ETV Bharat / state

ইন্দো-নেপাল সীমান্তে মাদক চোরাচালানের ছক বানচাল, গ্রেফতার 2 - Yaba tablet seized

একটি চারচাকার গাড়িতে করে ওই মাদক দার্জিলিংয়ের দুধিয়া থেকে আনা হয়েছিল ৷ নকশালবাড়িতে হাতবদল হয়ে ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল ।

Brown Sugar seized
ছবি
author img

By

Published : Jun 26, 2021, 7:58 PM IST

নকশালবাড়ি, 26 জুন : 20 লাখ টাকার মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ানরা । উদ্ধার হয়েছে ব্রাউন সুগার, আফিম ও ইয়াবা ট্যাবলেট ।

শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের আপার বাগডোগরার পানিঘাটা মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার ও বড় মণিরামজোত এসএসবি বাহিনী । এসএসবি সূত্রে খবর, একটি চারচাকার গাড়িতে করে ওই মাদক দার্জিলিংয়ের দুধিয়া থেকে আনা হয়েছিল এবং নকশালবাড়িতেই হাতবদল হয়ে ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল ।

কিন্তু তার আগেই পানিঘাটা মোড়ে অভিযান চালিয়ে পাচারকারীদের পাকড়াও করেন জওয়ানরা । ধৃতদের নাম মনোজ আচার্য ও আলাভিন ইন্দোওয়ার ৷ তাদের বাড়ি নকশালবাড়ি ও বেলগাছিতে ৷ ধৃতদের গাড়ি থেকে উদ্ধার হয় 860 গ্রাম ব্রাউন সুগার, 1 কেজি 60 গ্রাম আফিম ও 360 টি ইয়াবা ট্যাবলেট ।

আরও পড়ুন : বিশ্ব মাদকবিরোধী দিবসে জেলাবাসীকে সচেতন করতে মালদা পুলিশের উদ্যোগ

পাচারের জন্য যে চারচাকার গাড়িটি ব্যবহার করা হত, সেটিও বাজেয়াপ্ত করেছে এসএসবি ৷ ধৃতদের পরবর্তী তদন্তের জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়েছে ।

নকশালবাড়ি, 26 জুন : 20 লাখ টাকার মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ানরা । উদ্ধার হয়েছে ব্রাউন সুগার, আফিম ও ইয়াবা ট্যাবলেট ।

শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের আপার বাগডোগরার পানিঘাটা মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার ও বড় মণিরামজোত এসএসবি বাহিনী । এসএসবি সূত্রে খবর, একটি চারচাকার গাড়িতে করে ওই মাদক দার্জিলিংয়ের দুধিয়া থেকে আনা হয়েছিল এবং নকশালবাড়িতেই হাতবদল হয়ে ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল ।

কিন্তু তার আগেই পানিঘাটা মোড়ে অভিযান চালিয়ে পাচারকারীদের পাকড়াও করেন জওয়ানরা । ধৃতদের নাম মনোজ আচার্য ও আলাভিন ইন্দোওয়ার ৷ তাদের বাড়ি নকশালবাড়ি ও বেলগাছিতে ৷ ধৃতদের গাড়ি থেকে উদ্ধার হয় 860 গ্রাম ব্রাউন সুগার, 1 কেজি 60 গ্রাম আফিম ও 360 টি ইয়াবা ট্যাবলেট ।

আরও পড়ুন : বিশ্ব মাদকবিরোধী দিবসে জেলাবাসীকে সচেতন করতে মালদা পুলিশের উদ্যোগ

পাচারের জন্য যে চারচাকার গাড়িটি ব্যবহার করা হত, সেটিও বাজেয়াপ্ত করেছে এসএসবি ৷ ধৃতদের পরবর্তী তদন্তের জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.