দার্জিলিং, 18 এপ্রিল : বাবার হয়ে ভোট দিল ছেলে। এই দৃশ্য দেখা গেল দার্জিলিঙের বুথ নম্বর 18/230, বালাপাড়া বি এফ পি স্কুলে।
দার্জিলিঙের এই বুথে বাবা আজ়িজ় রহমানের হয়ে ভোট দেন ছেলে জাভেদ আলি। ভোট দিয়ে বেরোনোর সময় আজ়িজ় বলেন, "আমি চোখে দেখতে পাই না। তাই আমার ভোট ছেলে দিয়ে দিল।" জাভেদ বলেন, "বুথের অফিসাররাও ভোট দেওয়ার অনুমতি দিয়েছেন।"