাসপাতালগুলিতে লাগাম টানতে টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছ দার্জিলিং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর ৷

রাজ্যে বেলাগম করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে রাজ্যের সরাকরি হোক বা বেসরকারি , সব হাসপাতালেই পর্যাপ্ত শয্যার অভাব ৷ আবার বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা করতে হলে বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীর আত্মীয়দের ৷ সেই পরিস্থিতিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ৷ যার মূল কাজটাই হবে বেসরকারি হাসপাতালের অনিয়মে রাশ টানা ৷ এর প্রধান দায়িত্বে থাকবেন জেলাশাসক এস পুন্নমবলম। এছাড়া থাকবেন স্বাস্থ্য বিভাগ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি পদমর্যাদার আধিকারিক ও পৌরনিগমের আধিকারিকরা। ইতিমধ্যে এবিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা। এছাড়া শহরের করোনা মোকাবিলায় শিলিগুড়ি জেলা হাসপাতালেই 40টি শয্যার করোনা ওয়ার্ড তৈরি করা হবে ৷ পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শিবমন্দির, ডাবগ্রাম মিলিয়ে আরও তিনটি সেফ হোম তৈরি করা হবে।

টাস্ক ফোর্স গঠন নিয়ে কী বললেন গৌতম দেব ...

এবিষয়ে গৌতম দেব বলেন, "শহরের বেশ কিছু বেসরকারি হাসপাতাল নিয়ম না মেনে নিজেদের ইচ্ছামতো চিকিৎসা করছে। অযথা লাগামহীন বিল ধরাচ্ছে রোগীর পরিবারের হাতে ৷ এজন্যই টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ " পাশাপাশি যেসব বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করবে সেই বিষয়টিও টাস্ক ফোর্স দেখবে বলে জানিয়েছেন তিনি ৷ তিনি আরও বললেন, " যে 40টি শয্যার করোনা ওয়ার্ড তৈরি হবে তার মধ্যে 20টি অক্সিজেন বেড থাকবে ৷ এছাড়া পাঁচটি থেকে সাতটি আইসিইউ থাকবে ৷ "

আরও পড়ুন : নারদকাণ্ডে রাজনৈতিক দোলাচলে শুভেন্দুকে নিয়ে চুপ শিশির ও দিব্যেন্দু

অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ডাবগ্রাম পলিটেকনিক কলেজে সেফ হোম তৈরি করা হবে ৷ মাটিগাড়ার যিশু আশ্রমেও একটি সেফ হোম তৈরি হবে বলে জানিয়েছেন গৌতম দেব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.