ETV Bharat / state

Bangladeshi Infiltrators Arrested: রাজ্যপালের সীমান্ত সফরের মাঝেই এসএসবির অভিযানে গ্রেফতার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ 6 - Siliguri News

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সীমান্ত সফরের মাঝেই বৃহস্পতিবার এসএসবির অভিযানে পানিট্যাংকি থেকে গ্রেফতার করা হল 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ 6 জনকে (Bangladeshi Infiltrators Arrested)৷

Bangladeshi Infiltrators Arrested ETV Bharat
গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী
author img

By

Published : Feb 3, 2023, 4:16 AM IST

দার্জিলিং, 2 ফেব্রুয়ারি: রাজ্যপালের সীমান্ত সফরের মাঝেই এসএসবির অভিযানে গ্রেফতার হলেন চার বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrators Arrested)। আরও দুজন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । বৃহস্পতিবার ভোরবেলায় গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করেন এসএসবির 9 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।

পানিট্যাংকি থেকে গ্রেফতার 4 বাংলাদেশি: অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি এলাকা থেকে ওই চার বাংলাদেশিকে ধরে এসএসবি । পরে জিজ্ঞাসাবাদ করে আরও দুই ভারতীয়কে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ । জানা গিয়েছে, এ দিন ভোরে ওই চার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করতে যায় । সেই সময় তাঁদের আটক করে তল্লাশি চালালে তাঁদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় শংসাপত্র এবং জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করে এসএসবি । ধৃতদের কাছে ছিল না পাসপোর্ট ও ভিসা ।

2 ভারতীয়কেও গ্রেফতার করা হয়: এরপর তাঁদের গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এরপর ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তাঁদের ভারতে প্রবেশে সাহায্য করেছিলেন দুই ভারতীয় ৷ তাঁদেরও গ্রেফতার করে এসএসবি ও পুলিশ । ধৃত বাংলাদেশিদের নাম মহম্মদ সোহাগ মিয়াঁ, কামরুল হুসেন, মহম্মদ মনির হুসেন এবং সইফুল ইসলাম । ধৃত দুই ভারতীয়দের নাম মহম্মদ হোসেন এবং মহম্মদ সিপন সরকার । এঁদের মধ্যে মহম্মদ হোসেন জলপাইগুড়ির এবং মহম্মদ সিপন সরকার কোচবিহারের বাসিন্দা ।

আরও পড়ুন: হাওড়ায় গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী

ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত: বৃহস্পতিবার ধৃতদের খড়িবাড়ি পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে । ধৃতদের জামিনের আবেদন খারিজ করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানান, "ধৃতদের 14 দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল । আদালত সাত দিনের হেফাজত মঞ্জুর করেছে । এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।"

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল: এ দিন সকালেই ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ফুলবাড়ি সীমান্তে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা সারেন তিনি ।

দার্জিলিং, 2 ফেব্রুয়ারি: রাজ্যপালের সীমান্ত সফরের মাঝেই এসএসবির অভিযানে গ্রেফতার হলেন চার বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrators Arrested)। আরও দুজন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । বৃহস্পতিবার ভোরবেলায় গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করেন এসএসবির 9 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।

পানিট্যাংকি থেকে গ্রেফতার 4 বাংলাদেশি: অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি এলাকা থেকে ওই চার বাংলাদেশিকে ধরে এসএসবি । পরে জিজ্ঞাসাবাদ করে আরও দুই ভারতীয়কে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ । জানা গিয়েছে, এ দিন ভোরে ওই চার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করতে যায় । সেই সময় তাঁদের আটক করে তল্লাশি চালালে তাঁদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় শংসাপত্র এবং জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করে এসএসবি । ধৃতদের কাছে ছিল না পাসপোর্ট ও ভিসা ।

2 ভারতীয়কেও গ্রেফতার করা হয়: এরপর তাঁদের গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এরপর ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তাঁদের ভারতে প্রবেশে সাহায্য করেছিলেন দুই ভারতীয় ৷ তাঁদেরও গ্রেফতার করে এসএসবি ও পুলিশ । ধৃত বাংলাদেশিদের নাম মহম্মদ সোহাগ মিয়াঁ, কামরুল হুসেন, মহম্মদ মনির হুসেন এবং সইফুল ইসলাম । ধৃত দুই ভারতীয়দের নাম মহম্মদ হোসেন এবং মহম্মদ সিপন সরকার । এঁদের মধ্যে মহম্মদ হোসেন জলপাইগুড়ির এবং মহম্মদ সিপন সরকার কোচবিহারের বাসিন্দা ।

আরও পড়ুন: হাওড়ায় গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী

ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত: বৃহস্পতিবার ধৃতদের খড়িবাড়ি পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে । ধৃতদের জামিনের আবেদন খারিজ করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানান, "ধৃতদের 14 দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল । আদালত সাত দিনের হেফাজত মঞ্জুর করেছে । এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।"

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল: এ দিন সকালেই ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ফুলবাড়ি সীমান্তে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা সারেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.